পাঁচমিশালি General Knowledge Trending Quiz: এক প্রশ্নে হাড়হিম! কোন রানি কুমারী মেয়ের রক্তে স্নান করতেন? বারেবারে ভেবেও সঠিক উত্তর পাওয়া কঠিন Gallery October 9, 2024 Bangla Digital Desk প্রতিযোগিতামূলক পরীক্ষায় মূলক পরীক্ষা থেকে শুরু করে জীবনের নানান ক্ষেত্রে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান ভীষণ ভাবে জরুরি হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷ বিভিন্ন ক্ষেত্রেই এই সাধারণ জ্ঞান কাজে লাগে ৷ প্রতিযোগিতমূলক পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন সময়ে বেশ কিছু প্রশ্নের উত্তরের ব্যাখ্যা পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷ যদি বেশ কিছু জেনারেল নলেজ জানা থাকে তবুও সেগুলি আরও একবার আওড়ে নেওয়াটা অত্যন্ত পরিমাণে জরুরি ৷ প্রতীকী ছবি ৷ ভারতের ম্যাঞ্চেস্টার কোন শহরকে বলা হয়ে থাকে? আহমেদাবাদকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷ লিখি তবুও কলম নই, চলতে চাই কিন্তু গাড়ি নই, টিকটিক করি কিন্তু ঘড়ি নই, বলো তো আমি কে? এই প্রশ্নের সঠিক উত্তর টাইপ রাইটার ৷ প্রতীকী ছবি ৷ টিকটিক করে যা খুশি লেখা যায়, কোনও ঘড়ি নয়, কিন্তু টিকটিক আওয়াজ করে ৷ প্রতীকী ছবি ৷ একজনের ১৯৩৬ সালে জন্মান, আবার ১৯৩৬-এ মৃত্যু হয়, মৃত্যুর সময় বয়স হয় ৭০ বছর? সঠিক উত্তর জন্ম হয় ১৯৩৬ সালে, কেবিন নম্বর ১৯৩৬-এ মৃত্যুও হয় ৷ সেই সময়ে বাচ্চাটির বয়স হয় ৭০ বছর ৷ প্রতীকী ছবি ৷ আফিম কোথায় সব থেকে বেশি উৎপাদিত হয়? সব থেকে বেশি আফিম আফগানিস্তানে হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷ পৃথিবীর সব থেকে পুরনো শহর কোনটি? দমিশক, সিরিয়ার একটি প্রাচীন শহর, ১১,০০০ বছরের পুরনো এই শহরই বিশ্বের সব থেকে পুরনো শহর ৷ প্রতীকী ছবি ৷ মাথা আছে, লেজ আছে, পা আছে কিন্তু পেট আছে, চোখ আছে কিন্তু কান নেই? সাপই এমন এক জীবন যার মাথা, লেজ, পেট, চোখ আছে কিন্তু পা ও কান নেই ৷ প্রতীকী ছবি ৷ পৃথিবীর সব থেকে পুরনো শহর কোনটি? দমিশক, সিরিয়ার একটি প্রাচীন শহর, ১১,০০০ বছরের পুরনো এই শহরই বিশ্বের সব থেকে পুরনো শহর ৷ প্রতীকী ছবি ৷ তিনি হাঙ্গেরির রানি ছিলেন ৷ যিনি কুমারী মেয়েদের রক্ত স্নান করতেন ৷ তিনি এমন করতেন যার একটাই কারণ চির যুবতী থাকার সঙ্গে সঙ্গে সৌন্দর্যও বজায় থাকে ৷ প্রতীকী ছবি ৷ এলিজাবেথ বাথরির নামে বেশ কয়েকটি কাহিনি প্রচলিত আছে ৷ তিনি ইতিহাসের সব থেকে কুখ্যাত সিরিয়াল কিলার নামে পরিচিত ৷ প্রতীকী ছবি ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে তিনি হাজার যুবতীদের হত্যা করে তবে এই সমস্ত বিষয় নিয়ে নানান বিবাদ আজও প্রচলিত আছে ৷ প্রতীকী ছবি ৷