দক্ষিণবঙ্গ West Bengal Weather Update: মহাসপ্তমী থেকে বিজয়া দশমীর ভিলেন বৃষ্টি? পুজোর দিনগুলির আবহাওয়ার কাঁপানো আপডেট Gallery October 9, 2024 Bangla Digital Desk এই বিষয়ে, আইএমডি কলকাতা সূত্রে খবর, আগামিকাল দক্ষিণবঙ্গে ৬ জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। জেলা গুলির মধ্যে, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আগামিকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৫ জেলাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া সূত্রে খবর, এদিন কলকাতায় তাপমাত্রা ছিল ২৩ থেকে ৩৫ ডিগ্রির আশেপাশে। তবে, আগামিকালও কলকাতায় তাপমাত্রা ২৩ থেকে ৩৫ ডিগ্রির মধ্যেই থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি সকালের দিকে আর্দ্রতা সামান্য হলেও কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস তবে, হাওয়া অফিস জানিয়েছি, পুজোতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়ছে অস্বস্তির পরিমাণও। উত্তরবঙ্গেও কমবে বৃষ্টির পরিমাণ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ১১ ও ১২ই অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।