প্রতি বছর বিশ্বে মশার কামড়ে প্রাণ যায় প্রায় ৭ লাখ ২৫ হাজার মানুষের। পুরুষ মশা কামড়ায় না। পুরুষ মশা কামড়ায় না, কামড়ায় শুধু মহিলা মশা। ম্যালেরিয়া, ডেঙ্গু-সহ বিভিন্ন রোগ হয় মশার কামড়ে। যার ফলেই মৃত্যুর সম্মুখীন হয় মানুষ। প্রতীকী ছবি।

Dengue Is Increasing Again: হুহু করে বাড়ছে ডেঙ্গি! ২ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা! কোন উপসর্গ দেখলেই সাবধান হবেন? জানাচ্ছেন চিকিৎসক

 

দেশে ফের বাড়ছে ডেঙ্গি। হায়দ্রাবাদে ২,৭৩১ টি নতুন কেস রেকর্ড করা হয়েছে, যা এলাকায় সর্বোচ্চ। 2024 সালের জানুয়ারি থেকে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা  ৯,২৫৪ জন! হায়দরাবাদ শহরে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার মতো রোগের উল্লেখযোগ্য বৃদ্ধির সাক্ষী হচ্ছে৷ বাড়ছে মুম্বই আর দিল্লিতেও।
দেশে ফের বাড়ছে ডেঙ্গি। হায়দ্রাবাদে ২,৭৩১ টি নতুন কেস রেকর্ড করা হয়েছে, যা এলাকায় সর্বোচ্চ। 2024 সালের জানুয়ারি থেকে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা ৯,২৫৪ জন! হায়দরাবাদ শহরে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার মতো রোগের উল্লেখযোগ্য বৃদ্ধির সাক্ষী হচ্ছে৷ বাড়ছে মুম্বই আর দিল্লিতেও।
ডেঙ্গি রোগ বৃদ্ধির কারণ: মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি (মওলানা ইউনিভার্সিটি) হেলথ সেন্টারের ডাঃ আনসারি বলেছেন যে ভারী বর্ষণ, জল জমে থাকা এবং পরবর্তীতে তাপমাত্রা বৃদ্ধি ভেক্টর-বাহিত রোগের বৃদ্ধির প্রধান কারণ। এই ধরনের পরিবেশ মশার জন্য আদর্শ প্রজনন স্থল প্রদান করে, যার ফলে সংক্রমণ বৃদ্ধি পায়।
ডেঙ্গি রোগ বৃদ্ধির কারণ: মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি (মওলানা ইউনিভার্সিটি) হেলথ সেন্টারের ডাঃ আনসারি বলেছেন যে ভারী বর্ষণ, জল জমে থাকা এবং পরবর্তীতে তাপমাত্রা বৃদ্ধি ভেক্টর-বাহিত রোগের বৃদ্ধির প্রধান কারণ। এই ধরনের পরিবেশ মশার জন্য আদর্শ প্রজনন স্থল প্রদান করে, যার ফলে সংক্রমণ বৃদ্ধি পায়।

 

ডেঙ্গির লক্ষণ: ডাঃ আনসারি লোকাল 18-কে জানিয়েছেন, যে ডেঙ্গি এমন একটি রোগ যা কখনও কখনও এর লক্ষণ দেখায় এবং কখনও কখনও নয়। এর কিছু সাধারণ লক্ষণ হল: ঠান্ডা লাগার সঙ্গে জ্বর, পেশী, হাড় ও জয়েন্টে ব্যথা, চোখে ব্যথা ও জ্বালাপোড়া এবং চরম ক্লান্তি।
ডেঙ্গির লক্ষণ: ডাঃ আনসারি লোকাল 18-কে জানিয়েছেন, যে ডেঙ্গি এমন একটি রোগ যা কখনও কখনও এর লক্ষণ দেখায় এবং কখনও কখনও নয়। এর কিছু সাধারণ লক্ষণ হল: ঠান্ডা লাগার সঙ্গে জ্বর, পেশী, হাড় ও জয়েন্টে ব্যথা, চোখে ব্যথা ও জ্বালাপোড়া এবং চরম ক্লান্তি।
কী ভাবে এই রোগের নিরাময় সম্ভব? ডাঃ আনসারি বলেন, "প্রথমে আমরা রক্ত পরীক্ষা করি তারপর ডেঙ্গুর চিকিৎসা শুরু করি। ডেঙ্গুতে প্লেটলেটের সংখ্যা কমে যাওয়া স্বাভাবিক।"
কী ভাবে এই রোগের নিরাময় সম্ভব? ডাঃ আনসারি বলেন, “প্রথমে আমরা রক্ত পরীক্ষা করি তারপর ডেঙ্গুর চিকিৎসা শুরু করি। ডেঙ্গুতে প্লেটলেটের সংখ্যা কমে যাওয়া স্বাভাবিক।”
কী ভাবে বাড়াবেন প্লেটলেট কাউন্ট? চিকিৎসক বলছেন, পেঁপের রস, নারকেল জল এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করা উচিত। কিউই এবং ড্রাগন ফলের মতো ফল খাওয়াও প্লেটলেট বাড়াতে সহায়ক।
কী ভাবে বাড়াবেন প্লেটলেট কাউন্ট? চিকিৎসক বলছেন, পেঁপের রস, নারকেল জল এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করা উচিত। কিউই এবং ড্রাগন ফলের মতো ফল খাওয়াও প্লেটলেট বাড়াতে সহায়ক।
স্বাস্থ্য আধিকারিকদের মতে, হায়দরাবাদে অক্টোবরের শুরুতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা তুলনামূলক ভাবে কমেছে। 2023 সালের সেপ্টেম্বরে 554 টি ডেঙ্গির ঘটনা রিপোর্ট করা হলেও, এই বছরের অক্টোবরে এখনও পর্যন্ত 398 টি রিপোর্ট করা হয়েছে।
স্বাস্থ্য আধিকারিকদের মতে, হায়দরাবাদে অক্টোবরের শুরুতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা তুলনামূলক ভাবে কমেছে। 2023 সালের সেপ্টেম্বরে 554 টি ডেঙ্গির ঘটনা রিপোর্ট করা হলেও, এই বছরের অক্টোবরে এখনও পর্যন্ত 398 টি রিপোর্ট করা হয়েছে।
দিল্লিতেও বর্ষার পর মশাবাহিত রোগের তীব্রতা বেড়েছে। ২১১৫ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এ বছর। গত ৪ সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত হয়ে ৫৪ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। সফদরজং হাসপাতাল এবং মহারাজা অগ্রসেন হাসপাতাল থেকে আরও দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দিল্লিতেও বর্ষার পর মশাবাহিত রোগের তীব্রতা বেড়েছে। ২১১৫ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এ বছর। গত ৪ সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত হয়ে ৫৪ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। সফদরজং হাসপাতাল এবং মহারাজা অগ্রসেন হাসপাতাল থেকে আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আশার কথা হল, গত বছরের তুলনায় এ বার কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৮৩ শতাংশ কম। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ১ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা পুর-এলাকায় ১৯৩৬ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। এ বছর সেই সংখ্যা ৩৩১। জেলাতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় এক তৃতীয়াংশে নেমেছে।
আশার কথা হল, গত বছরের তুলনায় এ বার কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৮৩ শতাংশ কম। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ১ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা পুর-এলাকায় ১৯৩৬ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। এ বছর সেই সংখ্যা ৩৩১। জেলাতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় এক তৃতীয়াংশে নেমেছে।