হাওড়া: নিজের সাধের রেসিং গাড়ি তৈরি করে গ্রামে সাড়া ফেলে দিলেন জগৎবল্লভপুরের শেখ রহমাতুল্লাহ। গাড়ি তৈরি করে শুধু সওয়ারি নয়, সেই গাড়িতে চেপে নিজের বিয়ে করে নববধূকে আনলেন।
নিজের স্বপ্ন পূরণ করার সাধ বা ইচ্ছা থাকলেও তা সবার পূর্ণ হয় না। কিন্তু কথায় আছে মনের ইচ্ছা থাকলে সবই করা সম্ভব। স্বপ্ন আর জেদ যদি এক হয় তা হলে হয়তো এমনই অসাধ্য কিছু ঘটে যায়। আর সেই কাজই করে দেখালেন হাওড়ার যুবক।
আরও পড়ুন- নিরামিষ-আমিষ সব রান্নাতেই ধনে দিচ্ছেন? জানেন এর ফলে কী হচ্ছে শরীরে? পড়ুন
নিজের হাতেই তৈরি করলেন রেসিং কার। আর তাতে চেপে গেলেন বিয়ে করতে। এমন অভিনব কাজ করে দেখালেন হাওড়ার পাঁচলা বিধানসভার জগৎবল্লভপুরের পোলবুস্তিয়া গ্রামের সেখ রহমাতুল্লাহ।
জগৎবল্লভপুরের সেখ রহমাতুল্লাহ পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। রেসিং গাড়ি তৈরি করা ছিল তাঁর নিজের জীবনের এক স্বপ্ন। আর তার স্বপ্নের সাধ পূরণ করে ফেললেন হাওড়ার এই যুবক।
আরও পড়ুন- হু হু করে কমবে ওজন, শরীর থেকে নিংড়ে বের হবে বিষাক্ত পদার্থ, জানেন এই ফলের নাম?
মাত্র ৬ মাসে বানিয়ে ফেললেন রেসিং গাড়ি। এই গাড়ির অরিজিনাল নাম এরিয়াল এটম। সেই গাড়িকে কপি করেছে সেখ রহমাতুল্লাহ। রহমাতুল্লাহের এই রেসিং গাড়ি তৈরির মতো অভিনব কাজে খুশি পরিবার-পরিজন, বন্ধুবান্ধব সকলেই।
রাকেশ মাইতি