খেলা IND vs NZ 1st Test: প্রথম টেস্টের আগে রোহিত-কোহলিকে নিয়ে চিন্তা! কী করবেন টিম ইন্ডিয়ার দুই মহাতারকা Gallery October 15, 2024 Bangla Digital Desk ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করার লক্ষ্যে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার কাছে। বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল ভারতীয় দল। তবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের শক্তির যে আকাশ-পাতাল পার্থক্য তা ভাল করেই জানে টিম ইন্ডিয়া। তবে ঘরের মাঠে ফের নিজেদের দাপট দেখানোর বিষয়ে আত্মবিশ্বাসী ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের যদি কোনও চিন্তার বিষয় থাকে তাহলে তা হল রোহিত শর্ম ও বিরাট কোহলির অফ ফর্ম। বাংলাদেশের বিরুদ্ধে ৪ ইনিংসে রোহিতের স্কোর ৬, ৫, ২৩, ৮। কোহলির স্কোর ৬, ১৭, ৪৭ ও অপরাজিত ২৯। রোহিত এই বছর ১৫টি টেস্ট ইনিংস খেলেছেন। তার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি। বাকি ১৩টিতে মাত্র একটি অর্ধশতরান করতে পেরেছেন ভারত অধিনায়ক। প্রায় ৩৫ গড়ে মোট করেছেন ৪৯৭ রান। যা একেবারেই রোহিত সুলভ পারফরম্যান্স নয়। উল্টোদিকে, এই বছর দ্বিতীয় সন্তান হওয়ার কারণে বেশ কিছু সময় বিরতিতে ছিলেন বিরাট কোহলি। মোট ৬টি টেস্ট ইনিংস বিরাট কোহলি খেললেও একটি অর্ধশতরানও করতে পারেননি। এই বছর সর্বোচ্চ স্কোর কোহলির ৪৭। নিউজিল্যান্ড সিরিজে চেনা ফর্মে ফিরতে মরিয়া রোহিত শর্মা ও বিরাট কোহলি। নেটে ব্যাটিং অনুশীলনে দীর্ঘসময় ঘাম ঝরিয়েছেন দুজনেই। দুই মহাতারকার ব্যাটে বড় ইনিংস দেখার অপেক্ষায় ফ্যানেরা।