: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা৷ তামিলনাড়ুর উপকূল বরাবর তৈরি হয়ে রয়েছে এই নিম্নচাপ তৈরির পরিস্থিতি৷ এই পরিস্থিতিতে এখন বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে তামিলনাড়ুর অভ্যন্তরে মধ্য ট্রপোস্ফিয়ার স্তরে নিম্নচাপ তৈরি হয়ে রয়েছে৷ Photo Courtesy- IMD/ Satellite Image
এটি একটি উচ্চতা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে৷ এদিকে ১৩ তারিখ পর্যন্ত সাইক্লোনিক সার্কুলেশনটি বা ঘূর্ণাবর্তটি একই জায়গায় অবস্থান করছে৷ এরই প্রভাবে সোমবারই একটি নতুন নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে৷ Photo- File
আগামী ৪৮ ঘণ্টায় এটি সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করবে যার জেরে তামিলনাড়ু, পুদুচেরি, এবং সন্নিহিত অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে৷ Photo- File
এদিকে শারদোৎসবের শেষ দিনে আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে সরকারিভাবে পশ্চিমবঙ্গ থেকে মৌসুমী বায়ু ফিরে গেছে৷ তবে ইতঃস্তত বিক্ষিপ্ত বৃষ্টি থেকে এখনই মুক্তি নেই৷ Photo- File
অসমের উপর এখনও একটি আপার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে৷ এটি অসম ও তার পার্শ্ববর্তী এলাকায় বিস্তৃত রয়েছে৷ শারদ উৎসবের শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে দক্ষিণের একাধিক জায়গা। কিছুটা হলেও পরিবর্তন হয়েছে তাপমাত্রার। পুজোতে সেভাবে বৃষ্টি হয়নি পুরুলিয়াতে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই জেলা পুরুলিয়ায়। Photo- File
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, জেলা জুড়ে বহাল রয়েছে। এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সুত্রে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। আপাতত মোটের ওপর শুষ্ক থাকছে আবহাওয়া। Photo- File
বিগত দিনের বৃষ্টির দাপট অনেকখানি কমেছে দক্ষিণে। টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা আর নেই দক্ষিণের একাধিক জায়গায়। ধীরে ধীরে এবার বিদায় নিতে পারে বৃষ্টি এমনটাই মত আবহাওয়া দফতরের। এইদিন হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা , দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। Photo- File
ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরের অন্যান্য জেলাগুলি শুষ্ক থাকছে। Photo- File
হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের একাধিক জায়গা। বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে আগামী কয়েক দিনের মধ্যে। টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই জেলা পুরুলিয়াতেও। Input- Sharmistha Banerjee
Post navigation
Just another WordPress site