শনিবার কে জিতবে ডার্বি?

East Bengal vs Mohun Bagan Derby ticket: শনিবার আইএসএল ডার্বি, বুধবার থেকেই মিলবে টিকিট! দুই ক্লাব ছাড়া আর কোথায় কাউন্টার?

কলকাতা: লক্ষ্মী পুজোর পরেই শনিবার আইএসএল-এ ডার্বি। তার জন্য বুধবার থেকেই অনলাইনের পাশাপাশি অফলাইনেও শুরু হচ্ছে টিকিট বিক্রি৷

যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৯ অক্টোবর মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ডার্বি ম্যাচের জন্য অনলাইনের পাশাপাশি বুধবার কাউন্টার থেকে‌ শুরু হচ্ছে আইএসএলের ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের টিকিট বিক্রি। বুধবার ১৬ অক্টোবর থেকে শনিবার ১৯ অক্টোবর পর্যন্ত ইস্টবেঙ্গল সমর্থকেরা রুবি হাসপাতাল মোড় এবং ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু থেকে টিকিট কিনতে পারবেন। এ ছাড়া ১৬ থেকে ১৮ অক্টোবর সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত তাঁরা টিকিট পাবেন সল্টলেক স্টেডিয়ামের ১ নম্বর গেটের বক্স অফিস থেকে।

আরও পড়ুন: ভেঙে যাবে ওয়ার্ন-মুরলির নজির! কিউইদের বিরুদ্ধে ৫ বিশ্বরেকর্ড গড়ার সুযোগ অশ্বিনের

মোহনবাগান সমর্থকেরা এই চার দিনই সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ময়দানের মোহনবাগান তাঁবু থেকে কিনতে পারবেন। ১৬ থেকে ১৮ অক্টোবর তাঁরা টিকিট পাবেন সল্টলেক স্টেডিয়ামের ৪ নম্বর গেটের বক্স অফিস থেকে।

আইএসএল-এ এবারের প্রথম ডার্বির আগে চরম ডামাডোলের মধ্যে রয়েছে লাল হলুদ শিবির৷ প্রথম চার ম্যাচেই হারের মুখ দেখেছে তাঁরা৷ কার্লেস কুয়াদ্রাতের ইস্তফার পর দলের দায়িত্ব নিয়েছেন আর এক স্প্যানিশ কোচ অস্কার ব্রুঁজো৷ অন্যদিকে ইস্টবেঙ্গলের তুলনায় কিছুটা ভাল অবস্থায় থাকলেও খুব একটা স্বস্তিতে নেই মোহনবাগান৷ তবে শেষ ম্যাচে মহামেডানের বিরুদ্ধে একপেশে জয়ের পর অনেকটাই আত্মবিশ্বাসী হোসে মলিনার ছেলেরা৷