খেলা IND VS NZ: টেস্টে ভারতের ৫ সর্বনিম্ন স্কোর! তালিকায় কত নম্বরে বেঙ্গালুরুতে ৪৬-এর লজ্জা Gallery October 17, 2024 Bangla Digital Desk নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে লজ্জার ব্যাটিং ভারতীয় দলের। মাত্র ৪৬ রানে শেষে ইনিংস। নিউজিল্যান্ডের পেস অ্যাটাকের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন। তারকাখোচিত ব্যাটিং লাইন নিয়ে এমন লজ্জাজনক স্কোরের পাশাপাশি লজ্জার রেকর্ডও গড়েছে ভারতীয় দল। দেশের মাটিতে এটিই ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ রানে অলআউট হয়েছিল ভারত। টেস্ট ক্রিকেটে ভারতের সবথেকে কম স্কোর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০১৭ সাবে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারতীয় দল। এছাড়া টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোরের তালিকায় রয়েছে ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২, তৃতীয় স্থানে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬। চতুর্থ স্থানে রয়েথে ১৯৪৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে ৫৮ ও পঞ্চম স্থানে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানে অলআউট হয়েছিল ভারতীয় ক্রিকেট দল।