দেবপাড়ার দুর্গা ঠাকুর

কাটোয়ার নতুনগ্রামের কাঠ পুতুলে সেজেছে কোন্নগর দেবপাড়া সার্বজনীনের মন্ডপ

হুগলি: কাটোয়ার নতুনগ্রাম খ্যাতি অর্জন করেছে তাদের কাঠের পুতুলের জন্য। জাতীয় সংকৃতি প্রাপ্ত কাঠ পুতুল পল্লী খুবই সমাদৃত মানুষের কাছে। এবার সেই নতুন গ্রামের কাঠপুতুল শিল্পকে সম্মান জানিয়ে মণ্ডপ তৈরি করেছেন হুগলির কোন্নগরের দেবপাড়া সার্বজনীন দুর্গাপুজো।

তাদের এই বছরের নিবেদন কাটোয়ার কাঠ পুতুল। যা দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ।

আরও পড়ুন- উত্তরপাড়া বলাকার পুজোর থিমে বিরাট চমক..! দূর-দূরান্ত থেকে উপচে পড়ছে মানুষের ঢল

‘পুতুল নেবে গো পুতুল’ ! গোটা মণ্ডপটাই সেজে উঠেছে পুতুল দিয়ে। কাটোয়ার নতুন গ্রামের কাঠপুতুল শিল্পীদের ট্রিবিউট জানিয়ে তৈরি হয়েছে এই বছর দেবপাড়া সার্বজনীন এর দুর্গা পূজার মন্ডপ। মন্ডপের বাইরে লাগানো রয়েছে নানান কাঠ পুতুল ও মা দুর্গার প্রতিকি মুখ। বাঁশ কাঠ ফোম পিচবোর্ড দিয়ে তৈরি এ মন্ডপ তৈরি করতে মন্ডপ নির্মাতাদের সময় লেগেছে প্রায় দুই মাস।

অবলুপ্ত প্রায় শিল্পকে যাতে মানুষের সামনে উপস্থাপন করে শিল্পীদের অনুপ্রেরণা বাড়ানো যায় সেই উদ্দেশ্যেই এ বছর তৈরি হয়েছে কাঠপুতুলের মন্ডপ।

মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে বসেছে প্রতিমা ও। কাঠ পুতুলের মতন দুর্গা প্রতিমা এতটাই দৃষ্টিনন্দন যে একবার দেখলে যেন চোখ আটকে যায়। পূজো উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রমের জেরে তাদের মন্ডপে পুজোর সময় দর্শনার্থীদের ভিড় জমবে এমনটাই আশা করছেন পুজোর সম্পাদক সায়ন্তন মিত্র।

আরও পড়ুন- মহাসপ্তমী থেকে বিজয়া দশমীর ভিলেন বৃষ্টি? পুজোর দিনগুলির আবহাওয়ার কাঁপানো আপডেট

তাঁর কথায়, প্রতি বছরই দেবপাড়া সার্বজনীন নতুন কিছু মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে এই বছর তারা এক টুকরো কাঠ পুতুল গ্রামকে তুলে এনেছে তাদের মণ্ডপে।

রাহী হালদার