এখানেই শেষ নয়, এর সঙ্গে সঙ্গে কর্পূরের আরও অন্যান্য উপযোগিতা রয়েছে। আসলে ঘর মোছার সময় কর্পূর ব্যবহার করলে ইঁদুর তো দূরে পালাবেই, সেই সঙ্গে এর সুগন্ধ ঘরের মধ্যেও ছড়িয়ে পড়বে। এতে ঘরের মধ্যে একটা তরতাজা ভাব থাকবে। এমনকী, ঘর থেকে ব্যাকটেরিয়াও দূর করে এটি। যার ফলে এটি প্রাকৃতিক এবং রাসায়নিক-মুক্ত ইঁদুর তাড়ানোর কৌশল। এই ভাবে ইঁদুরের উৎপাত থেকে মু্ক্তি পেতে হলে কর্পূর ব্যবহার করা উচিত। কারণ কর্পূরের গন্ধে ইঁদুর তো পালাবেই, সেই সঙ্গে দূর হবে পোকামাকড়ও। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ ) Representative Image

বাড়িতে ইঁদুরের উৎপাত বেড়েছে? তাহলে ঘর মোছার জলে মেশান শুধু ছোট্ট এই উপাদান; সঙ্গে সঙ্গে দেখবেন কামাল

প্রায় প্রতিটি বাড়িতে ইঁদুরের উৎপাত একটা সাধারণ সমস্যা। কখনও কখনও তো আলমারিতে রাখা জামাকাপড় পর্যন্ত কেটে দেয় তারা। এমনকী খাদ্যসামগ্রীও নষ্ট করে দিতে পারে। শুধু তা-ই নয়, ইঁদুর থেকে ছড়াতে পারে প্লেগের মতো বিপজ্জনক রোগও। আর ইঁদুরকূলের উৎপাত থেকে নিষ্কৃতি পেতে নানা উপায় অবলম্বন করে মানুষ। Representative Image
প্রায় প্রতিটি বাড়িতে ইঁদুরের উৎপাত একটা সাধারণ সমস্যা। কখনও কখনও তো আলমারিতে রাখা জামাকাপড় পর্যন্ত কেটে দেয় তারা। এমনকী খাদ্যসামগ্রীও নষ্ট করে দিতে পারে। শুধু তা-ই নয়, ইঁদুর থেকে ছড়াতে পারে প্লেগের মতো বিপজ্জনক রোগও। আর ইঁদুরকূলের উৎপাত থেকে নিষ্কৃতি পেতে নানা উপায় অবলম্বন করে মানুষ। Representative Image
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় রাসায়নিক ব্যবহার করেন, নাহলে এমন কিছু উপায় অবলম্বন করেন, যা ইঁদুরকূলকে সমূলে উৎপাটন করতে অক্ষম। তবে যাঁরা ইঁদুরের উৎপাতে জেরবার, তাঁদের আর ইঁদুর মারার কল অথবা দামি রাসায়নিকের কোনও প্রয়োজন হবে না। এই সমস্যার সহজ সমাধান লুকিয়ে রয়েছে ছোট্ট একটি উপাদানের মধ্যেই। আর সেটি হল কর্পূর। Representative Image
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় রাসায়নিক ব্যবহার করেন, নাহলে এমন কিছু উপায় অবলম্বন করেন, যা ইঁদুরকূলকে সমূলে উৎপাটন করতে অক্ষম। তবে যাঁরা ইঁদুরের উৎপাতে জেরবার, তাঁদের আর ইঁদুর মারার কল অথবা দামি রাসায়নিকের কোনও প্রয়োজন হবে না। এই সমস্যার সহজ সমাধান লুকিয়ে রয়েছে ছোট্ট একটি উপাদানের মধ্যেই। আর সেটি হল কর্পূর। Representative Image
কিন্তু ইঁদুরকূলকে পুরোপুরি ভাবে খতম করার জন্য কর্পূরই যথেষ্ট। কারণ এর গন্ধ খুবই তীব্র এবং ঝাঁঝালো। আর ইঁদুররা এই গন্ধ একেবারে সহ্য করতে পারে না। যেখানে কর্পূরের গন্ধ থাকে, সেখান থেকে পালানোর চেষ্টা করে তারা। তাই প্রাকৃতিক উপায়েই কর্পূরের মাধ্যমে ইঁদুর তাড়ানো সম্ভব। এটা নিরাপদ এবং সস্তার সমাধান ৷ Representative Image
কিন্তু ইঁদুরকূলকে পুরোপুরি ভাবে খতম করার জন্য কর্পূরই যথেষ্ট। কারণ এর গন্ধ খুবই তীব্র এবং ঝাঁঝালো। আর ইঁদুররা এই গন্ধ একেবারে সহ্য করতে পারে না। যেখানে কর্পূরের গন্ধ থাকে, সেখান থেকে পালানোর চেষ্টা করে তারা। তাই প্রাকৃতিক উপায়েই কর্পূরের মাধ্যমে ইঁদুর তাড়ানো সম্ভব। এটা নিরাপদ এবং সস্তার সমাধান ৷ Representative Image
এর জন্য সবার আগে জলের মধ্যে কর্পূর মেশাতে হবে। এক বালতি জলে ৪-৫ টুকরো কর্পূর মেশানো সম্ভব। এবার এই জল দিয়ে গোটা বাড়িটা মুছতে হবে। বিশেষ করে যেসব স্থানে ইঁদুরের উৎপাত বেশি, সেই সব স্থানে বেশি করে ওই জল দিয়ে মুছতে হবে। রান্নাঘর, স্টোর রুম থেকে শুরু করে দরজার আশপাশে কর্পূর জল দিয়ে মোছা উচিত। এর পাশাপাশি চাইলে ঘরের কোণায় কোণায় কর্পূর রাখা যেতে পারে। Representative Image
এর জন্য সবার আগে জলের মধ্যে কর্পূর মেশাতে হবে। এক বালতি জলে ৪-৫ টুকরো কর্পূর মেশানো সম্ভব। এবার এই জল দিয়ে গোটা বাড়িটা মুছতে হবে। বিশেষ করে যেসব স্থানে ইঁদুরের উৎপাত বেশি, সেই সব স্থানে বেশি করে ওই জল দিয়ে মুছতে হবে। রান্নাঘর, স্টোর রুম থেকে শুরু করে দরজার আশপাশে কর্পূর জল দিয়ে মোছা উচিত। এর পাশাপাশি চাইলে ঘরের কোণায় কোণায় কর্পূর রাখা যেতে পারে। Representative Image
শুধু তা-ই নয়, কর্পূর হাতে কম থাকলেও অসুবিধা নেই। এর সঙ্গে মিন্ট অয়েল যোগ করা যেতে পারে। বাড়ির ঘরগুলি কর্পূর দিয়ে মুছলে এর গন্ধ ছড়িয়ে পড়ে। যা ইঁদুরের নাকে গিয়ে লাগে। এর কিছু পরেই তারা সেই স্থান ছেড়ে পালিয়ে যাবে। প্রতিদিন কর্পূর ব্যবহার করলে ইঁদুর সম্পূর্ণ ভাবে দূর হবে। এমনকী, আর ফিরে আসার সাহসও দেখাবে না। Representative Image
শুধু তা-ই নয়, কর্পূর হাতে কম থাকলেও অসুবিধা নেই। এর সঙ্গে মিন্ট অয়েল যোগ করা যেতে পারে। বাড়ির ঘরগুলি কর্পূর দিয়ে মুছলে এর গন্ধ ছড়িয়ে পড়ে। যা ইঁদুরের নাকে গিয়ে লাগে। এর কিছু পরেই তারা সেই স্থান ছেড়ে পালিয়ে যাবে। প্রতিদিন কর্পূর ব্যবহার করলে ইঁদুর সম্পূর্ণ ভাবে দূর হবে। এমনকী, আর ফিরে আসার সাহসও দেখাবে না। Representative Image
এখানেই শেষ নয়, এর সঙ্গে সঙ্গে কর্পূরের আরও অন্যান্য উপযোগিতা রয়েছে। আসলে ঘর মোছার সময় কর্পূর ব্যবহার করলে ইঁদুর তো দূরে পালাবেই, সেই সঙ্গে এর সুগন্ধ ঘরের মধ্যেও ছড়িয়ে পড়বে। এতে ঘরের মধ্যে একটা তরতাজা ভাব থাকবে। এমনকী, ঘর থেকে ব্যাকটেরিয়াও দূর করে এটি। যার ফলে এটি প্রাকৃতিক এবং রাসায়নিক-মুক্ত ইঁদুর তাড়ানোর কৌশল। এই ভাবে ইঁদুরের উৎপাত থেকে মু্ক্তি পেতে হলে কর্পূর ব্যবহার করা উচিত। কারণ কর্পূরের গন্ধে ইঁদুর তো পালাবেই, সেই সঙ্গে দূর হবে পোকামাকড়ও। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ ) Representative Image
এখানেই শেষ নয়, এর সঙ্গে সঙ্গে কর্পূরের আরও অন্যান্য উপযোগিতা রয়েছে। আসলে ঘর মোছার সময় কর্পূর ব্যবহার করলে ইঁদুর তো দূরে পালাবেই, সেই সঙ্গে এর সুগন্ধ ঘরের মধ্যেও ছড়িয়ে পড়বে। এতে ঘরের মধ্যে একটা তরতাজা ভাব থাকবে। এমনকী, ঘর থেকে ব্যাকটেরিয়াও দূর করে এটি। যার ফলে এটি প্রাকৃতিক এবং রাসায়নিক-মুক্ত ইঁদুর তাড়ানোর কৌশল। এই ভাবে ইঁদুরের উৎপাত থেকে মু্ক্তি পেতে হলে কর্পূর ব্যবহার করা উচিত। কারণ কর্পূরের গন্ধে ইঁদুর তো পালাবেই, সেই সঙ্গে দূর হবে পোকামাকড়ও। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ ) Representative Image