খেলা ১৮ নম্বর জার্সি কেন পরেন বিরাট কোহলি? জীবনের বড় ঘটনা জড়িয়ে, অনেকেই জানেন না Gallery October 16, 2024 Bangla Digital Desk তিনি বরাবর খেলেন ১৮ নম্বর জার্সি পরে। সেই অনূর্ধ্ব-১৯ খেলার সময় থেকে। অনেকেই ভাবেন হয়তো, এত নম্বর থাকতে হঠাৎ কেন ১৮ নম্বর জার্সি পরেন কোহলি! ১, ২, ৪, ৫… এমন কোনও নম্বর নয়, কোহলি পরেন ১৮ নম্বর জার্সি। ক্রিকেটারদের অনেকেই কুংস্করাচ্ছন্ন। কেউ ব্যাট করতে নামার আগে ডান পা বাউন্ডারি লাইনের ওপারে ফেলেন, কেউ বোলিং করতে গিয়ে রান-আপ নেওয়ার সময় বাঁ-পা আগে বাড়ান। ক্রিকেটারদের নিয়ে এমন অনেক কথাই শোনা যায়। তবে কোহলির কিন্তু ১৮ নম্বর জার্সি বেছে নেওয়ার পিছনে কোনও কুসংস্কার নেই। বরং রয়েছে একটি বিশেষ কারণ। আর সেই কারণ খোলসা করেছিলেন কোহলি নিজেই। ১৮ অগাস্ট, ২০০৮ সালে বিরাট কোহলির ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়। কোহলি বলেছিলেন, সেই তারিখটাকে স্পেশাল করে রাখতে চেয়েছিলেন তিনি। আবার এটাও জানা যায়, বিরাট কোহলির বাবা প্রেম কোহলির মৃত্যু হয়েছিল ১৮ ডিসেম্বর, ২০০৬ সালে। তাই ১৮ তাঁর জীবনে সব দিক থেকে মনে রাখার মতো একটি সংখ্যা। বিরাট কোহলি কয়েক বছর আগে নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর জীবনে ১৮ তারিখ খুব গুরুত্বপূর্ণ। এই একটা তারিখের প্রভাব রয়েছে তাঁর জীবনে। আর এই ১৮ নম্বর জার্সি পরেই কোহলি কেরিয়ারে সাফল্য শিখরে পৌঁছেছেন।