খেলা IND vs NZ: কিউই পেস অ্যাটাকের সামনে ধসে গেল ভারতের ব্যাটিং লাইন, বেঙ্গালুরুতে মহাবিপদে টিম ইন্ডিয়া Gallery October 17, 2024 Bangla Digital Desk বেঙ্গালুরু টেস্টে ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় ভারতীয় দলের। দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই ৬ উইকেট হারিয়ে বিপাকে টিম ইন্ডিয়া। ভারতের লাঞ্চ পর্যন্ত স্কোর ৩৪ রানে ৬ উইকেট। (Photo Courtesy- AP) ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য ভেস্তে যায়। দ্বিতীয় দিনও বৃষ্টি বিঘ্নিত হয় খেলা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। যা বুমেরাং হয়ে যায়। (Photo Courtesy- AP) বৃষ্টি ভেজা আবহাওয়ায় ম্যাট হেনরি, উইল ও রর্ক, টিম সাউদিদের পেস অ্যাটাকের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তারকাখোচিত ভারতীয় দলের ব্যাটিং লাইন। (Photo Courtesy- AP) যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার দুই অঙ্কের রানে পৌছতে পেরেছে। ফলে ঘরের মাঠে এমন ব্যাটিং ভরাডুবি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ভারতীয় দলকে। (Photo Courtesy- AP) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে এই সিরিজ খুবই গুরুত্বপূপ্ণ ভারতীয় দলের কাছে। এমন কঠিন পরিস্থিতি থেকে ভারত কামব্যাক করতে পারে কিনা সেটাই দেখার। (Photo Courtesy- AP)