Tag Archives: kolkata doctor

RG Kar Protest: দুপুর ২টোর মধ্যে রিপোর্ট…! কতজন কাজে ফিরল? জুনিয়র চিকিৎসকদের ‘অ্যাটেনডেন্স’ চাইল স্বাস্থ্য ভবন

কলকাতা: গত ৯ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগদান করার জন্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে সরকারি হাসপাতালগুলিতে কতজন জুনিয়র ডাক্তার কাজে যোগ দিয়েছেন তার সম্পূর্ণ বিবরণ এবার চেয়ে পাঠাল স্বাস্থ্য দফতর। বেলা দুটোর মধ্যে স্বাস্থ্য ভবনে এই রিপোর্ট জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর কতজন জুনিয়র চিকিৎসক কাজে যোগ দিল? বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষদের কাছ থেকে জানতে চাইল স্বাস্থ্য ভবন। দুপুর দুটোর মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলির প্রিন্সিপাল বা অধিকর্তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে বৃহস্পতিবার বেলা দুটোর মধ্যে কতজন জুনিয়র ডাক্তার কাজে যোগ দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে এই মর্মে পাঠানো হয়েছে নোটিশ।

 

RG Kar Doctor Murder Case: ‘আমার মেয়েকে যেভাবে গলা টিপে…’ আরজি কর কাণ্ডে বিস্ফোরক নির্যাতিতার মা! কী ঘটল এবার?

উত্তর ২৪ পরগনা: সিবিআই গোটা ঘটনার তদন্ত করছে, আদালত যেটা ভাল বুঝবে সেটাই করবে। ফলে বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলার নেই তাঁদের। তবে আশা ছাড়েননি বলেও জানালেন আরজি কর তদন্তে নির্যাতিতার মা। সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানির পরিপ্রেক্ষিতে নির্যাতিতার পরিবারের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টে সোমবারের সওয়াল জবাবে উঠে আসা নানা বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে, নির্যাতিতার মা বলেন ময়নাতদন্তের চালান সহ যে বিষয়গুলি তোলা হয়েছে সে বিষয়ে সিবিআই তদন্ত করে দেখবে, এর থেকে বেশী আর কিছুই বলার নেই তাঁদের। ডাক্তারদের আন্দোলন তুলে নেওয়া প্রসঙ্গে নির্যাতিতার মা জানান এই সিদ্ধান্ত একান্তই ডাক্তাররা নেবেন। তাঁরা যদি নিজেদের নিরাপদ না মনে করেন তবে কী ভাবে কাজে যোগ দেবেন! পাশাপাশি এই দিন নির্যাতিতার পরিবারের তরফ থেকে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে গলা টিপে হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ জানান।

মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার যে আহ্বান জানিয়েছেন সে প্রসঙ্গে বলতে গিয়ে নির্যাতিতার মা জানান, দেশের মানুষ আমার মেয়েকে এখন তাঁদের পরিবারের মেয়ে ভাবছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি তাঁরা উৎসবে ফিরতে পারেন তবে আমার কিছুই বলার নেই। আমার বাড়িতেও মেয়ে দুর্গাপুজো করত ফলে আমার বাড়িতে আর কোনওদিন আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিবে গিয়েছে। আমি কি করে মানুষকে বলব উৎসবে ফিরতে!

এক মাস অতিক্রান্ত, যদি মুখ্যমন্ত্রীর পরিবারে এমন ঘটনা ঘটত, তবে কি তিনি পারতেন প্রশ্ন তোলেন নির্যাতিতার মা! রাজ্যের মানুষকে উৎসবে ফেরার যে আহ্বান মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, তাতে নিয়ে অমানবিক মনে হচ্ছে, কারণ আমি তো মেয়ের মা। আমি তো সন্তান হারিয়েছি, তাই আমার অমানবিক মনে হচ্ছে। আমার মেয়েকে যেভাবে গলা টিপে হত্যা করে প্রমাণ লোপাট করা হয়েছে, সেভাবেই আন্দোলনের গলা টিপে মারতে চাওয়া হয়েছে বলেও এদিন অভিযোগের সুর শোনা গেল নির্যাতিতার মায়ের গলায়।

কারা এই ঘটনা ঘটাচ্ছে, কাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল? প্রশ্ন শুনেই নির্যাতিতার মার উত্তর, “পুলিশ প্রশাসন হাসপাতাল প্রশাসন-সহ সকলেই এর পিছনে কাজ করছে”। তবে একইসঙ্গে তিনি বলেন, আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও, বাবা-মা হিসেবে তাঁরাই আন্দোলন চালিয়ে যাবেন শেষ পর্যন্ত।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ…! আগামী তিনদিনে আবহাওয়ার বিরাট সতর্কতা দক্ষিণবঙ্গে! কী হতে চলেছে? জানিয়ে দিল আলিপুর

ডাক্তারদের আন্দোলনে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার কারণে রাজ্যে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে রাজ্য সরকার। তা নিয়ে নির্যাতিতার মা বলেন ‘২৩ কেন, এক মাসে অনেক ক্রিটিকাল রোগী মারা যায়। কিন্তু তার সঙ্গে আন্দোলনের কি সম্পর্ক?’

Rudra Narayan Roy

RG Kar Big Update: আরজি কর কাণ্ডের মাঝেই ৩ চিকিৎসকের বিরুদ্ধে FIR বৌবাজার থানায়! তালিকায় কারা কারা?

কলকাতা: আরজি কর কাণ্ড ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। রবিবার ফের চিকিৎসা জগতে চাঞ্চল্যকর মোড়! এবার বিপাকে তিন চিকিৎসক। ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস, ডাক্তার অভিক দে ও ডাক্তার রঞ্জিত সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের বউবাজার থানায়।

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, অভিযোগকারী অঞ্জন মণ্ডল-সহ আরও বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক অভিযোগ এনেছেন এই তিন চিকিৎসকের বিরুদ্ধে। ওই জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, অভিযুক্ত তিন ডাক্তার ভয় দেখাচ্ছিলেন তাঁদের। এই মর্মেই বৌবাজার থানা এফআইআর দায়ের করেছে ওই তিন চিকিৎসকের বিরুদ্ধে।

আরও পড়ুন: এগোচ্ছে নিম্নচাপ…! ভারী বৃষ্টিতে কাঁপবে উপকূল! দক্ষিণবঙ্গের কোথায় কোথায় সতর্কতা? জানিয়ে দিল আলিপুর

এদিকে আরজি কর তদন্তে আজও সিবিআই দফতরে এলেন আরজি করের এমএসভিপি সপ্তর্ষী চট্টোপাধ্যায়। এই নিয়ে তৃতীয় দিন তিনি সিবিআই দফতরে এলেন। দু্র্নীতি মামলায় ইতিমধ্যে প্রচুর নথি সংগ্রহ করেছে সিবিআই। সেই সমস্ত নথি খতিয়ে দেখার জন্য উনি আসছেন বলে সূত্রের খবর।

RG Kar Doctor’s Mother Letter: ‘আমি হতভাগিনী তিলোত্তমার মা বলছি…’ শিক্ষক দিবসে নির্যাতিতার মায়ের কান্না ভেজা চিঠি, লিখলেন, মেয়ে বলত…

কলকাতা: প্রায় এক মাস হতে চলল ওলোট পালট হয়ে গিয়েছে জীবন। নির্মমভাবে মা-বাবার কোল ছেড়েছে একমাত্র সন্তান। এক সকালের একটামাত্র ফোন মুহূর্তের মধ্যে সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। মায়ের মন কিছুতেই যেন এখনও ভাবতে পারে না একমাত্র সন্তানের এই নির্মম মৃত্যু। নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে। মেয়ের পরিণতির সুবিচারের আশায় এখন অপেক্ষায় কাটছে মায়ের সকাল থেকে রাত। শিক্ষক দিবসের প্রাক্কালে শেল বেধা বুকে এবার খোলা চিঠি লিখলেন তিলোত্তমার মা। যে চিঠির পরতে পরতে ধরা পড়ল সন্তানহারা মায়ের যন্ত্রণা। সকলের কাছে চাইলেন মেয়ের মৃত্যুর বিচারের আর্জি।

আরও পড়ুন: সন্দীপের ‘সব’ নাকি দেখতেন…! ইডির আতশ কাচের তলায় সন্দীপ ঘনিষ্ঠ ‘বিশ্বস্ত’ চিকিৎসক! কে তিনি?

খোলা চিঠিতে তিলোত্তমার মা লিখেছেন, ‘আজ শিক্ষক দিবসে আমি আমার মেয়ের হয়ে ওঁর সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই। ছেলেবেলা থেকেই ওঁর ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। আপনারা ছিলেন সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারী। আমরা অভিভাবক হিসাবে পাশে থেকেছি, নিজেও অনেক কষ্ট করেছিল। কিন্তু আমি মনে করি, আপনাদের মত ভাল ভাল শিক্ষকদেরকে সে পাশে পেয়েছিল বলেই, মেয়ে তার ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করতে পেরেছিল।’

চিঠিতে মেয়ের স্মৃতিচারণ করে মা লেখেন, “মেয়ে বলত, মা আমার টাকা, পয়সা চাই না, শুধু চাই নামের পাশে অনেকগুলো ডিগ্রি, আর আমি যেন অনেক অনেক রোগীকে ভাল পারি। সেদিন বৃহস্পতিবার ও ঘর থেকে বেরিয়ে হসপিটালে অনেক রোগীকে পরিষেবা দেয় এবং অন ডিউটি অবস্থায় কিছু দুর্বৃত্তদের হাতে বলি হয়। চরম নিষ্ঠুরতাবে তার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা হয়। অধরা থাকে সেই রাতে লেখা তার এমডিতে গোল্ড মডেল পাওয়ার স্বপ্ন।”

আরও পড়ুন: মুখে মাস্ক, চোখে সানগ্লাস, মাথা আঁচলে ঢাকা…! ইডিকে তালা খুলে দিয়েই বিস্ফোরক সন্দীপের স্ত্রী! কী বললেন সঙ্গীতা?

চিঠির শেষে নির্যাতিতার মা লেখেন, “একমাত্র কন্যার মায়ের আকুল আর্তি, সকল মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যভবনের কর্তৃপক্ষ, নার্সিংস্টাফ সবার কাছে বিনীত অনুরোধ, আপনাদের কাছে যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে সেগুলো সামনে আনুন। কারণ ভাল মানুষের নীরবতা অপরাধীদের সাহস যোগায় বলেই আমি মনে করি। চিকিৎসক সমাজ, এবং সাধারণ মানুষ যে আন্দোলন করছে তাদের পাশে থাকার বার্তা দিয়ে এবং শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রণাম জানিয়ে মেয়ের সুবিচারের আশায়, তিলোত্তমার মা।”

Lalbazar Abhijan: ২২ ঘণ্টা ধরনার পর কমিশনরের সঙ্গে সাক্ষাত্‍! এবার কী জানালেন জুনিয়র ডাক্তাররা

সোমবার লালবাজারের কাছে জুনিয়র চিকিৎসকদের মিছিল ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ৷ এরপর রাস্তার উপরেই বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা৷  ২২ ঘণ্টা পর অবশেষে ব‍্যারিকেড তুলেছে পুলিশ। লালবাজার গেলেন ২২ সদস্যের চিকিৎসকদের প্রতিনিধি দল। কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে দেখা করেন জুনিয়র চিকিত্‍সদের প্রতিনিধি দল।

Swasthya Bhawan: আরজি কর কাণ্ডের জের! রাজ্যজুড়ে সরকারি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট গুলি নিয়ে বড় পদক্ষেপ স্বাস্থ‍্য দফতরের

কলকাতা: এবার রাজ‍্যের সরকারি মেডিক‍্যাল কলেজ এবং ইনস্টিটিউট গুলি নিয়ে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে স্বাস্থ‍্য দফতর। আরজি করে চিকিত্‍সক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনার জেরেই এই সিদ্ধান্ত স্বাস্থ‍্য দফতরের।

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যজুড়ে সরকারি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট গুলিতে কতগুলি করে সিসিটিভি, রেস্ট রুম, সিকিউরিটি গার্ড, লাইট ও শৌচালয়ের প্রয়োজন তা নিয়ে মেডিকেল কলেজগুলি থেকে রিপোর্ট চেয়েছিল স্বাস্থ্য দফতর। ২৮ টি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট থেকে সেই রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য দফতরের কাছে।

আরও পড়ুন: বলুন তো কোন প্রাণী চোখ বন্ধ করেও দিব‍্যি সব দেখতে পায়? নামটা খুব চেনা, চার পায়ে হাঁটে, ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

যদিও আরজিকর মেডিকেল কলেজে থেকে এখনও কোনও রিপোর্ট জমা পড়েনি বলেই জানা গিয়েছে স্বাস্থ‍্য দফতর সূত্রে। আরজি করে চিকিত্‍সককে খুনের ঘটনার কারণে একাধিকবার প্রিন্সিপাল বদল হওয়ায় এখনও পর্যন্ত রিপোর্ট জমা পড়েনি বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: আপনিও জিততে পারবেন লটারি! টিকিট কাটার আগে জেনে নিন গোপন কৌশল, নম্বর লাগবেই, ভাগ‍্য খুলে যাবে

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের জেরে গত বুধবার স্বাস্থ‍্যভবন অভিযান করেন চিকিত্‍সকরা। জুনিয়র চিকিত্‍সকদের প্রতিনিধি দলের সঙ্গে স্বাস্থ‍্য ভবনে বৈঠকও হয়। তবে সৈই বৈঠকের ফলাফল যে খুব ইতিবাচক নয়, তা স্বাস্থ‍্য ভবন থেকে বেরিয়ে স্পষ্ট জানালেন আন্দোলনকারীরা।

RG Kar Murder Case: ‘স্বতঃস্ফূর্ত’, আরজি করের ঘটনায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিয়ে মুখ খুলল প্রধান শিক্ষক সংগঠন

দক্ষিণ ২৪ পরগনা: আরজি করের ঘটনায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিয়ে এবার মুখ খুলল প্রধান শিক্ষক সংগঠন। এই আন্দোলনকে স্বতঃস্ফূর্ত আখ্যা দিয়েছেন প্রধান শিক্ষক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি।

আরও পড়ুন: মৃতের শেষ ইচ্ছাপূরণে এক হয়ে গেল দুই দেশ, বিএসএফের তৎপরতায় ভাইয়ের শেষ দেখা পেলেন বোন

রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে স্কুলের ছাত্রছাত্রীদের অংশ নিতে দেখা গিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ নিয়ে চন্দন মাইতি জানিয়েছেন, আরজি করের ঘটনার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে। এই আবেগের জন্য তারা স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদ করছে। তার সঙ্গে প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের সেভাবে যোগ নেই বলে জানিয়েছেন তিনি।

তাঁর কথায়, ”ছাত্রছাত্রীদের বারবার বোঝানো হয়েছে ছুটির পর কে কোথায় আন্দোলন করবে তার দায় শিক্ষা প্রতিষ্ঠানের উপর না পড়ে।” সে দায় রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে যারা, তাদের উপর পড়ে বলে জানিয়েছেন তিনি। স্কুল চলাকালীন কিছু হলে ছাত্রছাত্রীদের বোঝানোর কাজ তাঁরা করবেন বলে জানিয়েছেন। এই ঘটনা রুখতে পরিকল্পনার প্রয়োজন বলে দাবি চন্দন মাইতির। এছাড়াও আরজি করের ঘটনার দ্রুত প্রতিকার চেয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক সংগঠনের পক্ষ থেকে।

নবাব মল্লিক

Badlapur-Kolkata Harassment Case: হাসপাতাল বা স্কুল, কোথাও নিরাপদ নন মহিলারা; কলকাতা থেকে বদলাপুরে ক্ষোভের চিত্রটা একই, ঠিক কী ঘটেছে

কলকাতা: পশ্চিমবঙ্গের কলকাতাই হোক, কিংবা মহারাষ্ট্রের বদলাপুরই হোক, মানুষের রাগ-ক্ষোভ চরমে গিয়ে পৌঁছেছে। আসলে দেশের বিভিন্ন প্রান্তে নারী নিগ্রহ, ধর্ষণ-খুনের ঘটনা প্রকাশ্যে আসছে। বোঝা যাচ্ছে, মেয়েরা স্কুলে কিংবা হাসপাতালে কিংবা কর্মক্ষেত্রে কোথাওই সুরক্ষিত নয়।

সম্প্রতি কলকাতার আরজি কর হাসপাতালেই তরুণী চিকিৎসককে নৃশংস ভাবে খুন এবং ধর্ষণ করা হয়েছে। যার জেরে প্রতিবাদের ঝড় উঠেছে গোটা দেশেই। সেই প্রতিবাদ-আন্দোলনের মাঝেই মহারাষ্ট্রের বদলাপুরের এক স্কুলে যৌন নিগ্রহের শিকার হতে হয়েছে চার বছরের দুই শিশুকন্যাকে। ফলে কলকাতার মতো করেই প্রতিবাদে উত্তাল হয়েছে বদলাপুরও। সেখানে এমন পরিস্থিতি যে, ইন্টারনেট অবধি বন্ধ রাখতে হয়েছে। মঙ্গলবার প্রচুর মানুষ সেখানে ক্ষোভে ফেটে পড়েছেন। উত্তেজিত আন্দোলকারীরা স্কুলে চড়াও হয়ে ভাঙচুরও করেছেন। এখানেই শেষ নয়, রেল স্টেশনে গিয়ে পড়েছে সেই আন্দোলনের আঁচ। বহুক্ষণ অবরোধ-বিক্ষোভ চলে সেখানেও।

যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্ত সাফাইকর্মীকে পাকড়াও করা হয়েছে। আর এই ঘটনাটির তদন্ত করছে সিট। সরকারের বক্তব্য, ফাস্ট ট্র্যাক কোর্টে অভিযুক্তকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এদিকে আবার আরজি কর হাসপাতালের ঘটনায় মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করেছে সুপ্রিম কোর্ট। এমনকী নির্যাতিতা এবং মৃত তরুণী চিকিৎসকের ছবি প্রকাশ্যে এসে যাওয়ায় বিস্ময়ও প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। তাহলে জেনে নেওয়া যাক, কলকাতার ঘটনা থেকে শুরু করে বদলাপুরের সংঘর্ষের গুরুত্বপূর্ণ বিষয়গুলি।

বদলাপুর সংঘর্ষের গোটা বিষয়:

মহারাষ্ট্রের বদলাপুরে ৪ বছরের দুই শিশুকন্যাকে যৌন নিগ্রহ করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্কুলের সাফাইকর্মীর বিষয়ে। গত ১৪ অগাস্টের ঘটনা। কিন্তু পদক্ষেপ গ্রহণে দেরি হয়ে যাওয়ার কারণে মঙ্গলবার অভিভাবকদের রাগ তুঙ্গে গিয়ে পৌঁছয়। গোটা থানে জেলাতেই প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। স্কুল ভাঙচুর হয়। এরপর প্রতিবাদকারীরা চড়াও হয় রেলস্টেশনে। এই সংঘর্ষের পরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। আর ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিট-এর হাতে।

সিট-এর মাথায় কে থাকবেন?

বদলাপুরে স্কুল ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। এমনকী রেল স্টেশনে অবরোধও করেন তাঁরা। যার জেরে বিভিন্ন জায়গায় থমকে গিয়েছিল ট্রেন চলাচল। এর পাশাপাশি বেশ কিছু ট্রেনের রুট বদলে দেওয়া হয় আর ট্রেন ছাড়তে কিংবা গন্তব্যে পৌঁছতেও দেরি হয়ে যায়। বদলাপুর সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত সিনিয়র পুলিশ ইনস্পেক্টর, পুলিশ ইনস্পেক্টর এবং হেড কনস্টেবল অর্থাৎ তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। বদলাপুরের সংঘর্ষের বিষয়টা তদন্ত করার জন্য আইপিএস আরতি সিংকে সিট-এর মাথায় বসানো হয়েছে। সেখানে উজ্জ্বল নিকম হবেন পাবলিক প্রসিকিউটর।

আরও পড়ুন: নির্মম! পরকীয়ার অভি‌যোগে গৃহবধূর সঙ্গে যা করল এলাকাবাসী…! গুরুতর জখম মহিলা

১০ ঘণ্টা পর চালু হয়েছে রেল পরিষেবা:

হাজার হাজার আন্দোলনকারী স্টেশনে অবরোধ করে রেল চলাচল ব্যাহত করে দিয়েছিলেন। আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য লাঠিচার্জও করা হয়েছে। প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় রেলওয়ে ট্র্যাক থেকে সকলকে সরানো হয় এবং তারপরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। সেখান থেকে আটক করা হয় একাধিক বিক্ষোভকারীকে। আসলে নির্যাতিত দুই শিশুর পরিবারের অভিযোগ, এফআইআর দায়ের করতে দেরি করেছিল পুলিশ। কয়েক ঘণ্টা ধরে তাঁদের থানায় বসিয়ে রাখা হয়েছিল। তারই প্রতিবাদে মঙ্গলবারের ওই বিক্ষোভ।

বদলাপুরে কী ঘটেছিল?

স্কুল প্রাঙ্গণেই দুই শিশুকন্যাকে যৌন নিগ্রহ করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম অক্ষয় শিন্ডে। পেশায় সে স্কুলেরই সাফাইকর্মী। ১৪ অগাস্ট এই কাণ্ড ঘটিয়ে শিশুকন্যাদের ভয় দেখিয়েছিল সে। বর্তমানে হেফাজতে নেওয়া হয়েছে ওই অভিযুক্তকে। যদিও পরিবারের অভিযোগ, গত ১৬ অগাস্ট অভিযোগ দায়ের করতে গেলে দীর্ঘ সময় ধরে তাঁদের অপেক্ষা করতে হয়েছিল। ফলে জনসাধারণের আক্রোশ চরমে পৌঁছেছিল। সেই কারণে গত ২০ অগাস্ট বিক্ষোভ শুরু হয়।

কলকাতা তরুণী চিকিৎসকের ঘটনা:

নিজের কর্মক্ষেত্রে তথা কলকাতা আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালেই নৃশংস ভাবে ধর্ষণ এবং খুন হতে হয়েছে তরুণী চিকিৎসককে। আর শ্বাসরোধ করার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। গত ৯ অগাস্ট করা ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে যে, ওই তরুণী চিকিৎসকের শরীরে ১৬টি এক্সটার্নাল এবং ৯টি ইন্টার্নাল ইনজুরি পাওয়া গিয়েছে। আরও জানা গিয়েছে যে, ওই তরুণীর যৌনাঙ্গে বলপূর্বক পেনিট্রেশন-এর প্রমাণ মিলেছে। ফলে যৌন নিগ্রহের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নির্যাতিতা ওই মহিলা চিকিৎসকের গালে, ঠোঁটে, নাকে, ঘাড়ে, হাতে এবং হাঁটুতে ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। শুধু তা-ই নয়, তরুণীর গোপনাঙ্গেও রয়েছে ক্ষতর দাগ। ময়নাতদন্তের রিপোর্টে আরও বলা হয়েছে যে, চিকিৎসকের মৃত্যুর আগেই তৈরি হয়েছে এই ক্ষতগুলি। এর পাশাপাশি মস্তিষ্ক, ঘাড় এবং দেহের অন্যান্য অংশের পেশিতেও মিলেছে ক্ষতচিহ্ন।

হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পদক্ষেপ:

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুরের বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে তিন পুলিশ অফিসারকে। বিভাগীয় তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই সঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশ।

চিকিৎসকদের ধর্মঘট কবে উঠবে?

অন্যদিকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) বুধবার দিল্লিতে সমস্ত RDA-এর সঙ্গে কলকাতার ঘটনায় ধর্মঘটের বিষয়ে একটি বৈঠক করবে। চিকিৎসকদের ধর্মঘট চলবে না কি শেষ হবে, সেটাই আলোচনা করা হবে। অন্যদিকে সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশিকায় বলা হয়েছে যে, ন্যাশনাল টাস্ক ফোর্সে থাকবেন ৯ জন সদস্য এবং ৫ জন এক্স-অফিসিও সদস্য। সিজেআই চন্দ্রচূড়ের বেঞ্চ তা মঙ্গলবারের শুনানিতে স্পষ্ট করে দিয়েছে।

জারি রয়েছে প্রতিবাদ-আন্দোলন:

কলকাতা আরজি কর হাসপাতালের চিকিৎসক খুনের ঘটনায় প্রতিবাদ-আন্দোলন জারি রয়েছে। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রতিবাদে যোগ দেবেন ভারতীয় ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ইতিমধ্যেই বুধবার সকাল ১১টা থেকে পাঁচ দিনব্যাপী প্রতিবাদ শুরু করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে শুরু হবে মিছিল। অন্যদিকে গোটা রাজ্যের নারীরা নিজেদের মতো করে প্রতিবাদ জারি রেখেছেন বিভিন্ন জায়গায়। মঙ্গলবার শুনানিতে চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

কলকাতার ঘটনা

গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ট্রেনি চিকিৎসকের দেহ। গত ৮ অগাস্ট রাতে কর্তব্যরত অবস্থাতেই নৃশংস ভাবে খুন হতে হয়েছে তাঁকে। ধর্ষণ করা হয়েছিল ওই চিকিৎসককে। এই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। প্রথমে কলকাতা পুলিশ ঘটনার তদন্ত করলেও আপাতত এই ঘটনার তদন্তভার সঁপে দেওয়া হয়েছে সিবিআই-এর হাতে। গোটা কলকাতা এই নিয়ে সরব হয়েছে। আপাতত ধর্মঘটে গিয়েছেন সমগ্র দেশের চিকিৎসকেরা।

Suvendu Adhikari: আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি, অমিত শাহের মন্ত্রককে চিঠি শুভেন্দুর!

কলকাতা: আধাসামরিক বাহিনী মোতায়েন করা হোক আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে! এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, বিরোধী দলনেতার অভিযোগ, “আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার বাকি তথ্যপ্রমাণ লোপাট করতে বুধবার মধ্যরাতে হামলার ঘটনা ঘটে।” এই মর্মেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবকে আরজি কর-এ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে চিঠি লিখলেন শুভেন্দু। পাশাপাশি ফের যাতে নথি নষ্ট না করা হয় সে ব্যাপারে সিবিআইয়ের ডাইরেক্টরকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, তৃণমূলকে নিশানা করে আরজিকরে গত রাতের ঘটনাকে মধ্যরাতের ‘তাণ্ডব’ আখ্যা দিয়ে এর বিস্তারিত উল্লেখ রয়েছে এই চিঠিতে। ট্যুইট করে শুভেন্দু নিজেই চিঠি দেওয়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে জানান। তাঁর অভিযোগ, আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার বাকি তথ্যপ্রমাণ লোপাট করতেই বুধবার মধ্যরাতে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা।

RG Kar Doctor Murder Case: ‘যখন পড়বে না মোর…’, পড়ে রইল ফাঁকা বেঞ্চ, বাকরুদ্ধ শিক্ষিকারা! RG Kar-এর নির্যাতিতার জন্য কাঁদছে গোটা স্কুল

উত্তর ২৪ পরগনা: স্বাধীনতা দিবসে এই স্কুলে দাঁড়িয়েই পতাকা তুলতেন আরজি করে ধর্ষণ করে খুন হওয়া নির্যাতিতা তরুণী। পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়ায় সমস্ত শিক্ষক-শিক্ষিকাদেরই নজর ছিল তাঁর প্রতি। স্কুলের প্রাক্তনী তথা প্রথম সারির এই ছাত্রীকে যেন কিছুতেই ভুলতে পারছেন না সহপাঠী থেকে স্কুলের শিক্ষিকারা।

তাই আর মৌন নয় শৃঙ্খলাবদ্ধ প্রতিবাদে গর্জে উঠেছে সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলের শিক্ষিকা, ছাত্রী থেকে প্রাক্তনীরাও। স্কুলের প্রাক্তন ছাত্রী তথা আরজি কর হাসপাতালে কর্মরত ডাক্তার তরুণীর নৃশংস হত্যার কথা ভাবলেই যেন শিউরে উঠছেন সকলে।

আরও পড়ুন: ‘এই রক্তস্নান চলতে পারে না’, আরজি করে গিয়ে ফুঁসে উঠলেন রাজ্যপাল! প্রশ্ন আইনশৃঙ্খলা নিয়ে

ইতিমধ্যেই বেশ কয়েকদিন অতিবাহিত হলেও, এখনও আসল রহস্য আসেনি প্রকাশ্যে। মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। তবে নির্যাতিতা তরুণীর স্কুলের শিক্ষিকা থেকে সহপাঠী প্রাক্তনীরাও মনে করছেন, একজন নয় এর পিছনে আরও অনেকে জড়িত রয়েছে।

আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলা গাছের ‘মজ্জা’ এই মারণরোগ থেকে রেহাই দেবেই! চমকে যাবেন জানলে

এদিন পুরনো সেই ছাত্রীর স্মৃতি রোমন্থন করতে গিয়েও শিক্ষিকাদের চোখ ভরে উঠল জলে। ইতিমধ্যে গ্রেফতারের দাবিতেও তাঁরা পথে নেমেছেন। এখন নির্যাতিতার স্কুলও চায় প্রকাশ্যে আসুক আসল রহস্য, প্রাক্তন ছাত্রীর নৃশংস খুনে দোষীদের হোক ফাঁসির সাজা।

Rudra Narayan Roy