আজ মহাঅষ্টমী, ভোররাতে মহাঅষ্টমীর পুজো শুরু হবে। সেই সঙ্গেই এই সময় সারাবছর দেবীর আশীর্বাদ পেতে পুজোর কটা দিন মেনে চলতে হবে এই কিছু নিয়ম। তাই এই পুজোর দিনগুলোতে অবশ্যই মেনে চলুন বিশিষ্ট জ্যোতিষী পূবালি গুহ শাস্ত্রীর এই কিছু টোটকা। প্রতীকী ছবি

Durga Puja 2024: সাবেক থেকে থিম, ঘরে বসেই দেখুন কলকাতার সেরা পুজো এখানে

উ‍ৎসবমুখর বাংলা। রাজ্যজুড়ে প্রাণের পুজো। মহোৎসবে আট থেকে আশি। জেলায় জেলায় মণ্ডপে ভিড়। পেটপুজো। চুটিয়ে মজা। ষষ্ঠীর বিকেলে প্রকাশিত হল রাজ্য সরকারের দুর্গাপূজার সেরা সম্মান৷ সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হল ‘বিশ্ববাংলা শারদ সম্মানে’র তালিকার। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ দমদম বরানগর বিধান নগর হাওড়া কর্পোরেশনের অধীনে একগুচ্ছ পুজো কমিটিকে দেওয়া হল বিশ্ব বাংলা শারদ সম্মান। এদিন তার আনুষ্ঠানিক ঘোষণা করা হয় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে। মূলত সেরার সেরা ,সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সাবেকি পুজো, সেরা পরিবেশবান্ধব, সেরা ভাবনা, বিশেষ পুরস্কার ও সেরা থিম সং এই ক্যাটেগরিগুলিতে বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হয়েছে।