কলকাতা Durga Puja Rain Forecast over West Bengal: আগামী ২ ঘণ্টায় ২ জেলায় ঝেঁপে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! পুজোর বাকি দিনগুলোয় কবে কোথায় বৃষ্টি, জানুন আপডেট Gallery October 8, 2024 Bangla Digital Desk দেবীপক্ষেও নিস্তার নেই বৃষ্টি থেকে। মঙ্গলবার চতুর্থীতেও ভারী বর্ষণ হল উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কিছু অংশে। পূর্বাভাস ও সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। প্রসঙ্গত এ বার অষ্টমী ও নবমী পড়েছে ১১ অক্টোবর৷ সেদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে৷ অর্থাৎ পুরো পুজোই বৃষ্টির পূর্বাভাস আছে৷ ভারী বৃষ্টি না হলেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ বৃষ্টি না হলেও থাকছে ভ্যাপসা গরম। মোট কথা, হয় ভ্যাপসা গরম, নয়তো বৃষ্টি-অস্বস্তির হাত থেকে রেহাই নেই। উত্তরবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে অষ্টমী-নবমী পর্যন্ত৷ তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত৷