এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, যে সমস্ত জাতক/জাতিকারা লক্ষ্মী দেবীর আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেন তাঁদের ভাগ্যে অর্থের কোনওদিনও কমতি হয় না। জেনে নিন মা লক্ষ্মীর প্রিয় রাশি গুলি কী কী? প্রতীকী ছবি

Laxmi Puja 2024: এতেই প্রসন্ন হবেন লক্ষ্ণী দেবী… জীবন ভরে যাবে সমৃদ্ধিতে! বলুন তো মা লক্ষ্মীর প্রিয় ফুল, ফল কী? নিষ্ঠা ভরে নিবেদন করুন

দুর্গাপুজোর পরেই ঘরে ঘরে পালিত হয় কোজাগরী লক্ষ্মীপুজো। কোজাগরী পূর্ণিমার দিন তাঁর বিশেষ অর্চনা হয়। এটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে খ্যাত। শাস্ত্র মতে বলা হয়, মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট- কিন্তু উপযুক্ত নিয়মাবলী ও কিছু বিধিনিষেধ মেনে দেবীকে আহ্বান জানাতে হয়।
দুর্গাপুজোর পরেই ঘরে ঘরে পালিত হয় কোজাগরী লক্ষ্মীপুজো। কোজাগরী পূর্ণিমার দিন তাঁর বিশেষ অর্চনা হয়। এটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে খ্যাত। শাস্ত্র মতে বলা হয়, মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট- কিন্তু উপযুক্ত নিয়মাবলী ও কিছু বিধিনিষেধ মেনে দেবীকে আহ্বান জানাতে হয়।
দেবী লক্ষ্মীর পছন্দের ফুল পদ্ম। কোজাগরীতে আরও দুটি ফুল দিয়ে পুজো দেওয়া যায় লক্ষ্মী দেবীর। কোন দুই ফুলে তুষ্ঠ হবেন লক্ষ্মী দেবী? বললেন পুরহিত তথা জ‍্যোতিষী মনোজ তিওয়ারি।
দেবী লক্ষ্মীর পছন্দের ফুল পদ্ম। কোজাগরীতে আরও দুটি ফুল দিয়ে পুজো দেওয়া যায় লক্ষ্মী দেবীর। কোন দুই ফুলে তুষ্ঠ হবেন লক্ষ্মী দেবী? বললেন পুরহিত তথা জ‍্যোতিষী মনোজ তিওয়ারি।
কোজাগরী লক্ষ্মীদেবীর আরাধনার তোড়জোড় চলছে। দশকর্মা ভান্ডার, ফল-ফুলওয়ালা, মিষ্টির দোকান সকলেই ব্যস্ত লক্ষ্মীপুজোর আয়োজনে।
কোজাগরী লক্ষ্মীদেবীর আরাধনার তোড়জোড় চলছে। দশকর্মা ভান্ডার, ফল-ফুলওয়ালা, মিষ্টির দোকান সকলেই ব্যস্ত লক্ষ্মীপুজোর আয়োজনে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে পদ্ম ফুল মা লক্ষ্মীর খুব প্রিয়। এর বাইরে আরও অনেক ফুল আছে যা মা লক্ষ্মীর পছন্দ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দেবী লক্ষ্মীকে কানের ফুল নিবেদন করতে হবে। এই ফুল নিবেদন করলে মা লক্ষ্মী প্রসন্ন হন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে পদ্ম ফুল মা লক্ষ্মীর খুব প্রিয়। এর বাইরে আরও অনেক ফুল আছে যা মা লক্ষ্মীর পছন্দ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দেবী লক্ষ্মীকে কানের ফুল নিবেদন করতে হবে। এই ফুল নিবেদন করলে মা লক্ষ্মী প্রসন্ন হন।
শাস্ত্র মতো গাঁদা ফুল ভগবান বিষ্ণুর খুব প্রিয়, যে কারণে তিনি দেবী লক্ষ্মীকে গাঁদা ফুল অর্পণ করে প্রসন্ন হন। তাই পুজোয় দিতে পারেন গাঁদা ফুল।
শাস্ত্র মতো গাঁদা ফুল ভগবান বিষ্ণুর খুব প্রিয়, যে কারণে তিনি দেবী লক্ষ্মীকে গাঁদা ফুল অর্পণ করে প্রসন্ন হন। তাই পুজোয় দিতে পারেন গাঁদা ফুল।
হিন্দু ধর্মে নারকেলকে অত্যন্ত শুভ মনে করা হয়। কথিত আছে নারকেল লক্ষ্মীর প্রিয় ফল। একে শ্রীফল বলা হয় কারণ মা লক্ষ্মীর অপর নাম শ্রী। প্রসাদ হিসাবে মা লক্ষ্মীকে নারকেলের নাড়ু, কাঁচা নারকেল অর্পণ করা হয়।
হিন্দু ধর্মে নারকেলকে অত্যন্ত শুভ মনে করা হয়। কথিত আছে নারকেল লক্ষ্মীর প্রিয় ফল। একে শ্রীফল বলা হয় কারণ মা লক্ষ্মীর অপর নাম শ্রী। প্রসাদ হিসাবে মা লক্ষ্মীকে নারকেলের নাড়ু, কাঁচা নারকেল অর্পণ করা হয়।
এছাড়া পানি ফল এবং পদ্মবীজ বা মাখানাও মা লক্ষ্মীর প্রিয় ফল হিসাবে পরিচিত। তাই লক্ষ্মীপুজোতে এই দুটি ফলও দেওয়া হয়।
এছাড়া পানি ফল এবং পদ্মবীজ বা মাখানাও মা লক্ষ্মীর প্রিয় ফল হিসাবে পরিচিত। তাই লক্ষ্মীপুজোতে এই দুটি ফলও দেওয়া হয়।
কোজাগরী পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তবে পুজো করার সময় কিছু বিষয় মাথায় রাখুন। সেই বিষয়গুলি মেনে চললে মা লক্ষ্মীর   কৃপায় কখনও অর্থের অভাব হবে না।
কোজাগরী পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তবে পুজো করার সময় কিছু বিষয় মাথায় রাখুন। সেই বিষয়গুলি মেনে চললে মা লক্ষ্মীর   কৃপায় কখনও অর্থের অভাব হবে না।
লাল গোলাপ ও গাঁদা ফুল খুব পছন্দ করেন দেবী। পুজোর থালাতে এই দুটি ফুলের উপস্থিতির কথা বলেছেন পুরহিত তথা জ‍্যোতিষী মনোজ তিওয়ারী। দুই ফুল লক্ষ্মী দেবীকে অর্পণ করলে জীবনে সুখ,শান্তি আসবেই বলে জানিয়েছেন তিনি।
লাল গোলাপ ও গাঁদা ফুল খুব পছন্দ করেন দেবী। পুজোর থালাতে এই দুটি ফুলের উপস্থিতির কথা বলেছেন পুরহিত তথা জ‍্যোতিষী মনোজ তিওয়ারী। দুই ফুল লক্ষ্মী দেবীকে অর্পণ করলে জীবনে সুখ,শান্তি আসবেই বলে জানিয়েছেন তিনি।
(Disclaimer- উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)
(Disclaimer- উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)