পুজোর মিটতে না মিটতেই ভূমিকম্প! কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও অসম, রিখটার স্কেলে তীব্রতা কত?

Earthquake: পুজো মিটতে না মিটতেই ভূমিকম্প! কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও অসম, রিখটার স্কেলে তীব্রতা কত?

নয়াদিল্লি: রবিবার সাত সকালে কেঁপে উঠল অসম এবং জম্মু কাশ্মীর। জম্মু-কাশ্মীরের ডোডা এবং অসমের উদলগুড়িতে রবিবার সকালে অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে জম্মুতে ভূমিকম্পের তীব্রতা ধরা পড়েছে ৪ ম‍্যাগনিচিউড এবং অসমে ৪.২ ম‍্যাগনিচিউড।

জেলার গুন্ডো এলাকাই ছিল জম্মু-কাশ্মীরে অনুভূত ভূমিকম্পের উত্‍সস্থল। সূত্রের খবর অনুযায়ী, সকাল ৬ টা নাগাদ কেঁপে ওঠে দেশের দুই রাজ‍্য। ভূমিকম্পের জেরে এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর জানা যায়নি। তবে ভূমিকম্পের কারণে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন। ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন প্রচুর মানুষ।

আরও পড়ুন: বলুন তো কোন প্রাণীর দুধ থেকে ‘দই’তৈরি করা যায় না? খুব চেনা সকলের, তাও ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

প্রসঙ্গত, গত শনিবারই কেঁপে উঠেছিল দেশের আরেক রাজ‍্য হিমাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩। পুজোর মাঝেই শিমলায় কম্পন অনুভূত হয়। কম্পনের উত্‍সস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। হিমাচল প্রদেশের ভূমিকম্পেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।