পঞ্চভূতে বিলীন হলেন রতন টাটা, গ্যান স্যালুটে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

কলকাতা: পঞ্চভূতে বিলীন হলেন রতন টাটা। গান স্যালুটে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়। গতকাল রাতেই প্রয়াত টাটা সন্স-এর চেয়ারম্যান এমেরিটাস। দীর্ঘদিন ভর্তি ছিলেন মুম্বইয়ের হাসপাতালে।

বুধবার রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। রতন টাটার মৃত্যুতে শোকবার্তা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর।

রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ দেশ। ভারতের কর্পোরেট সেক্টরে তাঁর অবদান অনস্বীকার্য। এদিন রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পান সেলেব্রিট থেকে সাধারণ মানুষ সকলেই।

১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বইয়ে পারসিক পরিবারে জন্ম রতন টাটার। বাবা নভল টাটার জন্ম গুজরাতের সুরতে। পরে টাটা পরিবার তাঁকে দত্তক নেয়। মুম্বই, শিমলা হয়ে নিউ ইয়র্কের রিভারডেল কান্ট্রি স্কুলে পড়তে যান রতন টাটা।

আরও পড়ুন- উত্তরপাড়া বলাকার পুজোর থিমে বিরাট চমক..! দূর-দূরান্ত থেকে উপচে পড়ছে মানুষের ঢল

১৯৫৯ সালে স্থাপত্য নিয়ে স্নাতকস্তরে ভর্তি হন কর্নেল ইউনিভার্সিটিতে। সাতের দশকে TATA Group-এ ম্যানেজার স্তরের দায়িত্ব পান। ১৯৯১ সালে জেআরডি টাটা TATA Sons-র দায়িত্ব ছাড়লে রতন টাটাকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করেন।

আরও পড়ুন- প্রতীমায় সাবেকিয়ানা, ডায়মন্ড হারবার যুববৃন্দের এবছরের পুজোর থিম ময়ূরাক্ষী

২০০০ সালে ‘পদ্মভূষণ’, ২০০৮ সালে পান ‘পদ্ম বিভূষণ সম্মান’ পান রতন টাটা। মহারাষ্ট্র, অসম সরকারও তাঁকে সম্মান প্রদান করে। ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকনমিক্স, আইআইটি বম্বে, ইয়েল ইউনিভার্সিটি থেকেও সম্মানিত হন।