দীপাবলি 

Diwali Astro Tips: নিজের হাতে নিজের সংসারে বড় বিপদ ডেকে আনবেন না, ভুলেও দিওয়ালিতে এই জিনিসগুলি দান করবেন না

 : ১৫ দিন পরেই দীপাবলি । তবে দীপাবলীর আগে ভুলেও এই জিনিসগুলো কারোকে দান করবেন না নইলেই সংসারে নেমে আসবে চরম অর্থাভাব । আমরা না জেনেই অনেক সময় মানবিকতার খাতিরে সময়সূচি না মেনেই বিভিন্ন জিনিস দান করে থাকি। Photo- Representative
: ১৫ দিন পরেই দীপাবলি । তবে দীপাবলীর আগে ভুলেও এই জিনিসগুলো কারোকে দান করবেন না নইলেই সংসারে নেমে আসবে চরম অর্থাভাব । আমরা না জেনেই অনেক সময় মানবিকতার খাতিরে সময়সূচি না মেনেই বিভিন্ন জিনিস দান করে থাকি। Photo- Representative
কিন্তু এরকম করলে অনেক সময় আমরা নিজের বিপদ নিজেই ডেকে আনি। বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানান,বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে, আপনার এই ভাল অভ্যাসটি আপনাকে সমস্যায় ফেলতে পারে। Photo- Representative
কিন্তু এরকম করলে অনেক সময় আমরা নিজের বিপদ নিজেই ডেকে আনি। বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানান,বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে, আপনার এই ভাল অভ্যাসটি আপনাকে সমস্যায় ফেলতে পারে। Photo- Representative
তাই দীপাবলির সময় বাড়িতে রাখা এই জাতীয় অনেক জিনিস দান করা আপনাকে দরিদ্র করে তুলতে পারে। সেই জিনিসগুলোর মধ্যে একটি হল গয়না।
তাই দীপাবলির সময় বাড়িতে রাখা এই জাতীয় অনেক জিনিস দান করা আপনাকে দরিদ্র করে তুলতে পারে। সেই জিনিসগুলোর মধ্যে একটি হল গয়না।
অলঙ্কার দান: দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে সোনার গয়না বিবেচনা করা হয়। তাই যে কোনও সোনা বা রূপার গয়না কেনার সময় প্রথমেই দেবী লক্ষ্মীর সামনে গয়না রাখা হয়। Photo- Representative
অলঙ্কার দান: দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে সোনার গয়না বিবেচনা করা হয়। তাই যে কোনও সোনা বা রূপার গয়না কেনার সময় প্রথমেই দেবী লক্ষ্মীর সামনে গয়না রাখা হয়। Photo- Representative
বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার কখনও নিকট আত্মীয় বা বন্ধু বান্ধবকে আপনার গয়না দান করা উচিত নয়। বিশেষ করে কাউকে মঙ্গলসূত্র দেবেন না। Photo- Representative
বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার কখনও নিকট আত্মীয় বা বন্ধু বান্ধবকে আপনার গয়না দান করা উচিত নয়। বিশেষ করে কাউকে মঙ্গলসূত্র দেবেন না। Photo- Representative
ঋণদান: মা লক্ষ্মীর অধিষ্ঠান অর্থে। যে বাড়িতে প্রতিটা টাকা সঞ্চয় হয় সেখানে টাকার অভাব হয় না। তাই কাউকে ধার দেবেন না। ঋণ দিলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। Photo- Representative
ঋণদান: মা লক্ষ্মীর অধিষ্ঠান অর্থে। যে বাড়িতে প্রতিটা টাকা সঞ্চয় হয় সেখানে টাকার অভাব হয় না। তাই কাউকে ধার দেবেন না। ঋণ দিলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। Photo- Representative
ঝাড়ু দান: ঘর পরিষ্কারের জন্য যে ঝাড়ু ব্যবহার করা হয় তাতেও দেবী লক্ষ্মীর অধিবাস থাকে। ঘরে ব্যবহৃত ঝাড়ু নেতিবাচক শক্তিকে ঘরের বাইরে রাখে। তাই নিজের বাড়িতে ব্যবহৃত ঝাড়ুও কাউকে দেওয়া উচিত নয়। Photo- Representative
ঝাড়ু দান: ঘর পরিষ্কারের জন্য যে ঝাড়ু ব্যবহার করা হয় তাতেও দেবী লক্ষ্মীর অধিবাস থাকে। ঘরে ব্যবহৃত ঝাড়ু নেতিবাচক শক্তিকে ঘরের বাইরে রাখে। তাই নিজের বাড়িতে ব্যবহৃত ঝাড়ুও কাউকে দেওয়া উচিত নয়। Photo- Representative
তাওয়া দান: রান্নাঘরে ব্যবহৃত রোলিং পিন এবং রুটি বানানোর তাওয়া অন্য কাউকে দেওয়া উচিত নয়। এই তিনটি জিনিস দেওয়া বাস্তুশাস্ত্রে নিষিদ্ধ।এই সমস্ত জিনিসগুলো বাড়ির ভুলেও কাউকে দান করতে যাবেন না,নইলেই বিপদে পড়বেন। Photo- Representative
তাওয়া দান: রান্নাঘরে ব্যবহৃত রোলিং পিন এবং রুটি বানানোর তাওয়া অন্য কাউকে দেওয়া উচিত নয়। এই তিনটি জিনিস দেওয়া বাস্তুশাস্ত্রে নিষিদ্ধ।এই সমস্ত জিনিসগুলো বাড়ির ভুলেও কাউকে দান করতে যাবেন না,নইলেই বিপদে পড়বেন। Photo- Representative
আমরা অনেক সময় না বুঝে নিকট পাড়া-প্রতিবেশী কিংবা আত্মীয়-স্বজনকে এমন কিছু জিনিস দিয়ে ফেলি বাড়ির যেটা পরবর্তীতে আমাদের সংসারে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই ছোট ছোট জিনিস গুলো দেওয়া থেকে বিরত থাকুন। Photo- Representative Input- Piya Gupta
আমরা অনেক সময় না বুঝে নিকট পাড়া-প্রতিবেশী কিংবা আত্মীয়-স্বজনকে এমন কিছু জিনিস দিয়ে ফেলি বাড়ির যেটা পরবর্তীতে আমাদের সংসারে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই ছোট ছোট জিনিস গুলো দেওয়া থেকে বিরত থাকুন। Photo- Representative Input- Piya Gupta

=