নয়াদিল্লি: আরজি কর মামলার ষষ্ঠ ও গুরুত্বপূর্ণ শুনানি আজ মঙ্গলবার। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডে সিবিআই-এর চার্জশিট পেশের পরে আজ মঙ্গলবার শুনানি চলছে সুপ্রিম কোর্ট-এ। জুনিয়র চিকিৎসকদের অনশনের মাঝেই আজ ষষ্ঠবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি জে বি পার্দিওয়ালার ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়।
এদিনের শুনানির শুরুতেই নয়া তথ্য সম্বলিত স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। জমা পড়েছে চার্জশিটও। চার্জশিটে উল্লেখিত তারিখ ৭ অক্টোবরের। শিয়ালদহ কোর্টে আগেই চার্জশিট দাখিল করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সিবিআই-এর রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে অন্য অভিযুক্তদের ভূমিকার জন্য চার্জশিট তদন্ত সাপেক্ষ। সিবিআই কিছু অন্য অভিযুক্তদের সঙ্গে সম্পর্কিত যোগাযোগও পেয়েছে এই মামলায়, সেগুলিও সিবিআই খতিয়ে দেখছে বলে আদালতে জানিয়েছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।