ব্যবসা-বাণিজ্য Durga Puja Bank Holidays: টানা ছুটির মরশুম ! দেখে নিন সপ্তমী থেকে শুরু হয়ে আরও কত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? Gallery October 10, 2024 Bangla Digital Desk শারদ নবরাত্রি শুরু হয়েছে বেশ অনেক দিন হয়ে গেল। সঠিক ভাবে বললে চলতি অক্টোবর মাসের ৩ তারিখ, শুক্লা প্রতিপদ তিথি থেকে তা শুরু হয়েছিল। এই সময়কালকেই আমরা বাঙালিরা বলে থাকি দেবীপক্ষ। দুর্গাপুজোয় ঠাকুর দেখা শুরু হয়ে গেলেও ষষ্ঠী তিথি পর্যন্ত, অর্থাৎ ৯ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত ব্যাঙ্কের কাজকর্ম কিন্তু ঠিকই চলেছে। তবে, এবার ছুটির পালা। দেবী দুর্গা সবারই, তবে বাংলায় তাঁর বিশেষ আসন পাতা। কলকাতার দুর্গাপুজোও সে কারণেই পেয়েছে ইউনেসকো-র সম্মান। এখানে টানা ৫ দিন ধরে চলে শারদীয়া উৎসব- দুর্গা ষষ্ঠী, দুর্গা সপ্তমী, দুর্গা অষ্টমী, দুর্গা নবমী এবং বিজয়া দশমী। এই উৎসব একদিকে যেমন আধ্যাত্মিক, তেমনই এর সঙ্গে জুড়ে রয়েছে শৈল্পিক সুষমাও। মণঅডপগুলি শুধুই দেবীর আবাহনের ক্ষেত্র নয়, বিবিধ শিল্পের ঝক নিয়ে তা হয়ে ওঠে জীবন উৎসবের মূর্ত রূপ। সেই উৎসব উদযাপনের ক্ষেত্রে বাংলায় টানা ছুটি তো থাকবেই! বরাবরের তা-ই প্রথা! এবার যদিও হিসেব একটু হলেও আলাদা। কারণ এই বছরের দুর্গোৎসব ৫ দিন ধরে পালিত হচ্ছে না। তা ধর্মীয় উৎসব, অতএব এখানে পঞ্জিকা মতে তিথি ধরে উদযাপনের গুরুত্ব রয়েছে। সেই হিসেবে ৯ অক্টোবর, ২০২৪ দুর্গা ষষ্ঠী রূপে উদযাপিত হয়েছে, ১০ অক্টোবর, ২০২৪ দুর্গা সপ্তমী রূপে গণ্য। এই দুর্গা সপ্তমী থেকেই ব্যাঙ্ক বন্ধ থাকছে পশ্চিমবঙ্গে। ১১ অক্টোবর, ২০২৪ তিথি ক্ষয়ের কারণে জুড়ে গিয়েছে দুর্গা অষ্টমী এবং দুর্গা নবমা- ফলে, এই দিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ অক্টোবর, ২০২৪ মাসের দ্বিতীয় শনিবারও বটে, এই দিন ব্যাঙ্ক এমনিতেই বন্ধ থাকে, এবার এই তারিখেই উদযাপিত হবে বিজয়া দশমী, পশ্চিমবঙ্গ এবং সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। রবিবার এমনিতেই ব্যাঙ্কের ছুটির দিন, আলাদা করে কিছু বলার নেই। এর পরে ১৬ অক্টোবর, ২০২৪ তারিখে কোজাগরী লক্ষ্মীপুজোর জন্যও ব্যাঙ্ক বন্ধ থাকবে আমাদের রাজ্যে।