লাইফস্টাইল Astro Tips: দশমীতে ঘরের এই দিকে প্রদীপ জ্বালান, ঘরে আসবে লক্ষ্মী, হবে সুখ-শান্তির বৃষ্টি Gallery October 11, 2024 Bangla Digital Desk হিন্দু ধর্মে দশেরার উৎসবকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে৷ ভারতের বেশির ভাগ জায়গায় দশেরাতে রাবণ দহন হয়৷ এছাড়া শাস্ত্র মতে মা দুর্গাও মহিষাসুরকে বধ করেছেন৷ তাই এই দিন মন্দের উপর ভালর জয়কে উদযাপন করা হয়৷ অনেকেই এই দিন বাড়ির চারপাশে প্রদীপ জ্বালান৷ কিন্তু যেখানে সেখানে প্রদীপ জ্বালালে ভালর বদলে মন্দ হতে পারে৷ জ্যোতিষ ও বাস্তু পরামর্শক হিতেন্দ্র কুমার শর্মা জানান, দশমীর কটা প্রদীপ কোন দিকে জ্বালানো উচিত? আসুন জেনে নিই বাস্তুমতে প্রদীপ জ্বালানোর উপায়৷ এই দিনে আপনি চেষ্টা করুন দশদিকে প্রদীপ জ্বালানোর৷ পূর্ব, পশ্চিম, উত্তর-দক্ষিণ, পূর্ব-উত্তর (উত্তরপূর্ব) দক্ষিণপূর্ব, উত্তরপূর্ব, দক্ষিণ-পশ্চিম, ঊর্ধ্বমূখী এই দশদিকে প্রদীপ জ্বালান৷ এই প্রত্যেক দিকে একটি করে প্রদীপ জ্বালিয়ে রাখুন৷ মোট ১০টি প্রদীপ জ্বালান৷ সমস্ত প্রদীপে সর্ষের তেল ব্যবহার করুন৷ ঘরে তুলসী, পিপল, বটগাছ, কলা গাছ থাকলে সেই গাছের সামনে পাঁচটি করে প্রদীপ রাখুন৷ তাতে তিলের তেল ব্যবহার করুন৷ এছাড়াও ভগবান রামের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান৷ ঘরের কোনও এক নিরাপদ স্থানেও একটা প্রদীপ রাখতে পারেন৷ তাতে তিসির তিল ব্যবহার করুন৷ তবে কোন সময় প্রদীপ জ্বালাবেন, সেই ক্ষণটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ৷ সকাল ও সন্ধেতে রামের পুজো করার সময় চেষ্টা করুন একটা প্রদীপ জ্বালান৷ অন্য প্রদীপগুলো সন্ধে বেলাতে প্রজ্জ্বলন করুন৷ Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷