ফাইল ছবি৷

Air India Express: রানওয়ের ধারে তৈরি ১৮টি দমকলের ইঞ্জিন, শারজাগামী বিমানকে ঘিরে ত্রিচিতে বিরাট আশঙ্কা

ল্যান্ডিং গিয়ারে সমস্যা৷ যার জেরে বড়সড় আশঙ্কা তৈরি হল তামিলনাড়ুর ত্রিচি থেকে শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমানকে ঘিরে৷ বিমানটিকে বাধ্য তামিলনাড়ুর তিরুচিরাপ্পল্লি বিমানবন্দরেই জরুরি অবতরণের জন্য ফিরিয়ে আনা হয়৷

ল্যান্ডিং গিয়ারে বিভ্রাট দেখা দেওয়ায় বিমানটির স্বাভাবিক অবতরণেও সমস্যা দেখা দেয়৷ বাধ্য হয়ে বিমানটিকে বেলি ল্যান্ডিংয়ের জন্য তৈরি করা হয়৷ বিমানে আগুন লেগে যাওয়ার আশঙ্কায় রানওয়ের পাশে ১৮টি দমকলের ইঞ্জিনও প্রস্তুত ছিল৷ অবতরণের আগে আকাশেই চক্কর কেটে বেশ কিছুটা জ্বালানিও শেষ করে ফেলা হয়৷ শেষ পর্যন্ত অবশ্য সব আশঙ্কা কাটিয়ে নিরাপদেই বিমানটি ত্রিচি বিমানবন্দরে অবতরণ করে৷

জানা গিয়েছে, বিমানটিতে ১৪৪ জন যাত্রী ছিলেন৷ এ দিন বিকেল ৫.৪০ মিনিটে ত্রিচি বিমানবন্দর থেকে বিমানটি শারজার উদ্দেশে উড়ে যায়৷ কিন্তু আকাশে ওড়ার পরই সেটির ল্যান্ডিং গিয়ারে বিভ্রাট ধরা পড়ে৷ এর পর প্রায় আড়াই ঘণ্টা ত্রিচি বিমানবন্দরের উপরেই চক্কর কাটে বিমানটি৷ রাত ৮.১৫ মিনিটে সেটি নিরাপদে অবতরণ করে৷

বিস্তারিত আসছে…