Tag Archives: ratan tata

এক ফ্রেমে দেশের দুই কিংবদন্তি, রতন টাটার সঙ্গে দেখা করার পরে যা বললেন সচিন…

সম্প্রতি বিশ্ববিখ্যাত শিল্পপতি রতন টাটার সঙ্গে দেখা করেছেন ক্রিকেট দুনিয়ার কিংবদন্তি সচিন তেন্ডুলকর। আর এই সাক্ষাতের মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাগ করে নিয়েছেন বিশ্ববন্দিত ক্রিকেট তারকা। জানিয়েছেন যে, এটা একটা স্মরণীয় আলাপচারিতা। যা তিনি আনন্দের সঙ্গে সব সময় মনে রাখবেন।

সচিন তেন্ডুলকর নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, “এক স্মরণীয় কথোপকথন। গত রবিবারটা ছিল স্মরণীয়, কারণ আমি মিস্টার টাটার সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম।” ক্রিকেট তারকা আরও জানান,”যানবাহন এবং বন্যপ্রাণ সংরক্ষণ-সহ একাধিক বিষয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছে। সচিনের কথায়, যানবাহন, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা, বন্যপ্রাণ সংরক্ষণের প্রতি প্রেম এবং পশু পাখিদের প্রতি স্নেহ-ভালবাসা আমাদের দুজনেরই অত্যন্ত পছন্দের বিষয়। ফলে তা নিয়েই আমরা কিছু গল্প এবং দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছি।”

এখানেই শেষ নয়, রতন টাটার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে সচিন তেন্ডুলকর লিখেছেন যে, “এই ধরনের কথোপকথন অমূল্য। আর আমাদের মনে করিয়ে দেয় আনন্দের কথা এবং আগ্রহ কীভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে সেই কথাও স্মরণ করায়। এটা এমন একটা দিন, যা আমি হাসিমুখে সারা জীবন মনে রাখব।”

সচিন তেন্ডুলকরের এই পোস্ট সামনে আসতেই তা দেখেছেন প্রায় ২.৪ লক্ষ মানুষ। আর লাইক পড়েছে প্রায় ২২০০০-এর বেশি। এক নেটিজেন লেখেন,“এক ফ্রেমে দুই ভারতরত্ন।” আর একজন আবার মন্তব্য করেছেন যে, “নিজ নিজ ক্ষেত্রের দুই কিংবদন্তি এক ফ্রেমে।” তৃতীয় ব্যবহারকারীর বক্তব্য, “ভারতের দুই সবথেকে প্রিয় পুত্র।” আবার চতুর্থ নেটিজেনের মন্তব্য, “শ্রদ্ধা, শ্রদ্ধা এবং ভালবাসা-সহ আরও শ্রদ্ধা।” অন্য এক ব্যবহারকারী লিখেছেন, “লেজেন্ডারি।”

আরও পড়ুনঃ KKR IPL 2024 Champion: আইপিএল চ্যাম্পিয়ন হয়ে ৫টি রেকর্ড গড়ল কেকেআর, যা নেই কোনও দলের

গত মাসেই টাটা গ্রুপের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটাকে তাঁর মুম্বইয়ের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ কেআইএসএস হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। এই সম্মান তাঁর হাতে তুলে দিয়েছেন তিন বারের গ্র্যামি পুরস্কার বিজেতা গায়ক রিকি কেজ এবং কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস-এর প্রতিষ্ঠাতা অচ্যুত সামন্ত।

Air India Sale | Tata Sons: ‘ঘরে’ ফিরল এয়ার ইন্ডিয়া, ১৮ হাজার কোটি টাকায় বাজিমাত টাটার!

#নয়াদিল্লি: নতুন করে উড়ান শুরু করল ধুঁকতে থাকা সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India Sale | Tata Sons)। শুক্রবার প্রায় ১৮ হাজার কোটি টাকায় রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থাকে কিনে নিল টাটা গ্রুপ (Air India Sale | Tata Sons)। এদিন বিকেল ৪টের সময় সাংবাদিক সম্মেলন করে সরকারের পক্ষ থেকে এই খবর জানানো হয় (Air India Sale | Tata Sons)।

ভারতের জাতীয় বিমান সংস্থার মালিক এবার থেকে টাটা সন্স, শুক্রবার এমনটাই জানিয়েছে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের সচিব তুহিনকান্ত পাণ্ডে। গত কয়েকদিনের জল্পনার অবসান হল শুক্রবার। উল্লেখ্য, ২০০৭ সালে অন্তর্দেশীয় বিমান সংস্থা ইন্ডিয়ান এয়ারলাইন্সের সঙ্গে সংযুক্তিকরণের পর থেকেই লোকসানে চলছিল এয়ার ইন্ডিয়া। ভারতের বৃহত্তম বাণিজ্যিক গোষ্ঠী গত মাসে তাদের চূড়ান্ত দরপত্র জমা দেয়। এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ মালিকানা চায় তারা দরপত্রে।

স্পাইসজেট কর্ণধার অজয় সিংকে টেক্কা দিয়ে এয়ার ইন্ডিয়ার মালিকানা এদিন পেল টাটা সন্স। এই মালিকানা হস্তান্তরের মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়ার এআই এক্সপ্রেস লিমিটেডের ১০০ শতাংশ শেয়ারহোল্ডিং এবং এয়ার ইন্ডিয়া স্যাটস এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ৫০ শতাংশ মালিকানা। এদিন রতন টাটা ট্যুইট করে নিলামে এয়ার ইন্ডিয়াকে কিনে নেওয়ার খবর শেয়ার করেন। তিনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক, এয়ার ইন্ডিয়া’।

বহুদিন ধরেই লোকসানে চলা এয়ার ইন্ডিয়া বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। তবে যার-তার হাতে এই এয়ার ইন্ডিয়া বিক্রিতে সহমত ছিল না সরকার। তাই বিক্রির ক্ষেত্রেও তৈরি করা হয়েছিল বেশ কিছু মানদণ্ড। সে ক্ষেত্রে বিমান পরিষেবার সঙ্গে কোম্পানির সরাসরি যোগাযোগকে অগ্রাধিকার দেওয়া হয়। এয়ার ইন্ডিয়া কিনতে ইচ্ছুক কোম্পানিগুলিকে নিলামে অংশ নিতে কত বছর ও কোন কোন দেশে বিমান ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিল, তারও উল্লেখ করার কথা বলা হয়েছিল।

আরও পড়ুন: প্রতিবন্ধকতা কাটিয়ে ফের উড়ানের প্রস্তুতি, এয়ার ইন্ডিয়ার পথচলার কাহিনী জানলে গর্ব হবে