বিনোদন বক্স অফিসে ধরাশায়ী, অথচ ওটিটি-তে মুক্তি পেতেই যেন ম্যাজিক; এক নিমেষে ট্রেন্ডিং তালিকার শীর্ষ স্থান ছিনিয়ে নিল অক্ষয় কুমারের এই ছবিটি Gallery October 16, 2024 Bangla Digital Desk চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে বহু ছবিই বক্স অফিসে রাজত্ব করেছে। তো অনেক ছবি আবার মুখ থুবড়ে পড়েছে। অগাস্ট মাসে বড় এক তারকার ছবি মুক্তি পেয়েছে। যা বক্স অফিসে খুবই খারাপ ফল করেছে। কিন্তু সেই ছবিটিই ওটিটি-তে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এমনকী ট্রেন্ডিংয়ের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ছবিটি। কথা হচ্ছে, ‘খেল খেল মেঁ’ ছবির। এটা মূলত কমেডি ড্রামা ধারার একটি ছবি। যা মুক্তি পেয়েছিল গত ১৫ অগাস্ট। এই ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বাণী কাপুর, তাপসী পান্নু, অ্যামি ভির্ক, প্রজ্ঞা জয়সওয়াল, আদিত্য সিল এবং ফারদিন খানের মতো তারকারা। ‘খেল খেল মেঁ’ পরিচালনা করেছেন মুদস্সর আজিজ। মুক্তির আগে ‘খেল খেল মেঁ’ ছবি নিয়ে তুমুল হইচই হয়েছিল। মনে করা হচ্ছিল, যেহেতু বহু সময় পরে অক্ষয় কুমার কমেডি ধারায় ফিরেছেন, তাই এই ছবিটি বক্স অফিসে দারুণ ফলাফল করতে পারবে। কিন্তু সকলের ভাবনা অনুযায়ী বিষয়টা একেবারেই এমন ঘটেনি। আয় তো দূর অস্ত, এমনকী বাজেটই পুনরুদ্ধার করতে পারেনি। এই ছবিটির গল্প আবর্তিত হয়েছে তিন জুটি এবং এক ব্যাচেলর বন্ধুকে ঘিরে। একটি বিয়ের অনুষ্ঠানে দেখা হয়েছিল তাঁদের। এই সময় প্রত্যেকে একটি গেম খেলার সিদ্ধান্ত নেন। আসলে নিজেদের মোবাইল ফোনে যে কল আসবে, সেটার জবাব দিতে হবে স্পিকারে। আবার মেসেজ এলেও সেটা পড়তে হবে জোরে জোরে। আর এই খেলার জেরে প্রত্যেকের জীবনের কিছু না কিছু বড় সত্য সামনে চলে আসে। যদিও সমালোচকদের কাছ থেকে ভাল ভাল রিভিউ পেয়েছে ‘খেল খেল মেঁ’। কিন্তু ভক্তদের মনে বিশেষ জায়গা করতে পারেনি ছবিটি। IMDb রিপোর্ট অনুযায়ী, প্রায় ৯৫ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল ছবিটি। কিন্তু সারা বিশ্ব জুড়ে মাত্র ৫৪.৮ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। সকলের রায় অনুযায়ী, ছবিটি একেবারে মুখ থুবড়ে পড়েছে। তবে ‘খেল খেল মেঁ’’ ছবির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, ওটিটি-তে মুক্তি পাওয়ামাত্রই তুমুল হিট হয়েছে ছবিটি। সম্প্রতি এই ছবি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। আর সেখানে মুক্তি পেতেই যেন ম্যাজিক! দর্শকদের মনে দারুণ ভাবে স্থান করে নিয়েছে ‘খেল খেল মেঁ’। এমনকী চমকপ্রদ বিষয় হল, ভারতের টপ ট্রেন্ডিং লিস্টে জায়গা করে নিয়েছে ছবিটি। আর ১ নম্বরে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘খেল খেল মেঁ’। এর আগে অ্যাকশন-থ্রিলার ছবি ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ ১ নম্বরে ছিল। সারা বিশ্ব জুড়ে ছবিটি ৪৫০ কোটি টাকার ব্যবসা করেছে। ফলে খেল খেল মেঁ ছবির জন্য থলপতি বিজয়ের ছবিটি ট্রেন্ডিং লিস্টের ২ নম্বরে চলে এসেছে।