মুর্শিদাবাদ: লোকালয় থেকে হরিণ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদে। প্রথমে সুস্থ অবস্থায় উদ্ধার হলেও পড়ে মৃত্যু হয় হরিণটির।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, বৃহস্পতিবার সকালে তাঁরা মাছ ধরছিলেন অন্য দিনের মতোই। তখনই দেখেন বড় ব্রিজ পেরিয়ে এসে গঙ্গায় ভাসতে ভাসতে যাচ্ছে হরিণটি। তড়িঘড়ি হরিণটি উদ্ধার করা হলে রক্তক্ষরণের জন্য মৃত্যু হয় বলে জানা যায়। হরিণটি ভিড় জমান বহু সাধারণ মানুষ। পরে বন দফতর ও ফরাক্কা থানার পুলিশ কে খবর দেওয়া হয়।
স্থানীয় মৎস্যজীবীদের অনুমান, বিহার থেকে ভেসে আসছিল হরিণটি। সম্প্রতি বিহার ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির কারণেই জঙ্গল থেকে এই হরিণ বেরিয়ে আসে এবং জলে ভাসতে থাকে। ফরাক্কা ব্যারেজের কাছে আসতেই দেহে একাধিক আঘাত লাগে। যদিও পরে গঙ্গা অতিক্রম করতে গেলে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে হরিণটি।
আরও পড়ুন– একাধিক ব্লকে কর্মসূচি, বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগে নামছে তৃণমূল কংগ্রেস
বনদফতর সূত্রে জানা গিয়েছে, হরিণটি মাঝবয়সি সম্বর প্রজাতির হরিণ। ফরাক্কা থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় হরিণটিকে উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পশু হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে।