উত্তর দিনাজপুর, লাইফস্টাইল Homemade Facial: বাড়িতেই পাবেন পার্লারের মতো গ্লো, জেনে নিন ত্বক উজ্জ্বল করার গোপন ফর্মুলা Gallery October 9, 2024 Bangla Digital Desk পুজোতে সুন্দর ও জেল্লাদার ত্বক পেতে আর পার্লারে নয় বাড়িতেই বানিয়ে নিন এই ফেসিয়ালটি ।পার্লারে ঠাসাঠাসি লাইনে আর দাঁড়াতে হবে না । পুজোতে পুরুষ এবং নারী নির্বিশেষে সবাই বাড়িতে বসেই তৈরি করে নিন এই একটি মাত্র ফেসপ্যাক। (তথ্য: পিয়া গুপ্তা) বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানেন ঘরে বসে বেশ কিছু ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করতে পারেন আপনি। গোলাপের পাপড়ি, বেসন, হলুদ, অ্যালোভেরা জেল, এমন অনেক উপদানই নিশ্চয়ই আপনার হাতের কাছে রয়েছে। (তথ্য: পিয়া গুপ্তা) গোলাপের পাপড়ির ফেসপ্যাক: গোলাপের পাপড়িরএই ফেসপ্যাক তৈরি করার জন্যে আপনার প্রয়োজন গোলাপের পাপড়ি, দুধ এবং বেসন। একটি গোলাপ থেকে পাপড়ি ছাড়িয়ে নিন। ভাল করে ধুয়ে নিন। (তথ্য: পিয়া গুপ্তা) গ্রাইন্ডারে দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। তারপর সেই পেস্টে পরিমাণ মতো দুধ মিশিয়ে দিন। এর সঙ্গে পরিমাণ মতো বেসন মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। আপনার ফেসপ্যাক তৈরি। তা মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। (তথ্য: পিয়া গুপ্তা) বেসনের ফেসপ্যাক: বেসনের ফেসপ্যাক বানাতে প্রয়োজন এক টেবিল চামচ দুধের সর, হলুদ গুঁড়ো এই সব কিছু পেছনের সাথে মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। (তথ্য: পিয়া গুপ্তা) অ্যালোভেরা ফেসপ্যাক: এই অ্যালোভেরা ভিটামিন ই উপাদানযুক্ত। অ্যালোভেরার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে আপনি এই ফেসপ্যাকটি তৈরি করে ফেলতে পারবেন। পুজোর এ কটা দিন আপনি একেক দিন একেক রকম ফেসপ্যাক ব্যবহার করে নিজের মুখ পরিষ্কার করতে পারেন। তাই পার্লারে না ছুটেবাড়িতে বসেই এই ফেসপ্যাকতৈরি করে নিন। (তথ্য: পিয়া গুপ্তা)