মুম্বই: দেশ জুড়ে উৎসবের মরশুম। তবে বুধবার রাতের এক হৃদয়বিদারক ঘটনায় কার্যত শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতীয় শিল্পপতি রতন টাটা। আর তাঁর অবদানই টাটা গ্রুপকে এক আলাদাই উচ্চতায় পৌঁছে দিয়েছে। সেই সঙ্গে দেশের শিল্পের পটভূমিকেও একটা আকার দিয়েছে রতন টাটার অবদান। এমন এক ব্যক্তিত্বের মৃত্যু নিঃসন্দেহেই কোটি কোটি ভারতীয়ের মনে এক শূন্যস্থান তৈরি করেছে।
ভারতের সবথেকে প্রভাবশালী ব্যবসায়ী পরিবারগুলির মধ্যে অন্যতম হল টাটা পরিবার। এই পরিবারই বহুজাতিক সংস্থা টাটা গ্রুপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। আজ সেই টাটা পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক।
আরও পড়ুন– ‘রতন, আমার মনে তুমি চিরদিন থেকে যাবে’, প্রিয় বন্ধুবিচ্ছেদে লিখলেন মুকেশ আম্বানি
১. নাসেরওয়ানজি টাটা (১৮২২-১৮৮৬)
টাটা পরিবারের প্রতিষ্ঠাতা।
তিনি ছিলেন একজন পার্সি পুরোহিত। যিনি ব্যবসায় নেমেছিলেন, পরিবারের ভবিষ্যৎ উদ্যোগের ভিত্তি স্থাপন করেছিলেন।
২. জামশেদজি টাটা (১৮৩৯-১৯০৪)
নাসেরওয়ানজি টাটার পুত্র।
টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা
ভারতীয় শিল্পের জনক নামে পরিচিত। তিনি ইস্পাত (টাটা স্টিল), হোটেল (তাজমহল হোটেল) এবং জলবিদ্যুৎ বা হাইড্রোপাওয়ারের মূল ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন।
৩. দোরাবজি টাটা (১৮৫৯-১৯৩২)
জামশেদজি টাটার জ্যেষ্ঠ পুত্র
জামশেদজির মৃত্যুর পর টাটা গ্রুপের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
টাটা স্টিল এবং টাটা পাওয়ারের মতো অন্যান্য বড় উদ্যোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দোরাবজি টাটা।
৪. রতনজি টাটা (১৮৭১-১৯১৮)
জামশেদজি টাটার কনিষ্ঠ পুত্র
টাটা ব্যবসায়িক স্বার্থ সম্প্রসারণ বিশেষ করে কটন এবং টেক্সটাইলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
আরও পড়ুন– ভারতের শিল্পজগতে নক্ষত্র পতন, ‘অসাধারণ মানুষ ছিলেন…’ বললেন প্রধানমন্ত্রী মোদি
৫. জেআরডি টাটা (জাহাঙ্গির রতনজি দাদাভয় টাটা) (১৯০৪-১৯৯৩)
রতনজি টাটা এবং সুজান ব্রিয়ারের পুত্র (একজন ফরাসি মহিলা)
৫০ বছরেরও বেশি সময় ধরে (১৯৩৮-১৯৯১) টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন তিনি।
টাটা এয়ারলাইন্সের প্রতিষ্ঠাতা, যা পরে এয়ার ইন্ডিয়া হয়ে উঠেছিল।
টাটা গ্রুপকে একটি বহুজাতিক সংস্থায় পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জেআরডি টাটা।
৬. নভল টাটা (১৯০৪-১৯৮৯)
রতনজি টাটার দত্তক পুত্র
টাটা গ্রুপের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
নভল টাটার উত্তরসূরিদের মধ্যে বর্তমানে টাটা পরিবারের ২ জন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন:
রতন নভল টাটা (জন্ম ১৯৩৭): টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান (১৯৯১-২০১২, ২০১৬-২০১৭ সালে অন্তর্বর্তী চেয়ারম্যান)। টাটা গ্রুপের বিশ্বব্যাপী সম্প্রসারণ, সেই সঙ্গে জাগুয়ার ল্যান্ড রোভার এবং টেটলির মতো আন্তর্জাতিক ব্র্যান্ড অধিগ্রহণে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
নোয়েল টাটা (জন্ম ১৯৫৭): টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান, টাটা গ্রুপের বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত।
৭. রতন টাটা (জন্ম ১৯৩৭)
নভল টাটা এবং সুনি কমিসারিয়েতের পুত্র
টাটা গ্রুপের সবচেয়ে প্রসিদ্ধ আধুনিক লিডার
Corus, JLR, এবং Tetley-র মতো সংস্থা অধিগ্রহণের মাধ্যমে টাটা গ্রুপের নাম বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন।
৮. নোয়েল টাটা (জন্ম ১৯৫৭)
রতন টাটার সৎ ভাই।
টাটা গ্রুপের রিটেল শাখা ট্রেন্টের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। সেই সঙ্গে টাটা ইন্টারন্যাশনাল এবং অন্যান্য টাটা এন্টারপ্রাইজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
টাটা পরিবার ব্যবসার পাশাপাশি জনহিতৈষী কাজের জন্যও পরিচিত। টাটা পরিবারের অনেক সদস্য সেবামূলক প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র এবং ফাউন্ডেশন স্থাপন করেছেন, যার মধ্যে রয়েছে ভারতের অন্যতম বৃহত্তম সেবামূলক সংস্থা টাটা ট্রাস্ট।