হাতে পয়সা থাকছে না? সমাধানের উপায় জানুন

Vastu Tips: শত পরিশ্রমের পরও হাতে থাকছে না টাকা, জলের মতো খরচ হচ্ছে! মা লক্ষ্মীকে খুশি করে তুড়িতে করুন সমস্যার সমাধান

বাস্তু শাস্ত্র একটি প্রাচীন বিজ্ঞান, যা ব্যক্তির জীবনে সুখ, শান্তি, সম্পদ ও অর্থনৈতিক উন্নতি আনে। বাস্তু শাস্ত্র অনুযায়ী, জল, অগ্নি, আকাশ, বায়ু এবং পৃথিবী—এই পাঁচটি উপাদানের সঠিক ভারসাম্য থাকলে জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি আসে। এই উপাদানের ভারসাম্য বিঘ্নিত হলে, ব্যক্তি কঠোর পরিশ্রম করলেও ফল পায় না। অর্থ আসে, কিন্তু তা হাতেই স্থায়ী হয় না। ফলে ব্যক্তি সমস্যার সম্মুখীন হন। বাস্তু শাস্ত্রে ধন সমস্যা সমাধানের জন্য অনেক উপায় বর্ণিত হয়েছে। আসুন, জ্যোতিষাচার্যের মাধ্যমে ধন প্রাপ্তির সহজ বাস্তু উপায় জানা যাক।
বাস্তু শাস্ত্র একটি প্রাচীন বিজ্ঞান, যা ব্যক্তির জীবনে সুখ, শান্তি, সম্পদ ও অর্থনৈতিক উন্নতি আনে। বাস্তু শাস্ত্র অনুযায়ী, জল, অগ্নি, আকাশ, বায়ু এবং পৃথিবী—এই পাঁচটি উপাদানের সঠিক ভারসাম্য থাকলে জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি আসে। এই উপাদানের ভারসাম্য বিঘ্নিত হলে, ব্যক্তি কঠোর পরিশ্রম করলেও ফল পায় না। অর্থ আসে, কিন্তু তা হাতেই স্থায়ী হয় না। ফলে ব্যক্তি সমস্যার সম্মুখীন হন। বাস্তু শাস্ত্রে ধন সমস্যা সমাধানের জন্য অনেক উপায় বর্ণিত হয়েছে। আসুন, জ্যোতিষাচার্যের মাধ্যমে ধন প্রাপ্তির সহজ বাস্তু উপায় জানা যাক।
ধনের স্থায়িত্বের জন্য উপায়আমরা সবাই টাকা পয়সা রাখার জন্য পার্স বা মানি ব্যাগ ব্যবহার করে থাকি৷ সেটা বিভিন্ন রঙ-এর হতে পারে৷ তহে আচার্য মুকুল রস্তোগী জানিয়েছেন এক বিশেষ রঙ-এর কথা৷ তার মতে,  টাকা পয়সা যাতে হাতে থাকে তার জন্য প্রতিটি ব্যক্তির উচিত একটি সবুজ রঙের পার্স ব্যবহার করা এবং তাতে কিছু টাকা রেখে দেওয়া।
ধনের স্থায়িত্বের জন্য উপায় – আমরা সবাই টাকা পয়সা রাখার জন্য পার্স বা মানি ব্যাগ ব্যবহার করে থাকি৷ সেটা বিভিন্ন রঙ-এর হতে পারে৷ তহে আচার্য মুকুল রস্তোগী জানিয়েছেন এক বিশেষ রঙ-এর কথা৷ তার মতে,  টাকা পয়সা যাতে হাতে থাকে তার জন্য প্রতিটি ব্যক্তির উচিত একটি সবুজ রঙের পার্স ব্যবহার করা এবং তাতে কিছু টাকা রেখে দেওয়া।
ধন লাভের সহজ উপায়বাস্তু শাস্ত্রের মতে, হাতে ধন ধরে রাখার জন্যে ব্যক্তিকে সবুজ রঙের কলম ব্যবহার করতে হবে৷ আর সেটা দিয়েই লেখা-পড়ার কাজ করতে হবে তাকে। আপনি যা কিছু লিখছেন, সেটি সবুজ রঙের কলমে লিখুন। নিজের সঙ্গে সবসময় এই কলম রেখে দিন৷
ধন লাভের সহজ উপায় – বাস্তু শাস্ত্রের মতে, হাতে ধন ধরে রাখার জন্যে ব্যক্তিকে সবুজ রঙের কলম ব্যবহার করতে হবে৷ আর সেটা দিয়েই লেখা-পড়ার কাজ করতে হবে তাকে। আপনি যা কিছু লিখছেন, সেটি সবুজ রঙের কলমে লিখুন। নিজের সঙ্গে সবসময় এই কলম রেখে দিন৷
অর্থনৈতিক সমৃদ্ধির জন্য করুন এই সহজ উপায়ধন লাভের জন্য আপনার রান্নাঘরে লবণের দুটি ডিব্বা রাখতে হবে, যাতে একটি ডিব্বায় লবণ সর্বদা ভর্তি রাখা হয়। খেয়াল রাখবেন, সেই ডিব্বা থেকে লবন যেন ব্যবহার না করা হয় এবং সেই ডিব্বার লবন যেন কখনও না খরচ করা হয়৷ 
অর্থনৈতিক সমৃদ্ধির জন্য করুন এই সহজ উপায় – ধন লাভের জন্য আপনার রান্নাঘরে লবণের দুটি ডিব্বা রাখতে হবে, যাতে একটি ডিব্বায় লবণ সর্বদা ভর্তি রাখা হয়। খেয়াল রাখবেন, সেই ডিব্বা থেকে লবন যেন ব্যবহার না করা হয় এবং সেই ডিব্বার লবন যেন কখনও না খরচ করা হয়৷
এই উপায়ে বাড়বে ধনের আগমনআমরা প্রত্যেকেই খাদের ব্যাপারে খুঁত খুঁত করে থাকি৷ তবে মনে রাখবেন, আপনি গোটা সপ্তাহে যাই খান না কেন, অন্তত দুই দিন আপনার খাদ্য দই-ভাত রাখতেই হবে। ধারণা করা হয়,  এই দই ভাত খাওয়া না কি খুব ভালো৷ এটি করার ফলে বাড়িতে মা লক্ষ্মীর বাস ঘটে।
এই উপায়ে বাড়বে ধনের আগমন – আমরা প্রত্যেকেই খাদের ব্যাপারে খুঁত খুঁত করে থাকি৷ তবে মনে রাখবেন, আপনি গোটা সপ্তাহে যাই খান না কেন, অন্তত দুই দিন আপনার খাদ্য দই-ভাত রাখতেই হবে। ধারণা করা হয়,  এই দই ভাত খাওয়া না কি খুব ভালো৷ এটি করার ফলে বাড়িতে মা লক্ষ্মীর বাস ঘটে।
অর্থনৈতিক লাভের জন্য কি করবেনঅর্থনৈতিক সমৃদ্ধি ও ধনের স্থায়িত্বের জন্য ব্যক্তিকে প্রতিদিন পরিষ্কার ধোয়া কাপড় পরতে হবে এবং একই দিনের কাপড় পুনরায় পরিধান করা উচিত নয়।
অর্থনৈতিক লাভের জন্য কি করবেন – অর্থনৈতিক সমৃদ্ধি ও ধনের স্থায়িত্বের জন্য ব্যক্তিকে প্রতিদিন পরিষ্কার ধোয়া কাপড় পরতে হবে এবং একই দিনের কাপড় পুনরায় পরিধান করা উচিত নয়।
ধন লাভের জন্য বাস্তু উপায়ধন লাভের জন্য রবিবার ছাড়া প্রতিদিন পিপল গাছের উপর জল দেওয়া উচিত। ধারণা করা হয়, এটি করার ফলে অর্থের আগমন বৃদ্ধি পায়।
ধন লাভের জন্য বাস্তু উপায় – ধন লাভের জন্য রবিবার ছাড়া প্রতিদিন পিপল গাছের উপর জল দেওয়া উচিত। ধারণা করা হয়, এটি করার ফলে অর্থের আগমন বৃদ্ধি পায়।
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷