কলকাতা: রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে বেশ কয়েকটি দু-তিনটি মেডিকেল কলেজের অধ্যক্ষ জানালেন “রাত্তিরের সাথী” জেলার কয়েকটি হাসপাতালে ১০০% কাজ প্রায় শেষ। বিভিন্ন জেলার মেডিকেল কলেজগুলির সিসিটিভি, ওয়াশরুম, অতিরিক্ত আলো, রেস্টরুমের কাজ কতটা তা নিয়ে পর্যালোচনা করেন মুখ্য সচিব।
প্রায় এক ঘন্টা ধরে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব। সেই বৈঠকেই দু-তিনটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ১০০% কাজ শেষ হওয়ার মুখে বলেই জানানো হয় বৈঠকে। বাকি হাসপাতাল গুলির কাজ ১০ তারিখের মধ্যেই ৯০ শতাংশ কাজ শেষ করে দেওয়ার নির্দেশ দেন মুখ্য সচিব। কোন হাসপাতালে কাজ করতে কী সমস্যা হচ্ছে তাও বিস্তারিত রিপোর্ট নেন মুখ্য সচিব।” দ্রুত কাজ করতে হবে কোনও ঢিলেমি চলবে না।” পূর্ত দফতরকে নির্দেশ মুখ্য সচিবের।
আরও পড়ুন: বলুন তো কোন প্রাণীর দুধ থেকে ‘দই’তৈরি করা যায় না? খুব চেনা সকলের, তাও ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন
বৈঠকে জানান হয়, পুজোর সময় যাতে চিকিৎসা নিয়ে কোনওরকম অসুবিধা না হয় তা নিশ্চিত করতে হবে। তিন মেডিকেল কলেজের প্রিন্সিপালকে নির্দেশ মুখ্য সচিবের। পুজোর সময় কোনও রোগী চিকিৎসা করাতে এসে যাতে অসুবিধার মধ্যে না পড়ে, তা খতিয়ে দেখার নির্দেশ। তিন মেডিকেল কলেজের প্রিন্সিপালকে এমনই নির্দেশ মুখ্য সচিবের।
“আমি কোনও গণইস্তফার চিঠি পাইনি। সংবাদ মাধ্যম থেকে দেখেছি। আমি খোঁজ নিয়েছিলাম স্বাস্থ্য ভবন থেকেও। স্বাস্থ্য ভবনেও এরকম কোন কিছু আসেনি। এরকম যদি কোন চিঠি আসে আমাকে পাঠাতে বলেছি। “জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ।