লাইফস্টাইল Mobile Phone While Sleeping: রাত্রিবেলায় শুতে যাওয়ার সময়ে মোবাইল ফোন রাখবেন কোথায়? ভুল করলেই কঠিন রোগ ঘিরে ধরবে? Gallery October 11, 2024 Bangla Digital Desk রাত্রিবেলায় শুতে যাওয়ার সময়ে মোবাইল ফোন সঙ্গে রাখেন? কিন্তু কোথায় রাখবেন কীভাবে রাখবেন? জানেন কী? মাথার কাছে মোবাইল রেখে অনেকেই ঘুমোন ৷ কিন্তু এটি অত্যন্ত ভয়ঙ্কর স্বভাব বিশাল ক্ষতি করে ৷ এর থেকে একাধিক রোগ শরীরে বাসা বাঁধতে পারে ৷ তাই সবাধান হতে হবে, রাত্রিবেলায় ব্রেন স্লিপ মোডে থাকেন ৷ মাথার পাশে ফোন থাকলে ব্রেনের গতিবিধি বাড়ায় ৷ সব মিলিয়ে সাবধানে থাকতে হবে ৷ মোবাইল থেকে নির্গত রশ্মি অত্যন্ত পরিমাণে ক্ষতিকর, তাই খুব সাবধানে থাকতে হবে, অতিরিক্ত পরিমাণে সতর্ক না থাকলে বিপদ বাড়তে পারে ছড়াতে পারে ক্যানসার ৷ প্রতীকী ছবি ৷ শুতে যাওয়ার সময়ে কোনও ভাবেই মোবাইল ফোন কাছে নিয়ে কোনও ভাবেই শুতে যাবেন না ৷ প্রতীকী ছবি ৷ পুরুষদের বন্ধ্যাত্ব আসতে পারে ৷ গর্ভবতী মেয়েদেরও ক্ষতি হতে পারে ৷ তাই সাবধানে থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷