লাইফস্টাইল Bara Pav Easy Recipe: একঘেয়ে মাখন-পাউরুটি ছাড়ুন, ব্রেড দিয়ে বানিয়ে ফেলুন আমচি মুম্বই বড়া পাউ! রেসিপি জানুন Gallery October 16, 2024 Bangla Digital Desk মহারাষ্ট্রের বিখ্যাত খাবার ‘বড়া পাও’। মুম্বই গিয়েছেন অথচ একবারও ‘বড়া পাও’ খাননি, এমন লোক বোধহয় নেই। বিভিন্ন রকমের বড়া পাও পাওয়া যায় মহারাষ্ট্রে। সঙ্গে থাকে রকমারি চাটনি। এই বড়া পাও এবার আপনিও বানিয়ে ফেলুন নিজের বাড়িতেই। (অনির্বাণ রায়) স্ট্রিট ফুডের তালিকায় কিন্তু বড়া পাও অনেক নাম কামিয়েছে। শিলিগুড়ির বিখ্যাত বড়া পাও পাওয়া যায় এস এফ্ রোডের ধারে কামাখ্যা তে। সেই দোকানের শেফ বড়া পাও রেসিপির হদিশ দিলেন। খুব সহজেই খুব অল্প উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এই বড়া পাও। ঝাল ঝাল স্বাদের এই পদটি তৈরি করতে প্রথমেই তৈরি করে নিতে হবে বড়া । আর তার জন্য প্রয়োজন পড়বে ২ চামচ তেল, সরষে বীজ ১ চামচ, কারি পাতা ৩ চামচ, রসুন ৩ কোয়া, আদা ১ ইঞ্চি, কাঁচা লঙ্কা ৩ টে, হলুদ গুঁড়ো হাফ চামচ, সেদ্ধ আলু ২ কাপ, স্বাদ অনুসারে নুন এবং ১ চামচ ধনে পাতার। সেই সঙ্গে পাও লাগবে প্রয়োজন মতো। একই সঙ্গে রসুনের মশলা বানাতে প্রয়োজন পড়বে নারকেল কুচি- হাফ কাপ, বাদাম গুঁড়ো- ৪ চামচ, লঙ্কা গুঁড়ো-২-৩ চামচ, তিল বীজ- ২ চামচ, রসুন-১০-১২ কোয়া, শুকনো লঙ্কা-৪-৫ টা। বড়া পাও বিক্রেতা দিওয়ান সিং বলেন, সিদ্ধ আলুগুলিকে কাঁচা লঙ্কা কুঁচি, রসুন, সরষা বাটা এবং মশলা (সাধারণত হিং এবং হলুদ) মিশিয়ে ভর্তা করতে হবে। মিশ্রণটি যখন একটি বলের আকারে রুপ নেয়, তারপরে বেসন গোলায় ডুবিয়ে বড়াগুলিকে কড়া ভাজা করতে হবে। ঝাল চাটনি, মিষ্টি চাটনি এবং স্পেশাল রসুনের চাটনি বানিয়ে ভাজা কাঁচা লঙ্কা সহ ভাজা বড়াটি একটি বনরুটির ভিতরে রেখে পরিবেশন করা হয়। তাই সন্ধ্যার জলখবারে একটি বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন মুম্বাই স্টাইল বড়া পাও।