নয়াদিল্লি: ইজরায়েল যদি পেজার হ্যাক করে লেবাননে বিস্ফোরণ ঘটাতে পারে, তাহলে কি ইভিএম হ্যাক করে ভোটের ফল অদল বদল করা যায় না? হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই সমাজমাধ্যমে এই প্রশ্ন তুলতে শুরু করেছিল প্রধান বিরোধী দল কংগ্রেস৷
মঙ্গলবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে কংগ্রেসের তোলা এই অভিযোগের জবাব দিলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, পেজার হ্যাক করা যায় কারণ সেটি সংযুক্ত (কানেক্টেড) থাকে৷ ইভিএম অন্য কোনও কিছুর সঙ্গে সংযুক্ত থাকে না৷
আরও পড়ুন: সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ কীভাবে, কত বেতন? রাজ্যের থেকে হলফনামা তলব সুপ্রিম কোর্টের
শুধু তাই নয়, কংগ্রেসের নাম না করেই তাদের মনোভাব নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার৷ তিনি পাল্টা বলেছেন, ‘ভোটের ফল পক্ষে না গেলেই তখন কেন বলা হচ্ছ ইভিএম-এ গন্ডগোল আছে?’
রাজীব কুমার জানিয়েছেন, ইভিএম নিয়ে কুড়িটির বেশি অভিযোগ জানিয়েছে কংগ্রেস৷ প্রতিটি অভিযোগ ধরে ধরে নির্বাচন কমিশন তাদের জবাব প্রকাশ করবে বলেও জানিয়েছেন রাজীব কুমার৷
মুখ্য নির্বাচনী কমিশনার বলেন, ‘অতীতেও ইভিএম নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে৷ এমনও অভিযোগ করা হয়েছে যে এক দলকে ভোট দিলে অন্য দল ভোট পাচ্ছে৷ এবারে নতুন কী অভিযোগ তোলা হয়, আমরা তার অপেক্ষায় রয়েছি৷’
নির্বাচন কমিশন এ দিন জানিয়েছে, আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে৷ ঝাড়খণ্ডে ভোট হবে ১৩ এবং ২০ নভেম্বর৷ দুই রাজ্যেই ভোটের ফল প্রকাশিত হবে ২৩ নভেম্বর৷