Tag Archives: Earthquake

Most Destructive Earthquake In History: এক ভূমিকম্পে মৃত্যু আট লক্ষ মানুষের! চারিদিকে হাহাকার, মৃত্যুপুরী হয়েছিল ৫২০ মাইল এলাকা

পৃথিবীতে নানারকম ভূমিকম্পের ইতিহাস রয়েছে৷ লক্ষ-লক্ষ মানুষের মৃত্যুও হয়েছে বারংবার এইরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে৷ কিন্তু পৃথিবীর সবচেয়ে ভয়ানক ভূমিকম্প কোথায় হয়েছিল জানেন? যেখানে মানুষের মৃত্যু হয়েছিল মারাত্মক পরিমাণে৷
পৃথিবীতে নানারকম ভূমিকম্পের ইতিহাস রয়েছে৷ লক্ষ-লক্ষ মানুষের মৃত্যুও হয়েছে বারংবার এইরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে৷ কিন্তু পৃথিবীর সবচেয়ে ভয়ানক ভূমিকম্প কোথায় হয়েছিল জানেন? যেখানে মানুষের মৃত্যু হয়েছিল মারাত্মক পরিমাণে৷
সাধারণত অনেক বলেন, জাপানে ঘনঘন ভূমিকম্প হয়৷ ভূমিকম্পের কারণে জাপানে বারংবার বহু মানুষের মৃত্যুও হয়েছে৷ এবং পরপর একাধিক ভূমিকম্প হয়েছে, তাতে সম্পত্তির বহু ক্ষয়ক্ষতি হয়েছে৷ কিন্তু পৃথিবীর ঘাতকতম ভূমিকম্প হয়েছিল ভারতের এক প্রতিবেশী দেশে৷
সাধারণত অনেক বলেন, জাপানে ঘনঘন ভূমিকম্প হয়৷ ভূমিকম্পের কারণে জাপানে বারংবার বহু মানুষের মৃত্যুও হয়েছে৷ এবং পরপর একাধিক ভূমিকম্প হয়েছে, তাতে সম্পত্তির বহু ক্ষয়ক্ষতি হয়েছে৷ কিন্তু পৃথিবীর ঘাতকতম ভূমিকম্প হয়েছিল ভারতের এক প্রতিবেশী দেশে৷
যে তালিকা পাওয়া যায় তাতে দেখা যায়, প্রথম দশের তালিকায় ১০ নম্বরে রয়েছে জাপানে ১৯২৩ সালে হওয়া ভূমিকম্প৷ সেখানে মৃত্যু হয়েছিল ১ লক্ষ ৪২ হাজার ৮৭ জনের৷ ভূমিকম্পের কম্পনমাত্রা ছিল ৭.৯ ৷  এ ছাড়াও সাম্প্রতিক অতীতে ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৯.১ কম্পনমাত্রার ভূমিকম্প হয়েছিল৷ সেখানে মৃত্যু হয়েছিল ২ লক্ষের বেশি মানুষের৷
যে তালিকা পাওয়া যায় তাতে দেখা যায়, প্রথম দশের তালিকায় ১০ নম্বরে রয়েছে জাপানে ১৯২৩ সালে হওয়া ভূমিকম্প৷ সেখানে মৃত্যু হয়েছিল ১ লক্ষ ৪২ হাজার ৮৭ জনের৷ ভূমিকম্পের কম্পনমাত্রা ছিল ৭.৯ ৷ এ ছাড়াও সাম্প্রতিক অতীতে ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৯.১ কম্পনমাত্রার ভূমিকম্প হয়েছিল৷ সেখানে মৃত্যু হয়েছিল ২ লক্ষের বেশি মানুষের৷
তবে চিন বারংবার ধ্বংসের মুখে পড়েছে একাধিক মারণ ভূমিকম্পে৷ ১৯৭৬ সালে একটি ভূমিকম্প হয় তাংশানে৷ সেখানে কম্পনমাত্রা ছিল ৭.৫৷ সে বারে মৃত্যু হয়েছিল ২ লক্ষ ৪২ হাজার ৭৬৯ জনের৷ এলাকার ৮৫ শতাংশ বাড়ি ধ্বংস হয়ে ধুলোয় মিশে গিয়েছিল৷
তবে চিন বারংবার ধ্বংসের মুখে পড়েছে একাধিক মারণ ভূমিকম্পে৷ ১৯৭৬ সালে একটি ভূমিকম্প হয় তাংশানে৷ সেখানে কম্পনমাত্রা ছিল ৭.৫৷ সে বারে মৃত্যু হয়েছিল ২ লক্ষ ৪২ হাজার ৭৬৯ জনের৷ এলাকার ৮৫ শতাংশ বাড়ি ধ্বংস হয়ে ধুলোয় মিশে গিয়েছিল৷
এই তালিকায় প্রথম স্থানে রয়েছে চিনের একটি ভূমিকম্প৷ সে বারে ১৫৫৬ খ্রীষ্টাব্দে চিনের সানসি প্রদেশে মারাত্মক একটি ভূমিকম্প হয়৷ সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮৷ সেখানে সরকারি, বেসরকারি হিসাব মিলিয়ে কম্পনে মোট মৃত্যুর সংখ্যা ছিল ৮ লক্ষ ৩০ হাজার মানুষের৷
এই তালিকায় প্রথম স্থানে রয়েছে চিনের একটি ভূমিকম্প৷ সে বারে ১৫৫৬ খ্রীষ্টাব্দে চিনের সানসি প্রদেশে মারাত্মক একটি ভূমিকম্প হয়৷ সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮৷ সেখানে সরকারি, বেসরকারি হিসাব মিলিয়ে কম্পনে মোট মৃত্যুর সংখ্যা ছিল ৮ লক্ষ ৩০ হাজার মানুষের৷
বিস্তারিত যে হিসাব দেওয়া হয়েছিল এই ভূমিকম্পের৷ সেখানে বলা হয়, চিনের মোট ৯৭টি কাউন্টিতে প্রায় সব ধ্বংস হয়ে গিয়েছে৷ এর মধ্যে ৫২০ মাইল জুড়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল৷ বলা হয়েছিল, এই প্রদেশের ৬০ শতাংশ মানুষের মৃত্যু হয়েছিল বলে খবর৷
বিস্তারিত যে হিসাব দেওয়া হয়েছিল এই ভূমিকম্পের৷ সেখানে বলা হয়, চিনের মোট ৯৭টি কাউন্টিতে প্রায় সব ধ্বংস হয়ে গিয়েছে৷ এর মধ্যে ৫২০ মাইল জুড়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল৷ বলা হয়েছিল, এই প্রদেশের ৬০ শতাংশ মানুষের মৃত্যু হয়েছিল বলে খবর৷

Earthquake Alert: ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান! ৬.৩ তীব্রতা…! ৬ ঘণ্টায় ৮০ কম্পন চিন, জাপান, ফিলিপিন্সে

তাইপেই/টোকিও: একের পর এক ভূমিকম্পে বার বার কেঁপে উঠছে তাইওয়ান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। স্থানীয় সময় অনুযায়ী, সোমবার বিকেল ৫টা ৮মিনিটে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৫।

সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভূমিকম্প এবং ভূমিকম্প পরবর্তী কম্পনের ফলে বার বার কেঁপে উঠছে তাইওয়ান। রিখটার স্কেলে সর্বোচ্চ কম্পনের তীব্রতা ছিল ৬.৩।

চলতি মাসেই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তাইওয়ানে। সোমবার বিকেল ৫টা থেকে মধ্যরাত ১২টার মধ্যে দেশের পূর্ব উপকূলে ৮০টিরও বেশি কম্পন অনুভূত হয়। এর মধ্যে সর্বোচ্চ তীব্রতা রেকর্ড করা হয়েছে ৬.৩ এবং ৬. ভারতীয় সময় অনুযায়ী, রাত ১২টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে এই দুটি ধাক্কাই আঘাত হানে। তাইওয়ানে রাত ছিল ২:২৬ এবং ২:৩২।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে ভূমি থেকে ৫.৫ কিলোমিটার নীচে। ভূমিকম্পে হুয়ালিয়েনের দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বিল্ডিং ধসে পড়ে অন্যটি রাস্তার দিকে ঝুঁকে পড়ে। জাপান, চিন ও ফিলিপিন্সও হালকা কম্পন অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

Earthquake in New York: তাইওয়ানের পর এবার আমেরিকা, সকাল-সকাল কেঁপে উঠল নিউইয়র্ক

নিউইয়র্ক: তাইওয়ানের পর এবার আমেরিকায় আতঙ্ক৷ ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট অনুসারে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের কিছু পরেই নিউ ইয়র্ক সিটি এবং তার আশপাশের অঞ্চল জুড়ে কেঁপে ওঠে৷  রিখটার স্কেলে এই ভূমিকম্পের মান ৪.৮ ছিল৷  মাঝারি মানের  ভূমিকম্পে বাড়িঘর কেঁপে ওঠে।

ইউ.এস.জি.এস. রিপোর্ট জানা গেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেবানন, এনজে,যা ম্যানহাটনের প্রায় ৮০ কিমি পশ্চিমে। ফিলাডেলফিয়া থেকে বোস্টন পর্যন্ত শহরগুলিতে এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। মাটির ১০ কিমি গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল৷

এদিকে ইউরোপিয়ান সিসমোলজি জানিয়েছে ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৫৷

 

এই ভূমিকম্পের পরেই ইস্ট কোস্টের বেশ কয়েকটি বিমানবন্দর অবিলম্বে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷

নিউইয়র্ক পুলিশ বিভাগ বলেছে যে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও  খবর এখনও পর্যন্ত নেই, তবে  সাত সকালে এই ভূমিকম্পে আতঙ্কের শুরু হয়েছে৷  সারা শহর জুড়ে সাইরেন বাজছে৷

Earthquake: তাইওয়ান-চিনের পর এবার ভারত, হিমাচল-কাশ্মীরে বড় ভূমিকম্প! আরও বড় বিপর্যয় আসছে?

সিমলা: ভূমিকম্পে ফের কেঁপে উঠল মাটি। এবার কিন্তু ভারতের। বৃহস্পতিবার রাতে জোরাল ভূমিকম্প অনুভূত হল ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। হিমাচলের পাশাপাশি জম্মু-কাশ্মীরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৩৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় হিমাচল প্রদেশে। মূলত চাম্বা জেলায় ভূমিকম্প হলেও, মানালিতেও সেই কম্পন অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ৭ সেকেন্ডের জন্য এই ভূমিকম্প হয়। প্রসঙ্গত, দিন দুই আগেই শক্তিশালী কম্পনে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্থ হয়েছে তাইওয়ান। এরপর বৃহস্পতিবারই চিনের কিংহাই প্রদেশে বিস্তীর্ণ এলাকা জুড়ে অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৫.৫।

হিমাচল, কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হওয়ার আতঙ্কে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। চাম্বা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত মানালিতেও এই কম্পন টের পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: সাতসকালে থরথর করে কেঁপে উঠল মাটি! ফের শক্তিশালী ভূমিকম্প! তাইওয়ানের পর চিনের কিংহাই

তাইওয়ান, চিনের ভূমিকম্পের পরই আতঙ্ক বাড়ছিল। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া, চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার (CENC) জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা ৩৯ মিনিটে উত্তর-পশ্চিম চিনের কিংহাই প্রদেশের মাংয়া শহরে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। উপকেন্দ্রটি ৩৮.৩৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৯৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল বলে জানা গিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণের রিপোর্টে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। ভূমিকম্প অনুভূত হয় পড়শি চিন, জাপান, ফিলিপিন্সেও। তাইওয়ানে ভূমিকম্পে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হাজার পার করেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দ্বীপরাষ্ট্র জুড়ে। কমপক্ষে শতাধিক বাড়িঘর ভেঙে গিয়েছে বলেই জানা গিয়েছে। ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতাও জারি করা হয় জাপান-ফিলিপিন্সে। তবে শেষ অবধি সুনামি আছড়ে পড়েনি।

Earthquake: সাতসকালে থরথর করে কেঁপে উঠল মাটি! ফের শক্তিশালী ভূমিকম্প! তাইওয়ানের পর চিনের কিংহাই

বেজিং: ভূমিকম্পে ফের কেঁপে উঠল মাটি। গতকালই শক্তিশালী কম্পনে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্থ হয়েছে তাইওয়ান। আজ ফের ভূমিকম্প। বৃহস্পতিবার চিনের কিংহাই প্রদেশে বিস্তীর্ণ এলাকা জুড়ে অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫।

চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া, চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার (CENC) জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা ৩৯ মিনিটে উত্তর-পশ্চিম চিনের কিংহাই প্রদেশের মাংয়া শহরে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আরও পড়ুন: গরমে কুঁজোর জল ঠান্ডা হচ্ছে না…? ‘এই’ টিপসটি মোক্ষম! মুহূর্তে বরফশীতল! ফ্রিজের জলকে দশ গোল দেবে

উপকেন্দ্রটি ৩৮.৩৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৯৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল বলে জানা গিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণের রিপোর্টে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: গরমে AC চালিয়ে পকেট খালি…? একদম কম আসবে ইলেকট্রিক বিল! এই ৫ টিপস মোক্ষম! ছোট্ট কাজেই কেল্লাফতে

প্রসঙ্গত, বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। ভূমিকম্প অনুভূত হয় পড়শি চিন, জাপান, ফিলিপিন্সেও। তাইওয়ানে ভূমিকম্পে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হাজার পার করেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দ্বীপরাষ্ট্র জুড়ে। কমপক্ষে শতাধিক বাড়িঘর ভেঙে গিয়েছে বলেই জানা গিয়েছে। ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতাও জারি করা হয় জাপান-ফিলিপিন্সে। তবে শেষ অবধি সুনামি আছড়ে পড়েনি।

Earthquake: সাতসকালে কেঁপে উঠেছে তাইওয়ান, ব্যাপক ক্ষয়ক্ষতি! বিশ্বের ভয়াবহ ৫ ভূমিকম্পের তালিকা দেখে নিন

ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। ভেঙে পড়েছে একাধিক বাড়ি, বড় বড় দোকান। ধবসে পড়া বাড়িতে আটকে রয়েছেন বহু মানুষ। শুরু হয়েছে উদ্ধার কাজ। আহত কয়েক হাজার। বিধ্বস্ত শহরের ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে কেঁপে ওঠে তাইওয়ান। ভূমিকম্পের কারণে ৩ মিটার পর্যন্ত সুনামির ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জারি করেছে সতর্কতা। তাইওয়ানের মতোই অতীতে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী রয়েছে ৫ দেশ, যার ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে কেঁপে গিয়েছিল গোটা বিশ্ব। Photo Courtesy: AP
ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। ভেঙে পড়েছে একাধিক বাড়ি, বড় বড় দোকান। ধবসে পড়া বাড়িতে আটকে রয়েছেন বহু মানুষ। শুরু হয়েছে উদ্ধার কাজ। আহত কয়েক হাজার। বিধ্বস্ত শহরের ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে কেঁপে ওঠে তাইওয়ান। ভূমিকম্পের কারণে ৩ মিটার পর্যন্ত সুনামির ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জারি করেছে সতর্কতা। তাইওয়ানের মতোই অতীতে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী রয়েছে ৫ দেশ, যার ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে কেঁপে গিয়েছিল গোটা বিশ্ব। Photo Courtesy: AP
১৯৬০ সালে চিলির ভূমিকম্প: মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হল ভালদিভিয়া ভূমিকম্প যা গ্রেট চিলি ভূমিকম্প নামে পরিচিত। ১৯৬০ সালের ২২ মে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে দক্ষিণ চিলির ভাল্ভাদিয়া শহর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৯.৫। ভূমিকম্পের ফলে মারাত্মক সুনামি হয়। মৃত্যু হয় আনুমানিক ৫,৭০০ মানুষের। গৃহহীন হন ২ মিলিয়ন মানুষ। ৫৫০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়।
১৯৬০ সালে চিলির ভূমিকম্প: মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হল ভালদিভিয়া ভূমিকম্প যা গ্রেট চিলি ভূমিকম্প নামে পরিচিত। ১৯৬০ সালের ২২ মে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে দক্ষিণ চিলির ভাল্ভাদিয়া শহর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৯.৫। ভূমিকম্পের ফলে মারাত্মক সুনামি হয়। মৃত্যু হয় আনুমানিক ৫,৭০০ মানুষের। গৃহহীন হন ২ মিলিয়ন মানুষ। ৫৫০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়।
১৯৬৪ সালে গ্রেট আলাস্কা ভূমিকম্প: ১৯৬৪ সালের ২৭ মার্চ গুড ফ্রাইডের দিন কেঁপে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা। প্রায় চার মিনিটের ভূমিকম্পে ধূলিস্যাৎ হয়ে যায় রাজধানী অ্যাঙ্কোরেজ। এটাকেই বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প মনে করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৯.২। রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের কারণে ১১৫ জনের মৃত্যু হয়। Photo Courtesy: AP
১৯৬৪ সালে গ্রেট আলাস্কা ভূমিকম্প: ১৯৬৪ সালের ২৭ মার্চ গুড ফ্রাইডের দিন কেঁপে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা। প্রায় চার মিনিটের ভূমিকম্পে ধূলিস্যাৎ হয়ে যায় রাজধানী অ্যাঙ্কোরেজ। এটাকেই বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প মনে করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৯.২। রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের কারণে ১১৫ জনের মৃত্যু হয়। Photo Courtesy: AP
২০০৪ সালে সুমাত্রা-আন্দামান আইল্যান্ড ভূমিকম্প: সুমাত্রা-আন্দামান দ্বীপপুঞ্জের ভূমিকম্প বা ভারত মহাসাগরের ভূমিকম্প উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে আঘাত হেনেছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৯.১। ভূমিকম্পের কারণে সুনামিতে দক্ষিণ পূর্ব এশিয়ার ১৪টি দেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ হারান ২,৪০,০০০ মানুষ। Photo: Collected
২০০৪ সালে সুমাত্রা-আন্দামান আইল্যান্ড ভূমিকম্প: সুমাত্রা-আন্দামান দ্বীপপুঞ্জের ভূমিকম্প বা ভারত মহাসাগরের ভূমিকম্প উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে আঘাত হেনেছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৯.১। ভূমিকম্পের কারণে সুনামিতে দক্ষিণ পূর্ব এশিয়ার ১৪টি দেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ হারান ২,৪০,০০০ মানুষ। Photo: Collected
২০১১ সালের তোহোকু ভূমিকম্প: ২০১১ সালের ১১ মার্চ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। ভূমিকম্পের ফলে সুনামিতে ৪০ মিটার পর্যন্ত বিশাল ঢেউ তৈরি হয়। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, দুর্যোগের ফলে ১৫,৫০০ জনেরও বেশি নিহত এবং ৪,৫০,০০০ গৃহহীন হন। Photo Courtesy: Wikipedia
২০১১ সালের তোহোকু ভূমিকম্প: ২০১১ সালের ১১ মার্চ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। ভূমিকম্পের ফলে সুনামিতে ৪০ মিটার পর্যন্ত বিশাল ঢেউ তৈরি হয়। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, দুর্যোগের ফলে ১৫,৫০০ জনেরও বেশি নিহত এবং ৪,৫০,০০০ গৃহহীন হন। Photo Courtesy: Wikipedia
১৯৫২ সালের কামচাটকা ভূমিকম্প: ৯.০ মাত্রার ভূমিকম্পের ফলে ১৯৫২ সালের ৪ নভেম্বর পূর্ব রাশিয়ায় কামচাটকায় সুনামি হয়। ধ্বংস হয়ে যায় কুরিল দ্বীপপুঞ্জ। ১৫ হাজার মানুষ প্রাণ হারান। Photo: Collected
১৯৫২ সালের কামচাটকা ভূমিকম্প: ৯.০ মাত্রার ভূমিকম্পের ফলে ১৯৫২ সালের ৪ নভেম্বর পূর্ব রাশিয়ায় কামচাটকায় সুনামি হয়। ধ্বংস হয়ে যায় কুরিল দ্বীপপুঞ্জ। ১৫ হাজার মানুষ প্রাণ হারান। Photo: Collected

Taiwan Earthquake: পরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ি, প্রবল কম্পনে চরমে আতঙ্ক, রইল তাইওয়ান ভূমিকম্পের ফটো

২৫ বছরের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প৷ কেঁপে গেল তাইওয়ান৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৫৷  বুধবার তাইওয়ানে প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চার হয়েছে এই মুহূর্তে- এমনটাই  জানিয়েছে জাতীয় দমকল সংস্থা। Photo- AP
২৫ বছরের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প৷ কেঁপে গেল তাইওয়ান৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৫৷  বুধবার তাইওয়ানে প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চার হয়েছে এই মুহূর্তে- এমনটাই  জানিয়েছে জাতীয় দমকল সংস্থা। Photo- AP
ভূমিকম্পের কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টিতে মৃত্যুগুলো ঘটেছে, তাদের মধ্যে তিনজন হাইকিং ট্রেইলে এবং একজন হাইওয়ে টানেলে মারা গেছে। ৩ এপ্রিল স্থানীয় সময় সকাল আটটায় প্রবলভাবে কেঁপে ওঠে তাইওয়ান৷ Photo- AP
ভূমিকম্পের কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টিতে মৃত্যুগুলো ঘটেছে, তাদের মধ্যে তিনজন হাইকিং ট্রেইলে এবং একজন হাইওয়ে টানেলে মারা গেছে। ৩ এপ্রিল স্থানীয় সময় সকাল আটটায় প্রবলভাবে কেঁপে ওঠে তাইওয়ান৷ Photo- AP
এই মারাত্মক ভূমিকম্পের পরেই জাপানের পক্ষ থেকে সুনামি অ্যালার্ট জারি করা হয়েছে৷ হুয়ালিয়নে যে কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি সেখানে অন্তত ৫০ জন আহত হয়েছেন৷ Photo- AP
এই মারাত্মক ভূমিকম্পের পরেই জাপানের পক্ষ থেকে সুনামি অ্যালার্ট জারি করা হয়েছে৷ হুয়ালিয়নে যে কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি সেখানে অন্তত ৫০ জন আহত হয়েছেন৷ Photo- AP
অন্তত ২৬ ট বাড়ি ভেঙে পড়েছে, যার বেশিরভাগ হুয়ালিয়নেই৷ মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে তাইওয়ানের ১৮ কিমি দূরে হুয়ালিয়ানের কাছে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র৷ যার উৎসস্থল মাটির তলার ৩৪.৮ কিমি ভিতরে ছিল৷ জাপানের সিসমোলজি বিভাগের পক্ষ থেকে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৭ বলা হয়েছে৷ Photo- AP
অন্তত ২৬ ট বাড়ি ভেঙে পড়েছে, যার বেশিরভাগ হুয়ালিয়নেই৷ মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে তাইওয়ানের ১৮ কিমি দূরে হুয়ালিয়ানের কাছে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র৷ যার উৎসস্থল মাটির তলার ৩৪.৮ কিমি ভিতরে ছিল৷ জাপানের সিসমোলজি বিভাগের পক্ষ থেকে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৭ বলা হয়েছে৷ Photo- AP
এদিকে এই প্রবল ভূমিকম্পে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়৷ লক্ষ লক্ষ মানুষ ব্যস্ত সময় বাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে এসে রাস্তায় ভিড় জমান৷  Photo- AP
এদিকে এই প্রবল ভূমিকম্পে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়৷ লক্ষ লক্ষ মানুষ ব্যস্ত সময় বাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে এসে রাস্তায় ভিড় জমান৷  Photo- AP

Earthquake News: ভয়াবহ ঝড়ের ক্ষতির পর ভূমিকম্পে কেঁপে উঠল দুই জেলা! আতঙ্ক

কোচবিহার: ভয়াবহ ঝড়ের পরেই এবার ভূমিকম্পে কেঁপে উঠলো আলিপুরদুয়ার ও কোচবিহার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮। এদিন বিকেল ৫টা বেজে ১৫ মিনিটে কেঁপে ওঠে ওই এলাকা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আলিপুরদুয়ার বলেই জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির ঘটনার খবর প্রকাশ্যে আসেনি। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে দুই জেলায়। তবে একের পর এক এভাবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে রীতিমত সতর্ক রয়েছে প্রশাসনও।

কোচবিহার দুই বাসিন্দা সৌরভ বর্মন ও বিশ্বজিৎ দত্ত জানান, “আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার কোন প্রভাব পড়ে নেই কোচবিহার জেলায়। দুই জেলা সাধারণ মানুষ কিছুটা ভূমিকম্প অনুভূত করার ফলে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে দুই জেলার মানুষের মধ্যে।

তবে কোচবিহারের ভূমিকম্প খুব একটা অনুভূত হয়নি।\” এর আগে গত মাসে একবার কিছুটা কম্পন অনুভূত হয়েছিল আলিপুরদুয়ার জেলায়। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল ২.৫। রবিবার ভয়াবহ ঝড়ে কার্যত তছনছ হয়ে যায় আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এবং কোচবিহারের বহু এলাকা। জলপাইগুড়িতে মৃত্যুর ঘটনাও ঘটে। আহতও হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে অনেকেরই চিকিৎসা চলছে হাসপাতালে। এমনকী একাধিক জনকে অন্যত্র স্থানান্তরিতও করা হয়েছে।

খবর পেয়ে রাতেই জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই জলপাইগুড়িতে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। একইসঙ্গে দেখা করেন আহতদের সঙ্গেও। এরপর এদিন আলিপুরদুয়ার যান মুখ্যমন্ত্রী। সেখানে ঝড়ে কবলিত এলাকাগুলি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি প্রাথমিক স্কুলের ত্রাণ শিবিরে গিয়ে কথা বলেন পিড়িতদের সঙ্গে। জরুরি পরিস্থিতিতে প্রশাসন যাবতীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সার্থক পন্ডিত ও অন্যান্য দে

Earthquake in North Bengal: টর্নেডোর তাণ্ডবের মধ্যেই উত্তরবঙ্গে এবার ভূমিকম্প, প্রবল আতঙ্ক! কাঁপল কোথায় কোথায়?

আলিপুরদুয়ার: মুহূর্তের মিনি টর্নোডোয় তছনছ উত্তরবঙ্গের একাধিক এলাকা। আচমকা ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড এলাকা পরিদর্শনে মাঠে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতেই জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছেন তিনি। সোমবার জলপাইগুড়িতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে এবার ভূমিকম্প। কেঁপে উঠল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, ফালাকাটর কিছু অংশ।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৮। এদিন বিকেল ৫টা ১৫ বেজে ৫৫ মিনিটে কেঁপে ওঠে ওই এলাকা। ভূমিকম্পের উৎপত্তিস্থল আলিপুরদুয়ার বলেই জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। সতর্ক রয়েছে প্রশাসনও।

আরও পড়ুন: ‘মমতা যা পারেন, তা কেউ পারে না! ভোট না দিলেও মমতা আসবেন’, দুর্যোগে দুর্গতদের আশ্বাস অভিষেকের

প্রসঙ্গত, রবিবার বিকালে আকস্মিক ঝড়ে তছনছ হয়ে যায় জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধুপগুড়ি। ঝড়ের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, একটা কালো কুণ্ডলীকৃত ধোঁয়ার মতো বিষয় গোটা এলাকা গ্রাস করছে। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা বলছেন, এই ঝড় কালবৈশাখী নয়, সেক্ষেত্রে এটি মিনি টর্নেডো হতে পারে।

আরও পড়ুন: জলপাইগুড়ির ঝড়ে প্রাণ ঝরেছে ৫, উত্তরবঙ্গে লাগাতার ঝড়-বৃষ্টির সতর্কতা! জানুন আবহাওয়ার বড় খবর

ঘড়ির কাঁটায় সবে তিনটে পেরিয়েছে। রবিবার আচমকা কালো হয়ে যায় জলপাইগুড়ির আকাশ। কুণ্ডলী পাকিয়ে ছুটে আসা ঝড় মুহূর্তে তছনছ করে দেয় এলাকা। ফের সোমবার উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গে।

ভারতের দু-দুটি রাজ্যে ভূমিকম্প! ভোররাতে কেঁপে উঠল মাটি! কম্পনের তীব্রতা কত? ছড়াল আতঙ্ক!

ইটানগর, মুম্বই: বৃহস্পতিবার ভোররাতে উত্তর পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশে দু’দুবার ভূমিকম্প অনুভূত হয়। কম্পন অনুভূত হয়েছে মহারাষ্ট্রেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে বৃহস্পতিবার অরুণাচল প্রদেশে বিভিন্ন সময়ে কম্পন অনুভূত হয়েছে, যার কারণে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। যদিও এখনও পর্যন্ত এই দুই রাজ্যে ভূমিকম্পের কারণে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার গভীর রাতে ১:৪৯ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৭। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং, যার গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। একই সময়ে, মাত্র দু’ ঘণ্টা পর দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়।

আরও পড়ুন: মাখনের মতো গলবে মেদ…! জিম-ডায়েট ছাড়ুন! ২১ দিনেই চমকে দেবে ‘আয়ুর্বেদিক’ ফর্মুলা! আয়নায় নিজেকে চিনতে পারবেন না

অরুণাচল প্রদেশের পর সকাল সকাল মহারাষ্ট্রেও কেঁপে ওঠে মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আখড়া বালাপুর এলাকা। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের নান্দেদ এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ১০ সেকেন্ড ধরে কাঁপতে থাকে মাটি। শক্তিশালী ভূমিকম্পের জেরে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। নান্দেদ ছাড়াও পারভানি ও হিঙ্গোলিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বৃহস্পতিবার।