নয়াদিল্লি: ঘুমন্ত অবস্থায় থাকা মহিলা যাত্রীকে ‘অযাচিতভাবে’ স্পর্শ করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে চেন্নাইগামী ফ্লাইটে। যৌন হয়রানির অভিযোগে ৪৩ বছর বয়সী সেই ব্যক্তিকে ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
মহিলার দাবি, তাঁর পিছনে বসা লোকটি ঘুমন্ত অবস্থায় তাঁকে স্পর্শ করেছিল। অভিযুক্ত যাত্রীর নাম রাজেশ শর্মা। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ের মীনামবক্কম বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর হেনস্থার শিকার হওয়া মহিলা বিমান সংস্থার কর্মীদের সহায়তায় পুলিশে অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: মহিলারা শারীরিক সম্পর্কের জন্য পুরুষ নয়, বেছে নেবেন রোবটকে! বিস্ফোরক দাবি
বিমানবন্দরের অল উইমেনস পুলিশ স্টেশনের একজন কর্মকর্তা বলেছেন যে পুরুষ এবং মহিলা যাত্রী উভয়ই জানালার সিটে বসে ছিলেন। “মহিলা অভিযোগ জানিয়েছেন যে তিনি জানালার ধারে বসেছিলেন এবং তিনি যখন ঘুমিয়েছিলেন, তখন তাঁর পিছনে বসে থাকা অভিযুক্ত যাত্রী তাঁকে খারাপভাবে স্পর্শ করেছিলেন,” এমনটাই বললেন অফিসার।
আরও পড়ুন: এক মাস পরেই আবার ক্রিকেট ‘বিশ্বকাপ’, মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান
অভিযোগের পরে, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৭৫ ধারায় (যৌন হয়রানি) একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।