Tag Archives: RG Kar Case

RG Kar Protest Junior doctors: আরজি করের প্রতিবাদে CGO অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের! শুক্রবারের ‘বিশেষ’ দিনেই কি কর্মবিরতি প্রত্যাহার? বড় খবর

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে রয়েছেন রাজ্যের সমস্ত হাসপাতালের জুনিয়র ডাক্তাররা।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে রয়েছেন রাজ্যের সমস্ত হাসপাতালের জুনিয়র ডাক্তাররা।
এবার কি তবে কর্মবিরতি প্রত্যাহারের পালা? সূত্রের খবর, শুক্রবার বেলা তিনটের সময় সিজিও পর্যন্ত আন্দোলনকারীদের মিছিল করার সম্ভাবনা রয়েছে। এরপরই সেখানে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হতে পারে।
এবার কি তবে কর্মবিরতি প্রত্যাহারের পালা? সূত্রের খবর, শুক্রবার বেলা তিনটের সময় সিজিও পর্যন্ত আন্দোলনকারীদের মিছিল করার সম্ভাবনা রয়েছে। এরপরই সেখানে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হতে পারে।
স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত এই মিছিল হতে পারে। মিছিল থেকেই ঘোষণা করা হতে পারে কর্মবিরতি প্রত্যাহারের।
স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত এই মিছিল হতে পারে। মিছিল থেকেই ঘোষণা করা হতে পারে কর্মবিরতি প্রত্যাহারের।
সূত্রের খবর, ধাপে ধাপে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  শনিবার থেকে জরুরি পরিষেবায় অংশগ্রহণ করতে পারেন জুনিয়র ডাক্তাররা।
সূত্রের খবর, ধাপে ধাপে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকে জরুরি পরিষেবায় অংশগ্রহণ করতে পারেন জুনিয়র ডাক্তাররা।
এখনই আউটডোর এবং ইনডোর পরিষেবার অংশগ্রহণ করবেন না তাঁরা।  সেগুলি ধাপে ধাপে প্রত্যাহার হবে।
এখনই আউটডোর এবং ইনডোর পরিষেবার অংশগ্রহণ করবেন না তাঁরা। সেগুলি ধাপে ধাপে প্রত্যাহার হবে।
বৃহস্পতিবার রাজ্যের সিনিয়র ডাক্তাররাও আন্দোলনের পাশে থেকে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের।
বৃহস্পতিবার রাজ্যের সিনিয়র ডাক্তাররাও আন্দোলনের পাশে থেকে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের।
আগামিকাল, শুক্রবার উল্লেখযোগ্য কারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোক কলরবের ১০ বছর পূর্তি শুক্রবার। সেই দিনটিকেই আরেক প্রতিবাদে স্মরণীয় করতে চাইছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। (রিপোর্টার-- অভিজিৎ চন্দ)
আগামিকাল, শুক্রবার উল্লেখযোগ্য কারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোক কলরবের ১০ বছর পূর্তি শুক্রবার। সেই দিনটিকেই আরেক প্রতিবাদে স্মরণীয় করতে চাইছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। (রিপোর্টার– অভিজিৎ চন্দ)

Sandip Ghosh RG Kar Case: আর রইল না…! সন্দীপ ঘোষকে নিয়ে বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্য মেডিক্যাল কাউন্সিল, একদিনেই জোড়া ধাক্কা

বড় ধাক্কা। ডাক্তারি তকমা আর রইল না আরজি কর হাসপাতালের অপসারিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের। তাঁর ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল নিয়ে আগেই আলোচনার পথে ছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এবার নিয়ে ফেলল সিদ্ধান্ত।
বড় ধাক্কা। ডাক্তারি তকমা আর রইল না আরজি কর হাসপাতালের অপসারিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের। তাঁর ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল নিয়ে আগেই আলোচনার পথে ছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এবার নিয়ে ফেলল সিদ্ধান্ত।
বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ। তার উপর রাজ্য মেডিক্যাল কাউন্সিলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চাপে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ।
বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ। তার উপর রাজ্য মেডিক্যাল কাউন্সিলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চাপে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ।
বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে।
বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে।
দুর্নীতি ও খুন-ধর্ষণের জোড়া মামলায় সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ। গত শুক্রবার তাঁকে শোকজ করেছিল মেডিক্যাল কাউন্সিল। বলা হয়েছিল নোটিস ইস্যু করার তিন দিনের মধ্যে জবাব দিতে হবে। জবাব না দিলে অথবা তা সন্তোষজনক না হলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
দুর্নীতি ও খুন-ধর্ষণের জোড়া মামলায় সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ। গত শুক্রবার তাঁকে শোকজ করেছিল মেডিক্যাল কাউন্সিল। বলা হয়েছিল নোটিস ইস্যু করার তিন দিনের মধ্যে জবাব দিতে হবে। জবাব না দিলে অথবা তা সন্তোষজনক না হলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
অর্থাৎ এই ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে মেডিক্যাল কাউন্সিলের রেজিস্টার থেকে রেজিস্টার্ড মেডিক্যাল প্র্যাক্টিশনার হিসাবে সন্দীপ ঘোষের নাম বাদ দিয়ে দেওয়া হল।
অর্থাৎ এই ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে মেডিক্যাল কাউন্সিলের রেজিস্টার থেকে রেজিস্টার্ড মেডিক্যাল প্র্যাক্টিশনার হিসাবে সন্দীপ ঘোষের নাম বাদ দিয়ে দেওয়া হল।
এদিকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে 'এক্সট্রা অর্ডিনারি' লিভ নিয়েছিল তা বাতিল করল স্বাস্থ্য দফতর।
এদিকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে ‘এক্সট্রা অর্ডিনারি’ লিভ নিয়েছিল তা বাতিল করল স্বাস্থ্য দফতর।
এই সিদ্ধান্ত অনুযায়ী গত বারোই অগাস্ট পর্যন্ত সরকারি মাহিনা পাবেন সন্দীপ ঘোষ। প্রসঙ্গত, ১৩ অগাস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ এক্সট্রা অর্ডিনারি লিভ নেন।
এই সিদ্ধান্ত অনুযায়ী গত বারোই অগাস্ট পর্যন্ত সরকারি মাহিনা পাবেন সন্দীপ ঘোষ। প্রসঙ্গত, ১৩ অগাস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ এক্সট্রা অর্ডিনারি লিভ নেন।
এরপর গত দোসরা সেপ্টেম্বর তাঁকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। এই ১৩ অগাস্ট থেকে ২ রা সেপ্টেম্বর পর্যন্ত সময়ের কোনও মাইনে বা কোনওরকম টাকা পাবেন না সন্দীপ।
এরপর গত দোসরা সেপ্টেম্বর তাঁকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। এই ১৩ অগাস্ট থেকে ২ রা সেপ্টেম্বর পর্যন্ত সময়ের কোনও মাইনে বা কোনওরকম টাকা পাবেন না সন্দীপ।
আর জি কর হাসপাতাল কে নির্দেশ দিয়ে এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
আর জি কর হাসপাতাল কে নির্দেশ দিয়ে এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

Kalatan Dasgupta: শেষ শুনানি, ভাইরাল অডিও-কাণ্ডে বামনেতা কলতানের রায় ঘোষণা আজ সন্ধ‍্যায়

কলকাতাঃ আজ, বুধবার অডিও টেপ কাণ্ডে কলতান দাশগুপ্ত মুক্তির আবেদনের শুনানি শেষ হল। সন্ধে ৭টায় রায় ঘোষণা করবেন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ। নিজের চেম্বার থেকে রায় জানাবেন বিচারপতি। জুনিয়র ডাক্তারদের ধরনায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপের অডিও ১৩ই সেপ্টেম্বর প্রকাশ্যে আসে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে বড়সড় হামলার চক্রান্ত চালাচ্ছে বামেদের একটি যুব সংগঠন। দুই নেতার মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ করে এমনই দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ (যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা৷) রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই এই পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ৷ সেই ঘটনায় গ্রেফতার করা হয় বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে।

আরও পড়ুনঃ ‘জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে সহমত, কিন্তু এবার কাজে ফিরুন’, #JusticeforRGKar ব্যবহার করে নিরাপত্তা-আশ্বাস অভিষেকের

কলতান দাশগুপ্তের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন বলেন, ‘এক্ষেত্রে তিনটি সিজার লিস্ট। সাক্ষীরা সবাই পুলিশ। এখানেই সবচেয়ে বড় সন্দেহ যে এক্ষেত্রেও কারচুপি করা হয়েছে। সঞ্জীবের কাছে কিপ্যাড ফোন ছিল যাতে রেকর্ড করা যায় না। তাহলে কে রেকর্ড করল। ফোন যদি ট্যাপ করা হয় তাহলে সেটাও আইনের পরিপন্থী। আমরা তাই কলতানের বিরুদ্ধে করা FIR খারিজের আবেদন করছি।’ তিনি আরও বলেন, ‘41A নোটিস না দিয়ে গ্রেফতার করাও বেআইনি। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।’

অন‍্যদিকে, রাজ‍্যের আইনজীবী কিশোর দত্ত বলেন, ‘টেলিফনিক কথোপকথন দেখুন সেখানে কলতান যা বলেছেন তাতে যারা গন্ডগোল বাধাতে চাইছে তাদেরকে বাধা দেওয়ার বদলে তাকে এই কাজ করতে অনুপ্রানিত করছেন এবং অশান্তি পাকানোর কাজ করতে নির্দেশ দিচ্ছেন। অর্থাৎ এখানে অভিজুক্তের প্রত্যক্ষ যোগ রয়েছে।’

রাজ্যকে এরপর ফের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রশ্ন করেন, ‘একজন রাজনৈতিক ব্যক্তির কাছে পেন ড্রাইভ পাওয়া গেল? যেহেতু অভিযুক্তের ফোন থেকে রেকর্ড করা যায় না তাহলে পেন ড্রাইভ এল কোথা থেকে? সাত দিন গ্রেফতারির পর পুলিশ কেন একথা বলছে না? যেটা নিয়ে পুলিশের তদন্ত চলছে সেটা মিডিয়ার কাছে গেল কীভাবে? কথোপকথনে আরও যাদের নাম এসেছে তাদের গ্রেফতার করা হযেছে কি? ভয়েস রেকর্ড কি টেস্ট করেছে পুলিশ? না হলে কিসের ভিত্তিতে গ্রেফতার’

আরও পড়ুনঃ ফের নিগ্রহের শিকার কলকাতা পুলিশ! নাকা চেকিং-এ দুস্কৃতীদের হাতে আহত ট্রাফিক সার্জেন্ট

যদিও রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়, ‘পেন ড্রাইভ অবশ্যই একটি নথি। তার ভিত্তিতে গ্রেফতারিতে কোনও অসুবিধা থাকার কথা নয়। পুলিশ তাই করেছে। সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলার ক্ষেত্রেও এধরনের ঘটনায় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হযেছে। পুলিশ নিয়ম মেনেই গ্রেফতার করেছে। আর কেউ গ্রেফতার হয়নি। পুলিশ দেখছে। কিন্তু কথোপকথনে এটা স্পষ্ট যে কলতান কাজটা করতে বলছেন সঞ্জীবকে।’ কলতানের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, ‘গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি। এবং FIR কোনোভাবেই বৈধ নয়।’

RG Kar Protest: প্রতিবাদের রেশ শ্রাদ্ধানুষ্ঠানেও! মায়ের শ্রাদ্ধের কার্ডে এ কী লিখলেন ছেলে! ভাইরাল ছবি

উত্তর দিনাজপুর: শ্রাদ্ধের অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্রে ‘উই ওয়ান্ট জাস্টিস’ লিখে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানালো এক যুবক। মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে ছেলের তৈরি নিমন্ত্রণ পত্রে ‘উই ওয়ান্ট জাস্টিস’ লোগো-সহ প্রতিবাদ চিত্র। যা দেখে কিছুটা অবাক হয়ে যান নিমন্ত্রিতরা।

আরও পড়ুনঃ ডিভিসির রিপোর্টে বড় ‘তথ‍্য’ ফাঁস! কমেছে জলধারণের ক্ষমতা, তবে কি দক্ষিণবঙ্গে বন‍্যা?

আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রতিদিনই কোন না কোন জায়গায় প্রতিবাদ মিছিল গড়ে উঠছে। জানা যায় এই মিছিলে শামিল হয়েছিলেন রায়গঞ্জের প্রতিমা দেবীও। কিন্তু হঠাৎ করে তিনি মারা যান। তাই তাঁর শ্রাদ্ধের কার্ডেও ‘উই ওয়ান্ট জাস্টিস’-লোগো দিয়ে অন্যরকম প্রতিবাদ জানালো তাঁর ছেলে। জানা যায় জীবনের শেষ দিনগুলোতেও অসুস্থতার সঙ্গে লড়াই করেও আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন প্রতিমা দেবী। প্রতিভা দেবীর মৃত্যুর পরও তাই তাঁর প্রতিবাদের আগুন জ্বালিয়ে রাখলো তাঁর পরিবার। মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণ পত্রের উপরেই তাই ‘উই ওয়ান্ট জাস্টিস লিখে আত্মীয়’ পরিজনদের মাঝে বিচারের দাবিতে ছড়িয়ে দিলেন ছেলে শুভ্রজ্যোতি দত্ত।

শুভ্রজ্যোতি জানান, ‘‘এই প্রতিবাদ শুধু চিকিৎসকদের নয় প্রতিটা মানুষের।’’ দিন কয়েক আগেই বার্ধক্যজনিত রোগের প্রয়াত হন প্রতিমা দেবী। তখন শ্মশানে মাকে দাহ করার সময়ই শুভ্রজ্যোতির মাথায় এসেছিল মায়ের শেষ ইচ্ছাকে মর্যাদা দিতে নতুনত্ব কিছুর। তাই চিকিৎসকদের মতো প্রেসক্রিপশনে প্রতিবাদ জানাতে না পারলেও, মায়ের শ্রাদ্ধের কার্ডেই তিনি তাঁর প্রতিবাদ জানিয়েছেন ।

পিয়া গুপ্তা

Minakshi Mukherjee on RG Kar Protest: আরজি কর কাণ্ডে এবার মীনাক্ষীকে তলব সিবিআইয়ের, রেকর্ড করা হবে বয়ানও… বৃহস্পতিবারেই সিজিও যাচ্ছেন যুবনেত্রী

কলকাতাঃ আরজিকর কাণ্ডে এবার মীনাক্ষী মুখোপাধ‍্যায়কে তলব সিবিআই-এর। আজ, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায়, উইটনেস স্টেটমেন্ট রেকর্ড করতে, সি জি ও কমপ্লেক্স যাবেন DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। ১৪ অগাস্ট আর জি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডের তদন্তে ডেকে পাঠানো হল মীনাক্ষীকে। সিবিআই-এর স্পেশ‍্যাল ক্রাইম ব্রাঞ্চ তাঁকে তলব করেছে বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ   ‘জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে সহমত, কিন্তু এবার কাজে ফিরুন’, #JusticeforRGKar ব্যবহার করে নিরাপত্তা-আশ্বাস অভিষেকের

 

গত ১৪ অগাস্ট সারা রাজ‍্যেজুড়ে ‘রাতদখল’ চলছিল, ঠিক সেই সময় আর জি কর হাসপাতাল আক্রমণ করা হয়। বাইরে থেকে দুষ্কৃতীরা ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। ওই সময় ঘটনাস্থলে মীনাক্ষীর নেতৃত্বে অবস্থান চলছিল DYFI-এর। এবার সেই ভাঙচুরের ঘটনাতেই মীনাক্ষীকে তলব করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁর বয়ান রেকর্ড করবেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ফের নিগ্রহের শিকার কলকাতা পুলিশ! নাকা চেকিং-এ দুস্কৃতীদের হাতে আহত ট্রাফিক সার্জেন্ট

কিছুদিন আগেই DYFI রাজ্য সম্পাদকে তলব করা হয়েছিল সিবিআই-এর পক্ষ থেকে কিন্তু বাইরে থাকায় তিনি আসতে পারেননি। তিনি জানিয়েছিলেন সিবিআইকে জানিয়েছেন তিনি আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিবিআই অফিসে আসবেন। আরজি কর কাণ্ডে প্রথম থেকেই সরব সিপিআইএম নেত্রী। সঠিক তদন্তের স্বার্থে সবরকম সাহয‍্য করতে তিনি রাজি।

RG Kar Case: জুনিয়র ডাক্তারদের সব দাবি মানল রাজ্য, অবশেষে উঠবে কর্মবিরতি? নবান্নে বৈঠক শেষে ফের শর্ত!

কলকাতাঃ অবশেষে কি উঠছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি? নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের সব দাবি মেনে নিয়েছে। তবে দাবি পূরণে রাজ্যকে সময় দিতে হবে, জুনিয়র চিকিৎসকদের জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যসচিব ছাড়াও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশের নতুন কমিশনার মনোজ বর্মা। রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম।

সূত্রের খবর, বৈঠকে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন রাজ্য সরকারের তরফে তাদের দাবি মানা নিয়ে নির্দিষ্ট সার্কুলার বা নির্দেশিকা জারি না করা পর্যন্ত তারা অবস্থান তুলবে না। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, “সব জেলায় মহিলাদের বিশেষ প্রশিক্ষিত বাহিনী উইনারস টিম রয়েছে। আমরা আপনাদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছি।” এদিনের বৈঠকে কলকাতা পুলিশের নয়া পুলিশ কমিশনারের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের।

আরও পড়ুনঃ পুজোর আগেই ঝলমলে ত্বক! রোজ সকালে খালি পেটে ভিটামিনে ঠাসা দুটি পাতা, ২ টাকায় দাগছোপ ৩ দিনে গায়েব

সূত্রের খবর, পড়ুয়া চিকিৎসকদের দাবি, হাসপাতালে দালাল রাজ বন্ধ করতে হবে। হাসপাতালে একটি ডিসপ্লে বোর্ড রাখতে হবে, যেখানে দেখা যাবে কোথায় কটি বেড খালি রয়েছে। কোনও চুক্তিভিত্তিক কর্মী রাখা যাবে না, জুনিয়র চিকিৎসকরা বৈঠকে এই দাবিও তুলেছেন। গোটাটাই বিবেচনায় রয়েছে, জুনিয়র চিকিৎসকদের বলেন মুখ্যসচিব। জুনিয়র চিকিৎসকরা এ দিনের বৈঠকে বিভিন্ন কমিটি তৈরির কথা বলেন, মুখ্যসচিব দ্রুত সেই সব কমিটি তৈরি করার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ বিশ্বসেরার তকমা কী সত্যি হারাল বিরাট বটগাছ? শিরোপা উদ্ধারে কী করছে বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ? জানুন

বৈঠক শেষে এদিন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে একসঙ্গে মুখ্যসচিব প্রেস কনফারেন্স করতে চেয়েছিলেন। জুনিয়র চিকিৎসকদের কাছে সেই আগ্রহ প্রকাশ করা হয় রাজ্যের মুখ্য সচিবের তরফে। সূত্রের খবর, জুনিয়র চিকিৎসকরা রাজি হয়নি মুখ্যসচিবের সেই প্রস্তাবে।

RG Kar Case-CBI: আরজি কর কাণ্ডে বিরাট মোড়! খুন-ধর্ষণের ঘটনায় এবার তলব বাইরের ৩ চিকিৎসককে! কারা তাঁরা? কী জানেন?

আরজি করে খুন ও ধর্ষণের ঘটনায় এবার নয়া মোড়। এবার অন্যান্য হাসপাতালের চিকিৎসকদের তলব করল সিবিআই। সেই সূত্রেই বুধবার কলকাতা হার্ট ক্লিনিকের দুই চিকিৎসককে তলব করা হয় সিবিআই দফতরে।
আরজি করে খুন ও ধর্ষণের ঘটনায় এবার নয়া মোড়। এবার অন্যান্য হাসপাতালের চিকিৎসকদের তলব করল সিবিআই। সেই সূত্রেই বুধবার কলকাতা হার্ট ক্লিনিকের দুই চিকিৎসককে তলব করা হয় সিবিআই দফতরে।
জানা গিয়েছে, ওই দুই চিকিৎসকের নাম ডাক্তার কিষান প্রধান ও ডাক্তার সুভাষ দাশগুপ্ত। বুধবার তাঁদের তলব করার পর দুজনেরই বয়ান রেকর্ড করা হয়।
জানা গিয়েছে, ওই দুই চিকিৎসকের নাম ডাক্তার কিষান প্রধান ও ডাক্তার সুভাষ দাশগুপ্ত। বুধবার তাঁদের তলব করার পর দুজনেরই বয়ান রেকর্ড করা হয়।
শুধু তাই নয়, কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারীকেও এদিন তলব করা হয়। তাঁর বয়ানও রেকর্ড করে সিবিআই। ৯ অগাস্ট আরজি করের ঘটনার পর তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল অঞ্জন অধিকারীর। সেই কল লিস্ট দেখেই তলব করা হয় অঞ্জনবাবুকে।
শুধু তাই নয়, কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারীকেও এদিন তলব করা হয়। তাঁর বয়ানও রেকর্ড করে সিবিআই। ৯ অগাস্ট আরজি করের ঘটনার পর তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল অঞ্জন অধিকারীর। সেই কল লিস্ট দেখেই তলব করা হয় অঞ্জনবাবুকে।
সিবিআই সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসা করা হয়, সুদীপ্ত রায়ের সঙ্গে কী কথা হয়, কতক্ষণ কথা হয়। কবে কবে কথা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অঞ্জন অধিকারী তাঁদের জানিয়েছেন, মাঝেমধ্যে সুদীপ্ত রায় ফোন করেন। কারণ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি। ফলে ফোনে কথা হয় তাঁর সঙ্গে।
সিবিআই সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসা করা হয়, সুদীপ্ত রায়ের সঙ্গে কী কথা হয়, কতক্ষণ কথা হয়। কবে কবে কথা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অঞ্জন অধিকারী তাঁদের জানিয়েছেন, মাঝেমধ্যে সুদীপ্ত রায় ফোন করেন। কারণ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি। ফলে ফোনে কথা হয় তাঁর সঙ্গে।
এদিকে, এই মুহূর্তে সিবিআইয়ের অধীনে প্রেসিডেন্সি জেলে রয়েছে আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সঞ্জয়। জেলে কী এমন করছে সঞ্জয়, যা নিয়ে শোরগোল পড়েছে?
এদিকে, এই মুহূর্তে সিবিআইয়ের অধীনে প্রেসিডেন্সি জেলে রয়েছে আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সঞ্জয়। জেলে কী এমন করছে সঞ্জয়, যা নিয়ে শোরগোল পড়েছে? 
জেল সূত্রে খবর, সর্বক্ষণ তাকে নজরবন্দি করতে এবার জেলে সিসিটিভি ক্যামেরা বসানো হল। জেলের পয়লা ২২ ওয়ার্ডের একটি সেলে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
জেল সূত্রে খবর, সর্বক্ষণ তাকে নজরবন্দি করতে এবার জেলে সিসিটিভি ক্যামেরা বসানো হল। জেলের পয়লা ২২ ওয়ার্ডের একটি সেলে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
সেলের ভিতর সঞ্জয়ের ২৪ ঘণ্টার গতিবিধি রেকর্ড করে রাখা হচ্ছে বলে জেল সূত্রে খবর। আগে শুধু দু'জন গার্ড ছিল। এবার সিসিটিভি ক্যামেরাও বসানো হল। সঞ্জয়ের সূত্র ধরেই আরজি করের ঘটনার সমাধান সম্ভব বলে মনে করছেন গোয়েন্দারা। তাই তাকে যে কোনও মূল্যে নিরাপদে রাখতে চান তদন্তকারীরা।

সেলের ভিতর সঞ্জয়ের ২৪ ঘণ্টার গতিবিধি রেকর্ড করে রাখা হচ্ছে বলে জেল সূত্রে খবর। আগে শুধু দু’জন গার্ড ছিল। এবার সিসিটিভি ক্যামেরাও বসানো হল। সঞ্জয়ের সূত্র ধরেই আরজি করের ঘটনার সমাধান সম্ভব বলে মনে করছেন গোয়েন্দারা। তাই তাকে যে কোনও মূল্যে নিরাপদে রাখতে চান তদন্তকারীরা।

RG Kar Case Sanjay Roy: জেলের মধ্যে এমন কী ঘটাতে চাইছেন সঞ্জয়? নেওয়া হল বড়সড় ব্যবস্থা! কড়া নজর এখন ওই সেলেই

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে ধৃত সঞ্জয় রাই। পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কেই খুন ও ধর্ষণের ঘটনায় প্রথমে গ্রেফতার করেছিল পুলিশ।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে ধৃত সঞ্জয় রাই। পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কেই খুন ও ধর্ষণের ঘটনায় প্রথমে গ্রেফতার করেছিল পুলিশ।
এই মুহূর্তে সিবিআইয়ের অধীনে প্রেসিডেন্সি জেলে রয়েছে ধৃত সঞ্জয়। জেলে কী এমন করছে সঞ্জয়?
এই মুহূর্তে সিবিআইয়ের অধীনে প্রেসিডেন্সি জেলে রয়েছে ধৃত সঞ্জয়। জেলে কী এমন করছে সঞ্জয়?
সর্বক্ষণ তাকে নজরবন্দি করতে এবার জেলে  সিসিটিভি ক্যামেরা বসানো হল।
সর্বক্ষণ তাকে নজরবন্দি করতে এবার জেলে সিসিটিভি ক্যামেরা বসানো হল।
প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেলে পয়লা ২২ ওয়ার্ডের একটি সেলে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেলে পয়লা ২২ ওয়ার্ডের একটি সেলে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
সেলের ভিতর সঞ্জয়ের ২৪ ঘণ্টার গতিবিধি রেকর্ড করে রাখা হচ্ছে বলে জেল সূত্রে খবর।
সেলের ভিতর সঞ্জয়ের ২৪ ঘণ্টার গতিবিধি রেকর্ড করে রাখা হচ্ছে বলে জেল সূত্রে খবর।
আগে শুধু দু'জন গার্ড ছিল। এবার সিসিটিভি ক্যামেরাও বসানো হল।
আগে শুধু দু’জন গার্ড ছিল। এবার সিসিটিভি ক্যামেরাও বসানো হল।
সঞ্জয়ের সূত্র ধরেই আরজি করের ঘটনার সমাধান সম্ভব বলে মনে করছেন গোয়েন্দারা। তাই তাকে যে কোনও মূল্যে নিরাপদে রাখতে চান তদন্তকারীরা।
সঞ্জয়ের সূত্র ধরেই আরজি করের ঘটনার সমাধান সম্ভব বলে মনে করছেন গোয়েন্দারা। তাই তাকে যে কোনও মূল্যে নিরাপদে রাখতে চান তদন্তকারীরা।
জেলের ভিতর সঞ্জয়-সহ বাকি অভিযুক্তদের উপর হামলা হতে পারে, সেই হিসেবে একটি রিপোর্ট আসে জেলের কাছে। তারপরেই এই তৎপরতা ও নিরাপত্তা বাড়ে।
জেলের ভিতর সঞ্জয়-সহ বাকি অভিযুক্তদের উপর হামলা হতে পারে, সেই হিসেবে একটি রিপোর্ট আসে জেলের কাছে। তারপরেই এই তৎপরতা ও নিরাপত্তা বাড়ে।
এমনকী সঞ্জয়ের সেলের ভিতর চামচ বা ধারালো কিছু দেওয়া হচ্ছে না। কারণ সঞ্জয় যাতে নিজেকে কোনও ভাবে ক্ষতি না করতে পারে, সেদিকেও নজর রাখছেন তদন্তকারীরা। (রিপোর্টার-- অর্পিতা হাজরা)
এমনকী সঞ্জয়ের সেলের ভিতর চামচ বা ধারালো কিছু দেওয়া হচ্ছে না। কারণ সঞ্জয় যাতে নিজেকে কোনও ভাবে ক্ষতি না করতে পারে, সেদিকেও নজর রাখছেন তদন্তকারীরা। (রিপোর্টার– অর্পিতা হাজরা)

Arijit Singh: ‘সঠিক জায়গা নয়…’! ‘আর কবে’ গাওয়ার অনুরোধ অরিজিৎকে! সপাট উত্তর গায়কের, কী বললেন

আরজি কর কাণ্ড নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন ক্ষতবিক্ষত তাঁর হৃদয়ও। প্রতিবাদী সত্তা আর  শিল্পী সত্তা যেন অনায়াসেই মিলে গিয়েছিল। গিটারে উঠেছিল সুর, কণ্ঠে দ্রোহ। গান বেঁধেছিলেন অরিজিৎ সিং।
আরজি কর কাণ্ড নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন ক্ষতবিক্ষত তাঁর হৃদয়ও। প্রতিবাদী সত্তা আর শিল্পী সত্তা যেন অনায়াসেই মিলে গিয়েছিল। গিটারে উঠেছিল সুর, কণ্ঠে দ্রোহ। গান বেঁধেছিলেন অরিজিৎ সিং।
নির্যাতিতার জন্য বিচার চেয়ে তাঁর গলায় জন্ম নেয় 'আর কবে'। সেই গানই এখন শহর কলকাতার প্রতিবাদের গান। নেটমাধ্যম থেকে মিছিল, সবেতেই ধ্বনিত 'আর কবে'র সুর।
নির্যাতিতার জন্য বিচার চেয়ে তাঁর গলায় জন্ম নেয় ‘আর কবে’। সেই গানই এখন শহর কলকাতার প্রতিবাদের গান। নেটমাধ্যম থেকে মিছিল, সবেতেই ধ্বনিত ‘আর কবে’র সুর।
শোকের আবহের মাঝেই কাজের জন্য লন্ডনে পৌঁছে যান অরিজিৎ। আমেরিকান পপ গায়ক এড শিরানের সঙ্গে একটি শো করেন তিনি। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে জানা যায়, সেখানেই এক অনুরাগী তাঁকে মঞ্চে 'আর কবে' গানটি গাওয়ার জন্য অনুরোধ করেন।
শোকের আবহের মাঝেই কাজের জন্য লন্ডনে পৌঁছে যান অরিজিৎ। আমেরিকান পপ গায়ক এড শিরানের সঙ্গে একটি শো করেন তিনি। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে জানা যায়, সেখানেই এক অনুরাগী তাঁকে মঞ্চে ‘আর কবে’ গানটি গাওয়ার জন্য অনুরোধ করেন।
সেখানেই তাঁকে সপাট উত্তর দেন বাঙালি গায়ক। ইংরেজিতে অরিজিৎ যা বলেন, তার বাংলা অনুবাদ করলে যা দাঁড়ায়, তা হল, 'সঠিক জায়গা এটা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আর ওটা ('আর কবে') আমার শিল্প। ওই গান গাওয়ার সঠিক সময় না এটা। আপনি যদি সত্যিই প্রতিবাদ করতে চান, কলকাতায় যান।"
সেখানেই তাঁকে সপাট উত্তর দেন বাঙালি গায়ক। ইংরেজিতে অরিজিৎ যা বলেন, তার বাংলা অনুবাদ করলে যা দাঁড়ায়, তা হল, ‘সঠিক জায়গা এটা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আর ওটা (‘আর কবে’) আমার শিল্প। ওই গান গাওয়ার সঠিক সময় না এটা। আপনি যদি সত্যিই প্রতিবাদ করতে চান, কলকাতায় যান।”
অরিজিতের পেশাগত এবং ব্যক্তিগত ক্ষেত্রকে আলাদা রাখার প্রবণতার প্রশংসা করেছেন অনেকেই। দিন কয়েক আগে লাইভে এসে নিজের বক্তব্য জানিয়েছিলেন অরিজিৎ। প্রতিবাদের ভাষা মাঝপথে কোথাও হারিয়ে না যায়, সেটা মনে রাখতে বলেছেন জনপ্রিয় গায়ক৷
অরিজিতের পেশাগত এবং ব্যক্তিগত ক্ষেত্রকে আলাদা রাখার প্রবণতার প্রশংসা করেছেন অনেকেই। দিন কয়েক আগে লাইভে এসে নিজের বক্তব্য জানিয়েছিলেন অরিজিৎ। প্রতিবাদের ভাষা মাঝপথে কোথাও হারিয়ে না যায়, সেটা মনে রাখতে বলেছেন জনপ্রিয় গায়ক৷

RG Kar Case: জুনিয়ার ডাক্তারদের সঙ্গে ফের বৈঠকের আগে কড়া মুখ‍্যসচিব! স্বাস্থ‍্য-পূর্ত দফতরকে দ্রুত কাজ শেষের নির্দেশ

কলকাতাঃ মেডিক‍্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক মুখ্য সচিবের।পূর্ত দফতরের সচিব, স্বাস্থ্য দফতরের সচিব, ও কয়েকটি এজেন্সিদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। পূর্ত দফতরের সচিবকে উদ্দ‍্যেশে মুখ্যসচিব বলেন, ‘‘দেরি করা যাবে না কাজে। অকারণে ঢিলেমি দেবেন না। দ্রুততার সঙ্গে কাজ করতে হবে এবং সেই কাজ শেষ করতে হবে।’’

আরও পড়ুনঃ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিশ্বকর্মা পুজোতে এ কী থিম? মুহূর্তে ভাইরাল, দেখুন

তিনি আরও নির্দেশ দেন স্বাস্থ্য সচিবকে, ‘‘রেস্টরুম, টয়লেট এগুলি দ্রুততার সঙ্গে তৈরি করতে হবে। সুপ্রিম কোর্টের অর্ডার কপি আপলোড হলে সেগুলি ফলো করতে হবে। স্বাস্থ্য দফতরের কাজে আরও গতি আনতে হবে। এখনও যে অ্যাসেসমেন্টগুলো বাকি রয়েছে সেগুলি দ্রুত শেষ করুন। সিসিটিভি-এর কাজ দ্রুত শেষ করতে হবে।’

আরও পড়ুনঃ ‘জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে সহমত, কিন্তু এবার কাজে ফিরুন’, #JusticeforRGKar ব্যবহার করে নিরাপত্তা-আশ্বাস অভিষেকের

দুপুর সাড়ে বারোটা থেকে মুখ্য সচিব নবান্নে এই বৈঠক করেন বলেই সূত্রের খবর। প্রসঙ্গত আজকেই আলোচনা চেয়ে মুখ্যসচিবকে ইতিমধ্যে ইমেইল করেছেন জুনিয়র চিকিৎসকরা। নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো ব্যবস্থা নিশ্চিত করতে চেয়ে। ইমেলের উত্তরে তাঁদের সন্ধ্যা ৬.৩০ টায় আসতে বলা হয়েছে। অন‍্যদিকে, জুনিয়র ডক্টরদের বন্যা পরিস্থিতি মাথায় রেখে কাজে যোগ দেওয়ার আবেদন রাখা হয়েছে। টাস্ক ফোর্স-এর সদস্যরা বৈঠকে বসবেন।