ঝাড়গ্রাম: বিজয়াতেই বিসর্জন। ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত এলাকার যুবক অগ্নিবীর ক্যাম্পে গিয়ে আর ফিরল না মায়ের কোলে। মাত্র ২১ বছর বয়সেই প্রাণ গেল সুকজোড়া গ্রামের এক তরুণ যুবকের। গ্রামজুড়ে নেমে এল শোকের ছায়া।
দেশকে রক্ষা করতে কাজে অগ্নিবীর ক্যাম্পে যোগ দেন সৈকত শিট। সমস্ত বাধা অতিক্রম করে ২০২৪ সালের এপ্রিল মাসে অগ্নিবীর ক্যাম্পে যোগদান করেন। ট্রেনিং ক্যাম্প ছিল হায়দরাবাদ। তিনি ও তার সহ কর্মীরা ১০ ই অক্টোবর নাসিকের আটারি স্টেশনে যায় ফায়ারিং অনুশীলনে। সেখানেই দুর্ঘটনায় প্রাণ যায় তাঁর। শনিবার সকাল নাগাদ ইন্ডিয়ান আর্মি কফিন বন্দী দেহ ঝাড়গ্রামের বিনপুর থানার সুখজোড়া গ্রামে নিয়ে আসে।
ছোটোবেলা থেকেই ইন্ডিয়ান আর্মি হওয়ার স্বপ্ন দেখে ছিল ছেলেটি। অনেক পরিশ্রমের পর সে সুযোগ আসে। অক্লান্ত পরিশ্রম করে বাবাকে পাকা বাড়িতে রাখাই ছিল তাঁর একমাত্র স্বপ্ন। সেই স্বপ্ন আজ ভেঙেচুরে শেষ।
রাজু সিং