শুক্রবার রাতের মধ্যে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। দেড় মিটার পর্যন্ত বাড়তে পারে ঢেউয়ের উচ্চতা। সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের।

Weather Forecast: হাতে আর একদম সময় নেই কিন্তু…! আগামী এক ঘণ্টায় তেড়ে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের চার জেলায়

রাজ্য থেকে আপাতত বিদায় নিয়েছে বর্ষা। তবে বৃষ্টি থামছে না। বেশির ভাগ জেলাতেই হালকা ঝড়বৃষ্টি হতে পারে।
রাজ্য থেকে আপাতত বিদায় নিয়েছে বর্ষা। তবে বৃষ্টি থামছে না। বেশির ভাগ জেলাতেই হালকা ঝড়বৃষ্টি হতে পারে।
আগামী এক থেকে দু'ঘণ্টায় চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে।
আগামী এক থেকে দু’ঘণ্টায় চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে।
বুধবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
বুধবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।
দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।
কলকাতায় আজ, বৃহস্পতিবার দুপুর বা বিকেলের মধ্যে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-এক পশলা সামান্য সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজ, বৃহস্পতিবার দুপুর বা বিকেলের মধ্যে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-এক পশলা সামান্য সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।