Tag Archives: IND vs NZ

Viral Video: ‘আরে দাদা মদ খেয়ে নাকি’ ড্রেসিং রুমে রোহিতের নাচ সুপার ভাইরাল

মুম্বই: ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে দুরন্ত জয় ভারতের৷ ৭০ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে রোহিত এন্ড কোং৷ এদিনের ম্যাচে যেদিকেই তাকানো যায় ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের মণি মুক্তো ছড়ানো রয়েছে৷ বিরাট কোহলি তাঁর কেরিয়ারের ৫০ তম সেঞ্চুরি করে খোদ মাস্টারব্লাস্টারের নজর কেড়ে নেন। বিশ্বকাপে পরপর দুটি সেঞ্চুরি সেরে নেন মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারও। মাত্র  ৭০ বলে  আটটি ছক্কা ও চারটি চারের সাহায্যে তিনি করেন ১০৫ রান।

 ভারত এদিন ৩৯৮ রানের বিশাল টার্গেট দিয়েছিল তাতে গুরুত্বপূর্ণ অবদান শ্রেয়স আইয়ারের। এদিনের সেমিফাইনালের একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, যেখানে অধিনায়ক রোহিত শর্মাকে আইয়ারের সেঞ্চুরিতে নিজের স্টাইলে নাচতে দেখা যাচ্ছে। এমন নাচ যা দেখে নেটিজেনদের মন্তব্য আরে দাদা মদ্যপ নাকি!

আরও পড়ুন – Babar Azam Resigns: পাকিস্তানের পুরনো খেলা! এবার পদ ছাড়লেন খোদ অধিনায়ক বাবর, লিখলেন আবেগ ভরা মেসেজ

রইল সেই ভাইরাল ভিডিও

ভিডিওটি যাঁরা দেখেছেন তাঁরা বারবার দেখছেন এই ভিডিও, আর নিজেদের রিঅ্যাকশনও দিচ্ছেন৷   আসলে, রোহিত শর্মাকে আইয়ারের সেঞ্চুরিতে আনন্দে নাচতে দেখা যায়। ম্যাচে দলের পারফরম্যান্সে দারুণ খুশি হিটম্যান। ফ্যানরা বলছেন যে রোহিত সবচেয়ে সুন্দর অধিনায়ক, অন্যরা মদ্যপানে তার নাচ সম্পর্কে মজার প্রতিক্রিয়া দিতে শুরু করে।

সকলেরই বক্তব্য আরে দাদা পিছনে কী কোনও মদ খাওয়ার গান বাজছে নাকি৷

এদিন সেমিফাইনাল ১১৭  রান করেন বিরাট কোহলি। সচিনের ৫০ সেঞ্চুরির রেকর্ড ভাঙা বিরাট, বর্তমান বিশ্বকাপ টুর্নামেন্টে রান তুলতে ব্যস্ত। এদিন  শুভমান গিল ৬৬ বলে ৮০ রান এবং অধিনায়ক রোহিত শর্মা ২৯ বলে ৪৭ রান করেন। ভারত ঘরের মাঠের ফাইনালের টিকিট পেয়ে ফুটছে টগবগ করে৷

IND vs NZ, World Cup Semi Final: সেমিফাইনালের আগে ওয়াংখেড়ে থেকে এল বড় খবর, বড় স্কোর হবে না! পিচের ঘাস হাওয়া

মুম্বই: হাতে আর কয়েক ঘণ্টা, তার মধ্যেই ওয়াংখেড়ে থেকে এল আজকের বিশ্বকাপ সেমিফাইনাল নিয়ে মেগা নিউজ৷ ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে স্লো পিচ দেখা যাবে। টিম ম্যানেজমেন্ট বিসিসিআই কিউরেটরকে পিচ থেকে ঘাস ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে৷  নেদারল্যান্ডসের বিরুদ্ধে  গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের পরেই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ওয়াংখেড়ে স্টেডিয়ামের কিউরেটরকে নিজেদের পছন্দের কথা জানিয়েছিল।

IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI ICC World Cup 2023 Final  LIVE Score Updates

২০২৩ সালের বিশ্বকাপে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এ পর্যন্ত ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ব্যাট করা দলগুলিই জিতেছে৷  ৩ ম্যাচে সন্ধ্যার প্রথম ২০ ওভারে ফাস্ট বোলাররা অনেক সাহায্য পেয়েছিলেন। প্রথম ইনিংসের গড় স্কোর ৩৫০ রানের বেশি হয়েছে। এমতাবস্থায় সেমিফাইনালে এখানে বড় স্কোর দেখা যাওয়ার সম্ভাবনা কম।

 

আরও পড়ুন –Mohammed Shami and Hasin Jahan: পারফরম্যান্স কী এসে যায়! ‘টাকা বেশি কামালে আমাদেরই লাভ’- শামিকে নিয়ে বোমা হাসিনের, ভাইরাল ভিডিও

বিসিসিআই কিউরেটররা বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ভেন্যুতে পিচ দেখাশোনা করার জন্য একটি দল গঠন করেছেন। আইসিসিও প্রতিটি ভেন্যুতে ম্যাচের জন্য তাদের বিশেষজ্ঞদের পাঠিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা বলেছেন যে টিম ইন্ডিয়া মুম্বই পৌঁছনোর আগেই কিউরেটরদের ধীর গতির ট্র্যাক প্রস্তুত করার নির্দেশ দিয়েছিল। তবে সূত্রের খবর, উইকেটে খুব বেশি টার্ন হবে না৷  এ কারণে পিচ থেকে ঘাস সরানো হয়েছে।

পিচ দেখেছেন কোচ ও অধিনায়ক
মঙ্গলবার পিচ দেখেছেন টিম ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। এরপর, টিম ম্যানেজমেন্ট গ্রাউন্ড স্টাফদের সঙ্গে কথা বলেন এবং অনুশীলন সেশনের পরে মাঠে শিশিরের সঙ্গে লড়তে রাসায়নিক ব্যবহার করা হবে কিনা তা নিয়েও প্রশ্ন করেন৷  চলতি বিশ্বকাপে ওয়াংখেড়েতে তাড়া করা বড় চ্যালেঞ্জ প্রমাণিত হয়েছে।

এদিকে সংবাদমাধ্যমকে রোহিত জানিয়েছেন, যে তিনি দীর্ঘদিন ধরেই এখানকার পিচে খেলছেন। এমন অবস্থায় বিশ্বকাপের কিছু ম্যাচের ভিত্তিতে রান তাড়া করা নিয়ে কিছু বলা ঠিক হবে না। ফলে এখানে টস গুরুত্বপূর্ণ হবে না।

২০২৩ বিশ্বকাপে, টিম ইন্ডিয়া ওয়াংখেড়েতে একটি ম্যাচ খেলেছে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০০ রানেরও বেশি ব্যবধানে জিতেছে। অন্যদিকে, এই ভেন্যুতে ২০২৩ বিশ্বকাপের একটি ম্যাচও খেলেনি নিউজিল্যান্ড।

India vs New Zealand ICC World Cup 2023 Semi Final: ‘ভারতের সব শক্তি-দুর্বলতা জানি, তৈরি সব পরিকল্পনা’, সেমিফাইনালের আগে হুঙ্কার নিউজিল্যান্ডের

মুম্বই: বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় এই ভারতের বিরুদ্ধেই ৪ উইকেটে হারের মুখ দেখতে হয়েছিল নিউজিল্যান্ডকে। কিন্তু সেমিফাইনালের আগে সম্পূর্ণ ভিন্ন মেজাজে কিউইরা। ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ ফর্মুলায় হাঁটল গতবারের রানার্সআপরা। মাঠের বাইরের খেলা বা মাইন্ড গেমে এগিয়ে থাকতে সরাসরি ভারতকে হুঙ্কার দিলেন ব্ল্যাকক্যাপসরা। ভারতকে হারাতে সবরকম পরিকল্পনা তৈরি বলে জানালেন লকি ফার্গুসন।

IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI ICC World Cup 2023 Final  LIVE Score Updates

ওয়াংখেড়েতে মহারণের আগে সাংবাদিক বৈঠকে লকি ফর্গুসন বলেন,”আমরা প্রতিযোগিতায় ভাল ক্রিকেট খেলেছি। কয়েকটা ম্যাচ হেরেছি ঠিকই, কিন্তু তা খুব ক্লোজ ম্যাচ ছিল। সেই কারণেই ম্যাচ হারলেও আমাদের আত্মবিশ্বাস ভাঙেনি। বিরাট কোহলি-রোহিত শর্মাদের হারাতে আমরা পুরোপুরি তৈরি। ভারত কঠিন প্রতিপক্ষ হলেও ওদের হারানো অসম্ভব নয়। আমরা তা পূর্বেও করে দেখিয়েছি।”

এছাড়াও কিউই তারকা পেসার বলেন,”গ্রুপ পর্বে আমরা ভারতের বিরুদ্ধে হেরেছিলাম ঠিকই। কিন্তু সেই ম্যাচেও লড়াই করেছিলাম। কিন্তু সেই হারের কথা মাথায় রয়েছে। তবে আমরা ওদের সব শক্তি-দুর্বলতার কথা জানি। সেইরকমভাবেই প্রতি প্লেয়ার হিসেবে আলাদা আলাদা করে গেম প্ল্যান তৈরি করা হয়েছে। সেই পরিকল্পনাগুলি কাজে লাগলেই ওদের হারানো সম্ভব।”

আরও পড়ুনঃ IND vs NZ Semi Final: বিনা খেলেই বিশ্বকাপের ফাইনালে চলে যেতে পারে টিম ইন্ডিয়া, বিদায় নেবে নিউজিল্যান্ড, জেনে নিন কীভাবে

প্রসঙ্গত, বিশ্বকাপে নিউজিল্যান্ড সবসময় শক্ত গাঁট ভারতের কাছে। গ্রুপ পর্বে ভারতের জয় পাওয়ার আগে পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে কিউিদের বিরুদ্ধে ২০ বছর জয় অধরা ছিল ভারতের। গত বিশ্বকাপেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ফলে এবার বদলার ম্যাচ ভারতের কাছে। তবে ম্যাচের আগে ফার্গুসনের হুঙ্কার হাওয়া গরম করল বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

IND vs NZ: জিও মহম্মদ শামি, সুযোগ পেয়েই আগুন ঝরালেন, নিউজিল্যান্ডের ইনিংসে ২৭৩তেই ফুলস্টপ

ধরমশালা: নিউজিল্যান্ড রবিবার ধরমশালাতে রানের পাহাড়ে চড়ে থাকবে এমনটা ভাবছিলেন অনেক ক্রিকেটবোদ্ধা৷ কিন্তু তখনও বোঝা যায়নি মহম্মদ শামি বিশ্বকাপে বেঞ্চে বসে কতটা আগুন নিজের ভিতরে জমিয়ে রেখেছেন৷ এদিন টসে জিতে ভারত নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায়৷

এদিন শুরুতেই পরপর দুটি উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধাক্কা দেয় ভারতীয় দল৷ ডেভিড কনওয়েকে তুলে নেন মহম্মদ সিরাজ৷ তিনি শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরে যান৷ নিজের প্রথম ওভার বল করতে এসেই উইকেট পান মহম্মদ শামি৷ হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় শামি এদিন প্লেয়িং ইলেভেনের কম্পোজিশনে ঢুকে পড়েন৷ এটা জাস্ট ট্রেলর ছিল৷ তখনও বুঝতে পারেননি ভারতীয় ফ্যানরা৷

এরপর ড্যারেল মিচেলের শতরান হুড়মুড়িয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ডের স্কোরবোর্ড৷ রাচিন রবিন্দ্রার সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর পৌঁছে যায় ১৭৮ রানে৷ ১৯ রানে দু উইকেট খোয়ানো দল তৃতীয় উইকেট হারায় এই সময়ে৷ রবিন্দ্রা ৮৭ বলে ৭৫ রান করে আউট হন৷ এই সময়ে মনে হচ্ছিল ৫০ ওভারে ৩০০-র ওপর স্কোর পার করে দেবে কিউয়িরা৷

আরও পড়ুন –  Cyclone Alert: বঙ্গোপসাগর-আরব সাগর দুই সাগরেই তোলপাড়, সাইক্লোন তৈরি হচ্ছে, বড় তোলপাড়ের ইঙ্গিত

কিন্তু মহম্মদ শামির এদিনের প্ল্যানিং একেবারে অন্যরকম ছিল৷ ৫০ ওভারে ১০ উইকেটে ২৭৩ রান করে৷ ১৩০ রান করে জাঁকিয়ে বসা মিচেলের উইকেট তুলে নেন মহম্মদ শামি৷ এছাড়াও টেল এন্ডকে ছেঁটে ফেলতে খুব বেশি কাঠখড় পোহাতে হয়নি বঙ্গ পেসারকে।

ফলে মাত্র ২৭৩ রানেই প্যাকআপ কিউয়ি ইনিংস৷ ভারতের জয়ের টার্গেট হয় ২৭৪৷

ভারতের সামনে আজ টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াই, কিছু পরিবর্তন হতে পারে দলে

#লখনউ: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরে গিয়ে হতাশা গোপন করেননি ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কদিন আগেও টিম ইন্ডিয়াকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল। ওডিআই সিরিজে শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডকেও হোয়াইটওয়াশ করেছেন রোহিত শর্মারা। তবে টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার সেই ঝাঁঝ হঠাৎ উধাও। শুক্রবার কিউয়িদের কাছে প্রথম ম্যাচে হেরে বেশ চাপে নেতা হার্দিক পান্ডিয়া।

রবিবার লখনউয়ে মরণ-বাঁচন লড়াইয়ে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য ভারতের। টি-২০ সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তারকাদের অনুপস্থিতিতে কিউয়ি স্পিনারদের সামনে রীতিমতো খাবি খেয়েছে ভারতীয় তরুণ ব্রিগেড। ওডিআই সিরিজের ফর্ম টি-২০’তে বজায় রাখতে ব্যর্থ শুভমান গিলও।

তবে বড় চিন্তার কারণ ঈশান কিষান ও দীপক হুদার ব্যর্থতা। বাংলাদেশে দ্বিশতরানের পর আর বড় রান পাননি ঈশান। ওডিআই ও টি-২০ মিলিয়ে শেষ সাত ইনিংসে তাঁর সংগ্রহ যথাক্রমে ৩৭, ২, ১, ৫, ৮, ১৭ ও ৪। এমনটা চলতে থাকলে ঋষভ পন্থের বিকল্প হিসেবে জাতীয় দলে জায়গা পাকা করার সুযোগ হারাবেন তিনি। আর দীপক হুদা তো না হোমে, না যজ্ঞে! লোয়ার মিডল অর্ডারে দলকে ভরসা জোগাতে ব্যর্থ তিনি।

বল হাতেও তথৈবচ। কার্যত একই অবস্থা রাহুল ত্রিপাঠিরও। শুক্রবার খাতাই খুলতে পারেননি তিনি। ছন্দে নেই ক্যাপ্টেন হার্দিকও। তবে টি-২০’তে স্বপ্নের ফর্ম ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। রাঁচিতে ৩৪ বলে ৪৭ রানের ইনিংস উপহার দেন মিস্টার ৩৬০ ডিগ্রি। আর গত ম্যাচে ভারতের বড় প্রাপ্তি অবশ্যই ওয়াশিংটন সুন্দর। অলরাউন্ড পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি।

রবিবার সিরিজে সমতা ফেরাতে এই দু’জনের দিকেই তাকিয়ে থাকবে দল। পাশাপাশি শুভমান-ঈশান ওপেনিং জুটির রানে ফেরার আশায় থাকবেন ক্যাপ্টেন হার্দিক। লখনউয়ের পিচে ব্যাটসম্যানদের জন্য বাড়তি সুবিধা থাকে। তাই রবিবার প্রথম একাদশে আসতে পারেন পৃথ্বী সাউ। সেক্ষেত্রে বসানো হবে ত্রিপাঠি বা হুদাকে। যে করেই হোক আজ নিউজিল্যান্ডকে হারিয়ে নবাবের শহরে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া।

ওয়াশিংটন সতিই সুন্দর ! নিউজিল্যান্ডের কাছে হেরেও তরুণ ক্রিকেটারের প্রশংসায় হার্দিক

#রাঁচি: বছর কয়েক আগে যখন অস্ট্রেলিয়ার মাটিতে গাবায় ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতেছিল ভারত, সেই ম্যাচে ব্যাট হাতে তার লড়াই নজর কেড়েছিল। তামিলনাড়ুর ওয়াশিংটন সুন্দর যে ক্রিকেটার হিসেবে নিজেকে আরও উন্নত করেছেন সেটা দেখা গিয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৭৬ রান করে নিউজিল্যান্ড।

ওপেনার ডেভন কনওয়ে ৫২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন ড্যারিল মিচেল। ভারতের হয়ে চার ওভারে মাত্র ২২ রান দিয়ে দুটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি অসাধারণ ক্যাচ ধরেন তিনি। ম্যাচ শেষে হার্দিক জানালেন, কেউ ভাবেননি উইকেটটা এমন আচরণ করবে। পিচের চরিত্র দেখে দুই দল যথেষ্ট বিস্মিত হয়েছে।

আরও পড়ুন – সানিয়া মির্জাকে স্যালুট সচিন থেকে মিতালির, স্বামী শোয়েব দিলেন বিশেষ বার্তা

তবে এটা অবশ্যই বলতে হবে নিউজিল্যান্ড অনেক ভাল ক্রিকেট খেলেছে। নতুন বলে তো পুরনো বলের থেকেও বেশি স্পিন করছিল। যেভাবে বল স্পিন এবং বাউন্স করেছে, তাতে আমরা বিস্মিত। তবে আমি এবং সূর্য সেটাকে সামলাতে সক্ষম হয়েছিলাম। আমরা ভেবেছিলাম ম্যাচটা আমরা বের করে নিতে পারব। এই পিচে যা গড় রান হওয়া উচিত তার থেকে আমরা আরও ২৫ রান বেশি দিয়েছিলাম।

যেভাবে ওয়াশিংটন (সুন্দর) বোলিং , ব্যাটিং এবং ফিল্ডিং করেছে, দেখে মনে হচ্ছিল ম্যাচটা ওয়াশিংটন বনাম নিউজিল্যান্ডের হচ্ছে। ভারত বনাম নিউজিল্যান্ডের নয়। এই সিরিজে ওয়াশিংটন জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেলের জায়গায়। হার্দিক আশাবাদী আগামী দিনে ওয়াশিংটন ভারতীয় টি-টোয়েন্টি দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে তার অফস্পিন অন্যতম শক্তি। ব্যাট হাতে বড় শট খেলতে পারেন সেটা দেখিয়ে দিয়েছেন।

বিশ্বকাপে ভারতের গোপন তাস হবে শার্দুল! জোর গলায় দাবি ছেলেবেলার কোচের

#মুম্বই: রোহিত শর্মার ছোটবেলার কোচ তিনি, আবার শার্দুল ঠাকুরেরও। দীনেশ লাড বরাবর মনে করেন ক্রিকেটীয় দক্ষতায় শার্দুল কারও থেকে খুব একটা পিছিয়ে নেই। মুম্বই থেকে ফোনে জানালেন তার ছাত্রের পারফরম্যান্স দেখে গর্বিত তিনি। তবে শার্দুলের উন্নতির পেছনে মহেন্দ্র সিং ধোনির অবদান আছে মানেন কোচ।

অতীতে টেস্ট ক্রিকেটেও শার্দুল ব্যাট এবং বলে নিজের দক্ষতা চিনিয়েছেন। এবার দেশের মাটিতে একদিনের বিশ্বকাপের আগে শার্দুল ভালোভাবেই আছেন টিম ইন্ডিয়ার ভাবনায়। দীনেশ মনে করেন শার্দুল যত খেলবেন তত বেশি তৈরি হয়ে যাবেন বিশ্বকাপের আগে। তার ছাত্র ভারতীয় দলের গোপন তাস হবে বিশ্বকাপে মনে করেন দীনেশ স্যার।

আরও পড়ুন – সেঞ্চুরি করেও বাবার কাছে ধমক খেলেন শুভমন গিল! রাহুল দ্রাবিড় দিলেন বিশেষ পুরস্কার

হোয়াইটওয়াশ হতে হল নিউজিল্যান্ডকে। এই ম্যাচে ভাল পারফম্যান্স করেন শার্দুল ঠাকুর। ৬ ওভার বল করে ৪৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন তিনি। আর এই পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হন শার্দুল। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলে গেলেন, আমি খুব বেশি ভাবি না। বল হোক বা ব্যাট আমাদের সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হয়।

শার্দুল শেষের দিকে ব্যাট করতে নেমে ১৭ বলে ২৫ করেন। তাঁর তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। শার্দুল সম্পর্কে উচ্ছসিত শুনিয়েছে রোহিত শর্মাকেও। হিটম্যান মনে করেন মাঝের ওভারে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা আছে ঠাকুরের। পাশাপাশি ব্যাট হাতে ২০-৩০ রান করার ক্ষমতা রাখেন তিনি। এটাই শার্দুলকে রাখার প্লাস পয়েন্ট।

দীনেশ নিশ্চিত শার্দুলকে কিভাবে বিশ্বকাপে ব্যবহার করতে হবে সেটা রোহিত শর্মার থেকে ভাল কেউ জানেন না। প্রায় তিন বছর পর একদিনের ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন রোহিত। দুই ছাত্রের পারফরমেন্স নিয়েই খুশি ধরা পরল দীনেশ স্যারের গলায়।

২০ ওভারে টার্গেট হবে ১৫০ ! বিশ্বকাপের আগে নতুন ফর্মুলা রোহিতের ভারতের

#ইন্দোর: ফের রাজকীয় মেজাজে রোহিত শর্মা। প্রায় তিন বছর পর একদিনের ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন। রোহিত জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের আগে একটি নতুন ফর্মুলা মেনে ব্যাটিং করবে ভারত। খুব জোর তিনটি উইকেট হারিয়ে প্রথমে ব্যাট করলে কুড়ি ওভারে ১৫০ তুলতেই হবে যে কোনও মূল্যে। রিকি পন্টিংকে স্পর্শ করলেন রোহিত শর্মা।

একদিনের ক্রিকেটে শতরানের সংখ্যায় পন্টিংয়ের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে তিনি। উভয়েরই রয়েছে ৩০টি সেঞ্চুরি। তাৎপর্যের হল, এর মধ্যে রোহিতের ২৮টি শতরানই এসেছে ওপেন করতে নেমে। ম্যাচের পর তিনি স্বীকার করলেন, এই সেঞ্চুরির আলাদা মাহাত্ম্য রয়েছে। লম্বা ইনিংস খেলা জরুরি ছিল। দলকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল লক্ষ্য।

আরও পড়ুন – মোহনবাগানের কোচ নিয়ে ক্রমশ বিরক্ত সমর্থকরা, পদত্যাগ করতে নারাজ ইস্টবেঙ্গলের স্টিফেনও

রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচে জয়ের পর রোহিত বলেছিলেন, তাঁর ব্যাটে বড় রান স্রেফ সময়ের অপেক্ষা। মঙ্গলবার হিটম্যানের সেঞ্চুরিতে সিলমোহর পড়ল সেই বিশ্বাসেই। পাশাপাশি, দলের পারফরম্যান্সও তৃপ্তি দিচ্ছে অধিনায়ককে। রোহিতের কথায়, গত ছয় ম্যাচে অধিকাংশ কাজটাই আমরা ঠিকঠাক করেছি। তার জন্যই জিতেছি প্রতিটিতে।

ব্যাটিং ও বোলিংয়ে ধারাবাহিকতা দেখানোর জন্যই এসেছে সাফল্য। আমরা চাপের মুখেও দিশেহারা হয়ে পড়িনি, পরিকল্পনা অনুসারেই খেলেছি। ম্যাচের সেরা শার্দূল ঠাকুরের প্রশংসা করে তিনি বলেন, ওকে তো ম্যাজিশিয়ান বলা হয় স্কোয়াডে। ও সুযোগ পেয়েই তা কাজে লাগাল। বেশ কিছু দিন ধরেই ও নিজের দায়িত্ব পালন করে চলছে।

সিরিজের সেরা শুভমান গিল প্রসঙ্গে রোহিতের বক্তব্য, ওর মানসিকতা অত্যন্ত পজিটিভ। কখনও ঢিলেমি দেখায় না। এদিকে, চোটগ্রস্থ যশপ্রীত বুমরাহকে নিয়েও মন্তব্য করেছেন রোহিত। তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দু’টি টেস্টে বুমরাহের খেলা নিয়ে আশাবাদী। তবে ওকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না। সব মিলিয়ে দেশের মাটিতে বছর শেষে একদিনের বিশ্বকাপের আগে কিছুটা স্বস্তিতে রোহিত।

সিরিজ জিতলেও বিশ্বকাপের আগে অনেক উন্নতি প্রয়োজন দলে, সাফ জানালেন রোহিত

#ইনদওর: দাপটের সঙ্গে সিরিজ জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। লঙ্কার পর এবার ঘরের মাঠে জব্দ নিউজিল্যান্ড। একদিনের সিরিজ শুরু হওয়ার আগে বিশ্বের এক নম্বর দল ছিল ব্ল্যাক ক্যাপ্স ব্রিগেড। ভারতের কাছে ০-৩ হেরে সেই গর্ব যেমন তারা হারিয়েছে, তেমনই নিউজিল্যান্ডের পরিবর্তে একদিনের ক্রিকেটে সেরা দল হয়ে গেল ভারত।

হোলকার স্টেডিয়ামে যখন চ্যাম্পিয়ন হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা দলের তরুণ ক্রিকেটারদের হাতে ট্রফি তুলে দিলেন, তারপর কিছুটা সেলিব্রেশন চলল। কিন্তু অধিনায়ক রোহিতের পা যেন মাটিতেই আছে। অতিরিক্ত উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নন হিটম্যান। পরিষ্কার জানিয়ে দিলেন অধিনায়ক হিসেবে তিনি খুশি আবার একটা হোয়াইটওয়াশ করতে পেরে।

পৃথিবীর এক নম্বর একদিনের দল হওয়াটা অবশ্যই প্রমাণ করে ভারত ঠিক পথে যাচ্ছে। তবে সব কিছু খাতায় গরমের বিচারে সেরা মানতে চান না রোহিত। ভারত অধিনায়ক রোহিত মনে করেন নভেম্বরের দেশের মাটিতে যে একদিনের বিশ্বকাপ হতে চলেছে তার জন্য সম্পূর্ণ প্রস্তুত হতে সময় লাগবে এই দলটার। ভারত নিজেদের শক্তির ৭০ শতাংশ খেলছে বলে মনে করেন তিনি।

আগামী দিনে এই দল একসঙ্গে যত খেলবে তত বেশি কম্বিনেশন এবং বোঝাপড়া তৈরি হবে। রোহিত শর্মা মনে করেন শার্দুল ঠাকুর সব সময় গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলতে পারেন। কুলদীপ যাদবকে টানা খেলিয়ে যেতে হবে। তাছাড়া তরুণ ক্রিকেটারদের কঠিন পরিস্থিতিতে সম্পূর্ণ যাচাই করা এখনও সম্ভব হয়নি। সেটা আগামী দিনে হবে।

যেমন আজ মিডল অর্ডার একটা সময় খেই হারিয়ে ফেলেছিল। না হলে আজ ভারত যে জায়গায় ছিল তাতে ৪০০ তোলা উচিত ছিল। এই ভুলগুলো বিশ্বকাপের আগে ঠিক করা প্রয়োজন। তাছাড়া দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে বিশ্বকাপের তুলনা চলে না। সেটা রোহিত ভাল করেই জানেন। তবে শেষবার মহেন্দ্র সিং ধোনির হাত ধরে দেশের মাটিতে ২০১১ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

এক যুগের বেশি সময় পরে আবার দেশের মাঠে রোহিত শর্মার হাতে একদিনের বিশ্বকাপের মুকুট দেখা যাবে কিনা তার উত্তর দেবে সময়। কিন্তু অধিনায়ক হিসেবে রোহিত স্পষ্ট করে দিয়েছেন এই ভারতীয় দল তৈরি হওয়ার পথে। ব্যাপারটা সম্পূর্ণ শেষ হয়েছে এমন নয়।

Rohit Sharma Century: ফিরলেন হিটম্যান, ৩ বছরের অপেক্ষার অবসান, ঝকঝকে শতরান রোহিতের

#ইনদওর: রোহিত শর্মা  যাঁর নামের পাশে  ২৯টি  সেঞ্চুরি ছিল একদিনের ক্রিকেটে, তিনি এদিন নিজের ৩০ তম শতরান লিখে ফেললেন ৷ হিটম্যান ফর্মে ফিরছেন এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজেই আর সেই তথ্যেই সিল করে দিলেন হিটম্যান৷ তিন বছরের সেঞ্চুরি খরা কাটিয়ে শতরান লিখে ফেললেন নিজের নামের পাশে৷ ১৯ জানুয়ারি ২০২০-র পর ২০২৩ -র ২৪ জানুয়ারি ফের শতরান করলেন রোহিত শর্মা৷

ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় ম্যাচে মঙ্গলবার ৮৫ বলে ১০১ রান করেন রোহিত শর্মা৷ এদিনের হিটম্যানের ইনিংস সাজানো ৯ টি চার ও ৬ টি ছয় দিয়ে৷ ইনদওরে এই কৃতিত্ব করে দেখালেন রোহিত৷ এদিন প্রথম উইকেট পার্টনারশিপে ২০০ রান ওঠে৷ ওপেনার রোহিতের পাশাপাশি ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় একদিনের ম্যাচে অন্য ওপেনার শুভমান গিলও সেঞ্চুরি করে নেন৷

 

 

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দলের ওপেনিং জুটি দারুণ ব্যাটিং করে। রোহিত তাঁর আক্রমণাত্মকভাবে ফিরে আসার ইঙ্গিত আগেই দিয়েছিলেন দ্বিতীয় একদিনের ম্যাচে৷ সেই ম্যাচে সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৫০ বলে ৫১ রান করেছিলেন৷

 

আরও পড়ুন –  Mohammed Shami and Hasin Jahan: আদালতের রায়ে ফের চাপে মহম্মদ শামি, হাসিনকে প্রতি মাসে দিতে হবে লক্ষাধিক টাকা

ভারতীয় অধিনায়কের দ্রুত ফায়ার ইনিংসটি ভক্ত এবং অনুগামীদের একেবারে দারুণ প্রশংসিত হয়েছিল৷ দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মার প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন৷

 রোহিত যখন এভাবে খেলে, তখন আকাশ চোপড়া বলেছিলেন মনে হয় রো সুপারহিট শর্মা, মুম্বাই চা রাজা, বাজা রাহা হ্যায় বাজা, “৷ সেই ফর্মের ধারা অব্যহত রেখেই এদিনও শতরান করে ফেললেন রোহিত শর্মা৷

এদিনের শতরানে দীর্ঘদিনের শতরান খরা কাটল ৷ রোহিতের সঙ্গে এদিন যোগ্য সঙ্গত দেন শুভমান গিল৷