বৃষ্টির শেষ ইনিংস ধরে এল। একাদশীর প্রতিমা নিরঞ্জন বেলায় হিসাব মতো শেষ বর্ষণ, এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার, দুর্গাপুজা শেষে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিচ্ছে বর্ষা। কেমন থাকবে বাংলার পরবর্তী আবহাওয়া? জানাচ্ছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।সাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণাবর্ত! একাধিক রাজ্য কাঁপাবে বৃষ্টি? পুজোর শেষে বঙ্গের দশা কী হবে? জেনে নিন আবহাওয়ার বড় আপডেট।
বাংলা থেকে বর্ষা বিদায়! বর্ষা বিদায় নিলেও বিক্ষিপ্ত দুর্ভোগ। মঙ্গলবার কার্নিভালে বৃষ্টির পূর্বাভাস। আগামিকাল বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। উপকূলের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং- কালিম্পং-সহ পার্বত্য এলাকাতেও হালকা বৃ্ষ্টি।
পুজোর দিনগুলিতে খুব একটা বেগ পেতে হয়নি বৃষ্টির জন্য। তবে বৃষ্টি এখনই সম্পূর্ণ বিদায় নিচ্ছে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। রবিবারও রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। দূরে সরছে বর্ষা। তবে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই। ফের সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত। একাধিক সিস্টেম সক্রিয়। যার জেরে আবহাওয়ার বিরাট বদলের আশঙ্কা। মৌসম ভবনের আপডেট অনুযায়ী, তামিলনাড়ু, অরুনাচল প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।