জ্যোতিষকাহন Kojagari Lakshmi Puja 2024: লক্ষ্মী পুজোয় রবি যোগ! কোজাগরী পূর্ণিমায় সারারাত জাগলেই কি হবে লক্ষ্মীলাভ? সঠিক নিয়ম, শুভ মূহূর্ত জেনে পুজো করলেই ঘরে উপচে পড়বে সুখ সমৃদ্ধি Gallery October 15, 2024 Bangla Digital Desk দুর্গাপুজো শেষ মানেই শুরু লক্ষ্মীপুজোর প্রস্তুতি। আগামী বুধবার এবং বৃহস্পতিবার অর্থাত্ ১৬ এবং ১৭ অক্টোবর বেশিরভাগ বাঙালির ঘরে হবে দেবী লক্ষ্মীর আরাধনা। রাত জেগে করা হবে কোজাগরী লক্ষ্মী পুজো। পুরীর কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষী ডক্টর গণেশ মিশ্র জানালেন কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ঠিক কী কী করা উচিত। লক্ষ্মী পুজোর বিধির বিষয়ে বিশদে জানালেন তিনি গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, বুধবার সন্ধে ৭টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ডে পূর্ণিমা তিথি আরম্ভ। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ। যাঁরা গুপ্তপ্রেস পঞ্জিকা মতে লক্ষ্মীদেবীর আরাধনা করবেন, তাঁরা এই সময়েই পুজো করতে পারবেন। আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বুধবার রাত ৮টা ৪১ মিনিটে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু। বৃহস্পতিবার বিকেল ৪টে ৫৬ মিনিটে পূর্ণিমা তিথি শেষ। অন্যমতে আবার, এ বছর কোজাগরী পূর্ণিমা পড়েছে আগামী ১৬ অক্টোবর রাত ৮টা ৪৫ মিনিটে আর পূর্ণিমা শেষ হচ্ছে ১৭ অক্টোবর বিকেল ৪টে ৫০ মিনিটে। যাঁরা রাতে পুজো করবেন, তাঁরা ১৬ তারিখ রাতেই পুজো করতে পারেন। কারণ ১৬ তারিখেই হবে রাত্রি জাগরণ। তবে দিনের বেলা পুজো করতে চাইলে ১৭ অক্টোবর পুজো করুন। তিথি অনুযায়ী, কোজাগরী পূর্ণিমায় চাঁদ উঠবে সন্ধ্যা ৫টা ৫ মিনিটে। ওই দিন চন্দ্র মীন ও রোহিণী নক্ষত্রে থাকবে। এ বছর কোজাগরী পূর্ণিমার দিনে রবি যোগ তৈরি হচ্ছে। এটি সকাল ৬:২৩ থেকে গঠিত হচ্ছে, যা সন্ধ্যা ৭:১৮ পর্যন্ত চলবে। কোজাগরী পূর্ণিমায় নিশিতা মুহূর্তে দেবী লক্ষ্মীর আরাধনা করার পরামর্শ দিলেন জ্যোতিষবিদ। সেইসঙ্গে তিনি জানালেন, প্রথমেই ঘর পরিষ্কার করুন। সন্ধ্যায় দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে সাতমুখী প্রদীপ জ্বালান। পূজার স্থানে একটি কাঠের মঞ্চে দেবী লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন। দেবী লক্ষ্মীকে অক্ষত, লাল সিঁদুর, লাল গোলাপ, পদ্মফুল, কমলগট্ট, হলুদ কড়ি, ধূপ, প্রদীপ, সুগন্ধি, নৈবেদ্য ইত্যাদি নিবেদন করুন। দেবীকে দুধের তৈরি সাদা মিষ্টি নিবেদন করুন। শঙ্খ ও ঘণ্টার ধ্বনিতে দেবী লক্ষ্মীর আরতি করুন। আপনার ইচ্ছা পূরণের জন্য দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন। এরপর রাতে বাড়ির প্রধান দরজা খোলা রাখুন। রাতে জাগ্রত থাকুন। জ্যোতিষবিদের মতে, দেবী লক্ষ্মীর কৃপায় এভাবেই ধন সম্পদে ভরবে ঘর।(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)