আগরতলা: ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত লোকমান্য-তিলক এক্সপ্রেস। সূত্রের খবর অনুযায়ী, ট্রেনের ইঞ্জিন-সহ বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। যদিও রেল কতৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার দুপুর ৩:৫৫ মিনিট নাগাদ ঘটে এই দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, বৃহ আগরতলা ছেড়ে এগোনোর পথেই লুমডিং ডিভিশনের ডিবালং স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় লোকমান্য-তিলক এক্সপ্রেস। লুমডিং ও বদরপুর হিল সেকশনের কাছে ঘটনাটি ঘটে।
কী কারণে এমন দুর্ঘটনা ঘটনা ঘটল, তার কারণ অবশ্য এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ট্রেন। রেলের উচ্চপদস্থ কর্তারাও রয়েছেন। লুমডিং-বদরপুর লাইনে সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। ০৩৬৭৪ ২৬৩১২০ ও ০৩৬৪৭ ২৬৩১২৬ নম্বরে ফোন করে যোগাযোগ করা হয়েছে।
আরও পড়ুন: ডিপ ফ্রিজে জমে বরফের পাহাড়! বারবার কেন হয় এই সমস্যা? ৫ মিনিটে গলবে কীভাবে? জেনে নিন সহজ টোটকা
ঘটনার জেরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনও। রেল সূত্রে জানান হয়েছে, গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল (ট্রেন নং-০৫৬৯৮) এলং রঙ্গিয়া শিলচর-রঙ্গিয়া এক্সপ্রেস (ট্রেন নং-১৫৬১১/১৫৬১২), নিউ-জলপাইগুড়ি গুয়াহাটি ( ট্রেন নং -০৫৬৯৭) এবং গুয়াহাটি-শিলচর ১৫৬১১/১৫৬১৫)- ট্রেনগুলি বাতিল এবং সময় পরিবর্তন করা হয়েছে।