বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের পরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতী দল। ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৬ অক্টোবর থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ টেস্টের সিরিজে চুনকাম হওয়ার পর ভারতের বিরুদ্ধে আরও কঠিন লড়াই কিউইদের। কিন্তু তার আগেই বড় ধাক্কা নিউজিল্যান্ড দলের জন্য।
ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন কিউই তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। চোটের কারণে খেলতে পারবেন না প্রাক্তন কিউই অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। বর্তমানে চোট সারলেও রিহ্যাবে রয়েছে তিনি। দলের তারকা ব্যাটারকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই প্রথম ম্যাচ খেলবেন না কেন।
তবে ভারত সফরে যে নিউজিল্যান্ড আসছে তাতে নাম রয়েছে কেন উইলিয়ামসনের। কিউই বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী দিনে যাতে চোট না লাগে সেই কারণেই প্রথম টেস্ট থেকে বাইরে রাখা হয়েছে তাঁকে। এর পাশাপাশি আগামী দিনে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে কেন উইলিয়ামসন খেতে পারে পারেন বলে মনে করছেন ব্ল্যাক ক্যাপস শিবির।
প্রসঙ্গত, ১৬ অক্টোবর ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজে প্রথম ম্যাচ হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে, সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ২৪ অক্টোবর থেকে পুণেতে, তৃতীয় ম্যাচ হবে পয়লা নভেম্বর থেকে মুম্বইতে। সিরিজের প্রথম ম্যাচ থেকে কেন উইলিয়ামসনের ছিটকেল ভারতের কাজ কিছুটা সহজ হল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।