প্রশিক্ষকের সঙ্গে অঙ্কুর বর্মন 

আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে বাংলার ছেলে

শিলিগুড়ি : আন্তর্জাতিক স্তরে কুডো প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে শিলিগুড়ির অঙ্কুর। এই প্রথমবার পশ্চিমবঙ্গের কেউ এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

ইউরেশিয়ান কাপ ২০২৪ আর্মেনিয়ায় অনুষ্ঠিত হবে। আর সেখানে ভারতের হয়ে খেলতে যাচ্ছে শিলিগুড়ির ছেলে। এই প্রতিযোগিতায় মঙ্গোলিয়া, জাপান, আর্মেনিয়া, ইতালি, ইরান, ভারত, ইউনাইটেড আরব আমিরশাহী, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, বুলগেরিয়া, ফ্রান্সের মতো দেশ লড়বে। তার মাঝখানে আশার আলো দেখাচ্ছেন অঙ্কুর।

আরও পড়ুন- ‘আমার ছবি আর হিট হবে না…’ ‘হিরামান্ডি’-র পর হতাশা উগরে দিলেন বনশালি?

২০০৬ সাল থেকে অঙ্কুর সহদেব বাবুর কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। দীর্ঘ ১৮ বছর ধরে অঙ্কুর এই মার্শাল আর্ট এর সঙ্গে জড়িত। তাঁর প্রতিভার জন্য স্বনামধন্য অভিনেতা অক্ষয় কুমার নিজে তাঁকে প্রশিক্ষণের জন্য নিজের খরচে ব্যাঙ্কক পাঠিয়েছিলেন।

এছাড়াও কুডো ওয়ার্ল্ড কাপেও অঙ্কুরের ভাল পারফরম্যান্সের সুবাদে তাঁর এই ইউরেশিয়ান কাপ খেলতে যাওয়া। যদিও তাঁকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। দিনরাত প্র্যাকটিস, প্রপার ডায়েট, সব কিছু নিয়ে অঙ্কুর এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন। অঙ্কুর যথেষ্ট আশাবাদী যে আবার ভারতের হয়ে সোনা জয় করেই ফিরবেন।

অঙ্কুরের কোচ সহদেব বর্মন বলেন, ‘ আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে কোনো খেলোয়াড় এই আন্তর্জাতিক স্তরের এই কুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। আমরা আশাবাদী ও ভাল ফল করবে।

আরও পড়ুন- পুজো মণ্ডপের সেলফি জোনেই আসল মজা! কী হচ্ছে সেখানে? জানলে চমকে যাবেন

অঙ্কুরের বাবা সুদেব বর্মন বলেন, ‘ কষ্ট হলেও ছেলেকে সবসময় সাপোর্ট করেছি। যতটা সম্ভব আমরা সবসময় ওর সঙ্গে রয়েছি। আজ দেশের হয়ে আমার ছেলে প্রতিনিধিত্ব করবে, এর থেকে খুশির আর কিছু হয় না।’

অনির্বাণ রায়