উত্তরবঙ্গ, মালদহ IMD Bengal Weather Update: আরও এগিয়ে আসছে নিম্নচাপ…শুক্র-শনিতে ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যে! কোন কোন জেলায় বৃষ্টি? Gallery October 17, 2024 Bangla Digital Desk ফের আবহাওয়ার পরিবর্তন গৌড়বঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার ভোরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। এদিন দিনভর আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। রবিবার পর্যন্ত গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে। দিনের যে কোনও সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ সহ উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামীতে ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কমবে জেলাগুলির। আগামী কয়েকদিন জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দুই থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর ধীরে ধীরে পরিষ্কারভাবে গৌড়বঙ্গের আকাশ। আপাতত ২০ অক্টোবর পর্যন্ত গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।