Junior Doctor’s Hunger Strike: জুনিয়র ডাক্তার অনিকেতের শারীরিক অবস্থার অবনতি… ষষ্ঠ দিনে পা রাখল ‘আমরণ অনশন’

কলকাতা: গুরুতর অসুস্থ অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতেই তাঁকে আরজি করের সিসিইউতে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সুত্রে খবর, অনিকেতের শরীরে আইভি ফ্লুইড চালানো হয়েছে। তবে অনিকেত অসুস্থ হলেও বাকি অনশনকারীরা দমেননি। ষষ্ঠ দিনে পা রাখল তাঁদের অনশন।

অনশনকারীদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সকলে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, সরকারের তরফ থেকে কোনও সদিচ্ছা তাঁরা দেখতে পাচ্ছেন না তাঁরা। এমতাবস্থায় সরকার যে অনশনকারীদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত সেটা তাঁরা মনে করেন না। ইতিমধ্যে তাঁদের আন্দোলন ৬১ দিন পেরিয়ে গিয়েছে। প্রতিদিন পুলিশের তরফে বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন: RG Kar Protest: পুজো মণ্ডপে স্লোগান দিয়ে ধৃত ৯ জনের পুলিশ হেফাজত, কোর্ট চত্বরেও বিক্ষোভ আন্দোলনকারীদের

অন্যদিকে ত্রিধারার সামনে স্লোগানের ঘটনায় ধৃতদের রাতভর লালবাজারের সেন্ট্রাল লকআপে রাখা হয়। সেখান থেকে বৃহস্পতিবার তাঁদের পেশ করা হয় আলিপুর আদালতে। ধৃতদের বিরুদ্ধ ৩টি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তারমধ্যে রয়েছে ধর্মীয় অনুষ্ঠানে অশান্তি ছড়ানোর অভিযোগ, উস্কানি ও ষড়যন্ত্রের অভিযোগ। সরকার পক্ষের আইনজীবী এদিন আদালতে জোর সওয়াল করেন। তারপরই ধৃত ৯ জনকে ১৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।