দক্ষিণবঙ্গ IMD latest Weather Update: আর ১ ঘণ্টা মাত্র…! আকাশ কাঁপিয়ে বৃষ্টি নামছে ছয় জেলায়! কমবে গরম? বড় আপডেট ! Gallery October 15, 2024 Bangla Digital Desk অক্টোবর মাস ফুরোতে চলল, গরমের কমতি নেই। বর্ষা বিদায় নিল দেরিতে, তার পও গুমোট গরম। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে কয়েক পশলা বৃষ্টিতে ভিজল কলকাতার বেশ কিছু অংশ। তবে অস্বস্তি কি কাটবে? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? আগামী এক থেকে দু’ঘণ্টায় ১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তবে বর্ষা বিদায়ের পর বাংলায় আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া মোটের উপর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজ, মঙ্গলবার দুর্গা পুজোর কার্নিভালের দিন সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা এবং উপকূল সংলগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। -এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। আগামী এক থেকে দু’ঘণ্টায় ২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প ঢুকে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়াবে। আজ, মঙ্গলবার দুপুরের দিকে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। আগামিকাল, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-এক পশলা খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। হাওয়া অফিসের রিপোর্টে রবিবার থেকে আবহাওয়া বদল হয়েছে। আবহাওয়া বদলে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উপকূলবর্তী জেলা ও পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।