রতন টাটা অসুস্থ

Ratan Tata: শারীরিক অবস্থার আচমকা অবনতি, মুম্বইয়ের হাসপাতালের ‘ক্রিটিক্যাল কেয়ারে’ রতন টাটা, সূত্র

মুম্বইঃ রতন টাটার শারীরিক অবস্থার অবনতি। গুরুতর অসুস্থ এই শিল্পপতি বর্তমানে মুম্বইয়ের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। সোমবার ৮৬ বছর বয়সি টাটা হাসপাতালে ভর্তির পরে জানান, বয়স ও শারীরিক অসুস্থতার কারণে তাঁর নিয়মিত মেডিক্যাল পরীক্ষা করা হয়, সেই জন্যই হাসপাতালে যাওয়া। তবে বুধবার টাটার এক প্রতিনিধি তার অবস্থার কথা জানান। জানা গিয়েছে, তিনি চিকিৎসায় তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

গত সোমবার, মুম্বইয়ের বিচ ক্যান্ডি এলাকার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৬ বছরের এই প্রবীণ শিল্পপতি। জানা যায়, আচমকা অতি দ্রুত তাঁর রক্তচাপ নেমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পরে সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে প্রকাশিত একটি বিবৃতিতে রতন টাটা বলেন, তিনি ভাল আছেন। উদ্বেগের কোনও কারণ নেই। যদিও টাটা গোষ্ঠীর পক্ষ থেকে বা রতন টাটার নিজের কার্যালয় থেকে অবশ্য এখনও পর্যন্ত রতন টাটার শারীরিক অবস্থার সম্পর্কে কিছু জানানো হয়নি।

আরও পড়ুনঃ পাহাড়ের ঠিক এই জায়গায় দাঁড়ালে পায়ের নিচে মেঘের ভেলা! ঠিকানা জেনে ছুটি কাটিয়ে আসুন

আরও পড়ুনঃ ঘুরে আসুন পাহাড়ি এই গ্রামে! প্রতি হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি ভিউ, মুগ্ধ হবেন

টাটা ১৯৯১ সালে অটো’স টু স্টিল কনগ্লোমারেটের চেয়ারম্যান হন এবং একশো বছরেরও বেশি সময় আগে তাঁর প্রপিতামহের প্রতিষ্ঠিত গ্রুপটি ২০১২ সাল পর্যন্ত পরিচালনা করেছেন। তিনি ১৯৯৬ সালে টেলিযোগাযোগ সংস্থা টাটা টেলিসার্ভিসেস প্রতিষ্ঠা করেছিন। ২০০৪ সালে আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে জনসাধারণের কাছে পৌঁছে দেন