গ্রহের মধ্যে বৃহস্পতিকে দেবগুরু বলে মনে করা হয়। দেবগুরু জ্ঞান, শিক্ষক, শিক্ষা, ধর্ম, পবিত্র স্থল, ধন-সম্পদ, পুণ্য এবং বুদ্ধির গ্রহ হিসাবে ধরা হয়। এই জন্য গুরু গ্রহ বৃহস্পতির পরিবর্তনে বড় রকমের প্রভাব পড়ে বেশ কিছু রাশির জীবনে। প্রতীকী ছবি
এই প্রসঙ্গে, প্রখ্যাত জ্যোতিষবিদ হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, দেবগুরু বৃহস্পতি ১২ বছর বাদে বৃষ রাশিতে বক্রী যোগ দেখা যাচ্ছে। আপাতত ১১৯ দিন পর্যন্ত দেবগুরু বক্রী অবস্থায় থাকবেন। ফলে, বেশ কিছু রাশিকে সামলে চলতে হলেও, বেশ কিছু রাশির ভাগ্য বদলের সুযোগ থাকছে এই সময়। কেরিয়ার থেকে ব্যবসা সব দিক থেকেই উন্নতি সম্ভব এই সময়।
বৃষ রাশি গুরু গ্রহ বৃহস্পতির বক্রী হওয়ার সুবাদে বৃষ রাশির জাতক/জাতিকাদের লাভজনক হতে চলেছে। কারণ, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার কাজে মন বসবে। এছাড়াও আপনার ব্যক্তিগত জীবনও সুন্দর কাটবে। বৈবাহিক জীবন সুন্দর কাটবে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। প্রতীকী ছবি।
সিংহ রাশি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সিংহ রাশির জাতক/জাতিকাদের শুভ ফল প্রদান করবে। কারণ গুরু গ্রহ আপনার কর্মজীবনে এবং ব্যবসায়িক জীবনে অগ্রগতি আনবে। এরসঙ্গেই ব্যবসায়ীদের সফলতার সুযোগ থাকছে। চাকরিজীবীদের সাফল্য আসবে। এছাড়াও চাকরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতীকী ছবি
কর্কট রাশি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কর্কট রাশির জাতক-জাতিকারা লাভদায়ক হতে চলেছে। কারণ গুরু গ্রহ আপনার জীবনে অর্থলাভ এবং ধনলাভ দুইই বয়ে আনবে। এই সময়ে আপনার দারুণ উন্নতি হবে। এছাড়াও আপনার পদে পদে সাফল্য অপেক্ষা করছে। আপনার জীবনে সুখ-সমৃদ্ধির অভাব ঘটবে না। এছাড়াও আপনার বহুদিনের ইচ্ছাপূরণ হতে চলেছে। প্রতীকী ছবি
(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)
Post navigation
Just another WordPress site