ফের দক্ষিণী ছবির দুনিয়ায় শোকের ছায়া। প্রয়াত মালয়ালাম অভিনেতা টিপি মাধবন। কোল্লামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৮ বছর। শোনা যাচ্ছে পেট সংক্রান্ত কিছু সমস্যার কারণে ভেন্টিলেশনে ছিলেন তিনি। তিনি AMMA সংগঠনের প্রথম সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
টিপি মাধবন ‘কল্যাণ রামন’, ‘আয়াল কাধা এঝুথুকায়ানু’, ‘নরিমন’, এবং ‘পুলিভাল কল্যাণম’ ছবিতে অভিনয় করে ব্যাপক পরিচিতি কুড়িয়েছিলেন। কিছু মালায়ালাম টিভি সিরিয়ালেও অভিনয় করেন তিনি। তবে সম্প্রতি অ্যামনেসিয়ার কারণে তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ৬০০টিরও বেশি ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি।
২০১৬ সালে তিনি তাঁর শেষ ছবি করেন। পরে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। তারপর থেকে তিনি কোল্লাম জেলার একটি বৃদ্ধাশ্রমে বসবাস করছিলেন।
দক্ষিণী ছবির দুনিয়ায় যেন একের পর এক শোকের ছায়া। প্রয়াত প্রবীণ দক্ষিণী অভিনেতা মোহন রাজ। নিজ অভিনীত চরিত্র ‘কেরিককাদন জোসে’ (Keerikkadan Jose)-র নামেই জনপ্রিয় ছিলেন তিনি। বৃহস্পতিবার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৭০ বছর বয়সী অভিনেতা। বহু দিন ধরেই অসুস্থ ছিলেন। ‘কিরীদাম’ (Kiridam)- এ ‘কেরিককাদান জোসে’ (Keerikkadan Jose) চরিত্রে আইকনিক খলনায়ক সত্ত্বা দর্শকদের আরও কাছে নিয়ে এসেছিল তাঁকে।
তিন দশকেরও বেশি সময় ব্যাপী কর্মজীবনে মোহন রাজ বহু উল্লেখযোগ্য খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। সর্বাধিক পরিচিত কাজের মধ্যে রয়েছে উপপুকান্দম ব্রাদার্স, চেঙ্কোল, আরাম থামপুরান, নরসিমহাম ইত্যাদি। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং রাজ্যের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সাজি চেরিয়ান মোহন রাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।